এই জীবনতো চিরদিন
নীল আসমান, হেরাররশ্মি
এই জীবনতো চিরদিন থাকবেনা
কথা ও সুর: আহমদ আল-আমিন
অ্যালবাম: নীল আসমান
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী
এই জীবনতো চিরদিন থাকবেনা
ঐ মাটি হবে শেষ ঠিকানা
ও বন্ধু বন্ধু চল কোরানের পথ ধর ॥
আঁধারের ঐ কুঠুরিতে
আলোর ঠিকানা তুমি পাবেনা
কোরানের পথে চল পাবে
বর্ণিল ফুলের ঐ বিছানা
মুক্তির দিশা তুমি যদি পেতে চাও
খোদার রঙে রঙিন করো তোমার আঙিনা ॥
বাড়ি-গাড়ি আর ধন সম্পদ
কিছুই সাথে তো যাবেনা
ছেলে সন্তান মায়া-মমতা
কিছুই সাথী যে হবেনা
মুক্তির দিশা তুমি যদি পেতে চাও
খোদার রঙে রঙিন কর তোমার আঙিনা ॥
কথা ও সুর: আহমদ আল-আমিন