গানের স্বরলিপি

প্রিয় হতে চাই

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

তোমার প্রিয় হতে চাই আমরা
কবুল কর প্রভু তুমি আমাদের ।


সত্যবাদিতা দাও আবু বকরের 
ত্যাগের মহিমা প্রভু দাও ওমরের
ওসমানের মত পরহেজগার কর
হৃদয়টা করে দাও আকাশ উদার ।


খালিদের হিম্মত শক্তি আলীর
শহীদি নাজরানা হামজার
জ্ঞান আহরণে কর আবু হুরায়রা
কালেমার নিশানা দাও উড়াবার ।অ


আজাদীর ইসলামী রাষ্ট্র গড়ার
তাওফিক দাও খোদা তুমি আমাদের
কিয়ামত দিবসে হেলালী নিশান
শোভা পায় যেন প্রভু হাতে মোদের ।


কথা ও সুর: সংগ্রহ
 

গাঁয়ের নাম মধুময়

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

গাঁয়ের নাম মধুময় সুবর্ণপুর
তীর ঘেঁষে তার বয়ে গেছে
নদী তুলে সুর ।


সবুজ শ্যামল পাতার ফাঁকে
দোয়েল কোয়েল কোকিল ডাকে
রাখালিয়া যায় হারিয়ে
তুলে বাঁশির সুর ।


সবুজ বনে ফুলের শোভা 
মন মোহিনী মনোলোভা
গাঙচিলেরা যায় হারিয়ে
উড়ে বহু দূর ।


কথা ও সুর: আবুল আলা মাসুম
 

ঘুম ভাঙা পাখি

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

আমরা প্রভাতের ঘুম ভাঙা পাখি
সবার আগে উঠবো জেগে 
ঘুমিয়ে সারা রাতি ।


সকালের সূর্যকে জাগিয়ে দেব 
ঝলমলে পৃথিবীর জন্য
তিমির অন্ধকার বিলীন হবে
সবার জীবন হবে ধন্য
আনন্দ বাগানে প্রজাপতি হয়ে
করবো মাতামাতি ।


বনের পাখিগুলো উঠবে জেগে
কিচির মিচির কোলাহলে
বাগানের ফুলগুলো বিলাবে সুবাস
আমাদের কলকাকলিতে
আমরা প্রভাতের নিদ ভাঙ্গাতে
জাগরিত ভোরের সাথী।


কথা ও সুর: সংগ্রহ
 

আজো সেই চাঁদটা

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

আজো সেই চাঁদটা আসে রাতে
আজো তারারা মিতালি গড়ে চাঁদের সাথে
শুধু মা আসে না মা আসে না
আমাকে গল্প শোনাতে ।


আছে সাজানো বাগান বীথি 
আছে সেই ঘর 
মা শুধু নেই পাশে
হয়ে গেছে পর
ঘুমহারা দুটি চোখ অভিমান করে 
মা কেন আসে না ঘুম পাড়াতে ।


আসে যখনি মিনার হতে
আজানের সুর
মনটা হয়ে যায়
বেদনা বিধুর
বলে না তো কেউ আর শিয়রে দাঁড়িয়ে
ঘুম ছেড়ে যা খোকা মসজিদেতে ।


কথা: সোহাগ চৌধুরী
সুর: এস এম মঈনুল ইসলাম
 

যার হৃদয়ে স্নেহ

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

যার হৃদয়ে স্নেহ মায়া ভালোবাসা নেই 
সোানামনি শিশুদের জন্য
সে আমার দলের তো কেউ নয় 
হবে না দলের বলে গণ্য । 


তার পরনে যদি থাকে সুফীদের বেশ 
চলনে বলনে হতে পারে দরবেশ 
তবুও রাসূল তাকে নেবে না দলে 
হোক না সে কোন মহামান্য ।
 

শিশুরা ফুলের মতো 
সৌরভে ভরে দশ দিক 
কলরব কোলাহলে 
দিন করে আলো ঝিকমিক ।


তাই ভলোবাসি পৃথিবীতে যত শিশু আছে 
পৃথিবীর যত শিশু দূরে আর কাছে 
নির্মল সুখ পেতে শিশুকে নিয়ে 
গড়ে তুলি শ্যামলী অরণ্য ।
 

কথা ও সুর: সংগ্রহ
 

জুঁই চামেলি ফুল

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

জুঁই চামেলি ফুল শিউলি
আয় রে তোরা আয় 
সবাই মিলে যাই রে চলে 
নবীর মদীনায় ।

 

নবীর দেশের গানের পাখি
গান ধরেছে সব 
মুহাম্মদের নামের গানে
শুনছি কলরব 
আকাশ জুড়ে গানের মধু
সুর ছড়িয়ে যায় ।

 

দিনে রাতে রহম ঝরে 
কদম পড়ে যার 
সালাম দিয়ে ভরে দেবো
কদমখানি তার 
শিমুল বকুল ও শেফালি
জলদি ছুটে আয় ।

 

কথা ও সুর: রহমতুল্লাহ