তোমার ভালোবাসা যদি

তোমার ভালোবাসা যদি

তোমার ভালোবাসা

যদি হয় মাবুদের জন্য
তবে তুমি যেনে নাও
ধন্য হয়েছে তুমি ধন্য 
তোমার ভালোবাসা

যদি হয় রাসুলের জন্য
তবে তুমি যেন নাও
পু্র্ন হয়েছে তুমি পু্র্ন।

 

তোমার পথো চলা

যদি হয় দ্বীনের পথে
তোমার কথা বলা

যদি হয় দ্বিনের সাথে
তবে তুমি হয়েছ সুখী
জীবনে কি আছে বাকি
তোমার জীবন হলো ধন্য।

 

তোমার সকল কাজ

যদি হয় দ্বীনের তরে
তোমার সকাল সাঝ
যায় আল্লাকে স্বরে
তবে তুমি হয়েছে সুখী
জীবনে কি আছে বাকি
তোমার জীবন হলো পু্র্ন। 
 

কথা ও সুর: আব্দুস সালাম