গানের স্বরলিপি

কত সাধনা কত সংযম 

উন্মোচিত রাইয়ান - ব্যতিক্রম

তাকওয়ার শিক্ষা নিয়ে এল সিয়াম 
পানাহার ত্যাগ অনাচার ত্যাগ 
কত সাধনা কত সংযম।

 

প্রথম দশকে আছে রহমত 
অন্যায় ছেড়ে কর তার ইবাদাত ।
পানাহার ত্যাগ শুধু নহে সিয়াম 

 

শেষ দশকে পাবে শ্রেষ্ঠ সে রাত
তার তরে রাত জেগে কর ইবাদাত

 

অন্যায় অনাচার পাহাড়সম 
ভুল ত্রুটি সিমাহীন ক্ষমা কর। 
ক্ষমার দশকে মোরা মেহমান
 


কথা ও সুর: জুলফিকার আলী

খোদাকে পাওয়ার ইবাদাত

উন্মোচিত রাইয়ান - ব্যতিক্রম

রমযান সেতো আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামাত 
রমযান সেতো মুমিনের জন্য খোদাকে পাওয়ার ইবাদাত।

 

ছেড়ে দাও অনাচার দুর্নিতি কদাচার 
ছেড়ে দাও মিথ্যার বেসাতী
সত্যের জয়গানে মহান মাসের শানে
গেয়ে যাও জীবনের নতুন গীতি।
মিথ্যা কথা কাজে হয় না রোযা
হয় সে শুধু পানাহার ত্যাগ

 

শয়তান শৃংখলে অন্যায় পদতলে 
এটাই তো রোযার মহিমা
এ মাসের শিক্ষা থেকে নাও দিক্ষা
অন্য মাসে তা ভুলে যেওনা।
প্রভুর কাছে তুমি পাবে উপহার 
তারি কাছে পাবে জান্নাত

 

কথা: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন 
সুর : নিয়াজ মাখদুম

নতুন চাঁদ হেসেছে

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

সুনিল নভে নতুন চাঁদ হেসেছে
রহমের মাস আবার ফিরে এসেছে
পাখির কন্ঠে তার আগমনী গান
মাহে রমযান মাহে রমযান।


ভালো কাজে অনেক বেশী আছে পুণ্য
মুমিন হৃদয় রহম পেয়ে হবে ধন্য
তাই কর এ মাসের বেশী সম্মান।


মনে প্রাণে আনন্দতে ভাসে হৃদয়
খোদার প্রেমে ডুবে যাওয়ার এলো সময়
তাই কর এ মাসের বেশী সম্মাান।
 

কথা: মাহিউদ্দীন ফাহাদ 
সুর: নিয়াজ মাখদুম

আজ রুদ্ধ হলো

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

আজ রুদ্ধ হলো জাহান্নামের দ্বার 
উন্মচিত আজ রাইয়ান
রোযাদারের উপহার ।


আজ ক্ষমা পেল সেই শুধু 
যেই প্রাণ ভুলে অনুতপ্ত
পাপ থেকে দুরে সরে 
কপটতা দুর করে 
যেই প্রাণ হলো পরিশুদ্ধ
আজ লগণ এলো শপথের 
মিথ্যা, দুর্নিতি, অসততা করতে পরিহার ।

 

কৃতজ্ঞতায় যারা আল্লার কাছে
করল মস্তক অবনত
রহমের বারিতে শিক্ত হলো ওরা
হলো মহানের অনুগত।


আজ সফলতা তার যে 
লালসার মায়া জাল মুক্ত
হতভাগা সেই জন 
ক্ষমা পেতে যে হল ব্যর্থ
আজ সুখবর শুধু মুমিনের 
আল্লাহ সুমহান নিজ হাতে দিবেন পুরস্কার ।

 

কথা ও সুর: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন

নতুন চাঁদের আগমনী

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

নতুন চাঁদের আগমনী বার্তায়

খুশির জোয়ার এলো প্রাণে
কাঙ্খিত মাস ফিরে পেল

প্রতিটি মুমিন মুসলমানে 
রমজান তুমি সত্যের আহ্বান
রমজান তুমি মুক্তির সন্ধান ।


এইতো সুযোগ মহান প্রভুর খাটি প্রেমিক হতে
আধার মুছে দিয়ে নতুন করে আলোর ভুবনে নামতে
তাকওয়া আর কোরান নিয়ে এলো মাহে রমজান
রমজান তুমি প্রভুর অপার দান।


এইতো সুযোগ স্বপ্নীল কাননের পরম সুবাস পেতে
পাপ কালীমা দূর করে ইমানের বীজ বুনতে
মাগফিরাত আর প্রশান্তি নিয়ে এলো মাহে রমজান
রমজান তুমি মহান রবের বিধান ।

 

কথা ও সুর: মমিনুল হাসান মারুফ

এসেছে রমজান

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

এসেছে রমজান একটি বছর পরে
রহমত এসেছে প্রতিটি ঘরে ঘরে
পাখিরা গাইছে মধুর গান 
ফুলেরা পেয়েছে নতুন ঘ্রান
রহমত আকাশে বাতাসে ঝরে।


নদীরা ছুটেছে আপন মনে 
ঝর্না ঝরে যায় তার স্মরণে
তারাদেরি মেলা করে শুধু খেলা
চাদটি ঘিরে।


মৃদু বয়ে চলা প্রবঞ্জনে
খুশির দোলা দেয় জনে জনে
সিয়ামের উপহার দেবে যে পরওয়ার
আপন করে।

 

কথা সুরঃ নিয়াজ মাখদুম