গানের স্বরলিপি

এই জীবনতো চিরদিন

নীল আসমান, হেরাররশ্মি

এই জীবনতো চিরদিন থাকবেনা

কথা ও সুর: আহমদ আল-আমিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

এই জীবনতো চিরদিন থাকবেনা
ঐ মাটি হবে শেষ ঠিকানা
ও বন্ধু বন্ধু চল কোরানের পথ ধর ॥

 

আঁধারের ঐ কুঠুরিতে
আলোর ঠিকানা তুমি পাবেনা
কোরানের পথে চল পাবে
বর্ণিল ফুলের ঐ বিছানা
মুক্তির দিশা তুমি যদি পেতে চাও
খোদার রঙে রঙিন করো তোমার আঙিনা ॥

 

বাড়ি-গাড়ি আর ধন সম্পদ
কিছুই সাথে তো যাবেনা
ছেলে সন্তান মায়া-মমতা
কিছুই সাথী যে হবেনা
মুক্তির দিশা তুমি যদি পেতে চাও
খোদার রঙে রঙিন কর তোমার আঙিনা ॥

 

কথা ও সুর: আহমদ আল-আমিন
 

প্রাসাদের ইটগুলো

নীল আসমান - হেরাররশ্মি

প্রাসাদের ইটগুলো জানে

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

প্রাসাদের ইটগুলো জানে
কার ঘামে গড়া এই শহর
পরম আদরে যারা গড়ে ইমারত
তাদের কাটে না সুখে প্রহর ॥

 

অনুদাব নিয়নের তীব্র আলোয়
আসেনা জীবনে সোনা রোদ
বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে
নিতে হবে লাল প্রতিশোধ
জালিমের মসনদ ভেঙে দিতে হানো তাই
অশান্ত বৈশাখি ঝড় ॥

 

কতকাল নিরবে থাকবো চেয়ে
মুখ বুজে মেনে সব
জালিমের ভিত্তি কাপিয়ে দিয়ে
করে ওঠো বিদ্রোহী রব
জুলুমের অবসান হবে হবে নিশ্চয়ই
সামনে নতুন বন্দর ॥

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

মোমীনের গুনাবলি

নীল আসমান - হেরাররশ্মি

জেনে নেই আজ মোমীনের গুনাবলি

কথা ও সুর : ডাঃ সিরাজ উদ্দিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

জেনে নেই আজ মোমীনের গুনাবলি
পরখ করে দেখি নিজেকে আমি
জান্নাতি হবো কিনা জাহান্নামি ॥

 

আমি কি সৎকাজে উৎসাহিত হই ?
কোরানের বানী শুনে আমার ঈমান কি বৃদ্ধি পায় ?
আমি কি অন্যািয় করে ফেললে অনুতপ্ত হই ?
আমার মধ্যে অনুসোচনা জাগে ?
আমি কি শিরক মুক্ত হতে চেষ্টা করেছি ?
দ্বীনকে কতটুকু জানতে চেষ্টা করেছি ?
আমার ঈমান, আমার বিশ্বাস, আমার নিয়ত,
আমার কাজ কতটুকু বিশুদ্ধ ?
আমি কি রাসূল স. এর সুন্নত অনুযায়ী প্রতিটি আমল করে থাকি?
আমি কি মুনাফিকি বর্জন করতে পেরেছি ?

 

প্রতিটি প্রশ্ন আজি জানতে হবে
প্রতিটি হুকুম মেনে চলতে হবে
করেনিতে হবে এই জীবনকে দামী ॥

 

রঙিন পোষাক পরে পদবি নিয়ে
দুনিয়ার নাম ডাক সব হাকিয়ে, লাভ কি ?
হতে যদি নাই পারি মুমীন আমি ॥

 

কথা ও সুর : ডাঃ সিরাজ উদ্দিন
 

পাহাড় নদী বন বনানী

নীল আসমান, হেরাররশ্মি

পাহাড় নদী বন বনানী

কথা : ফজলুর রহমান
সুর : খালিদ এম. শাহিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

পাহাড় নদী বন বনানী

বয়ে চলা স্রোতসীনি
নিলীমার কোলে ওড়ে পাখিরা
প্রকৃতির কোল ঘেরা সুনীল সবুজ
শোভায় জুড়িয়ে যায় প্রাণ আখিরা ॥

 

ঐ কালো মেঘের ঝর্ণা ধারা
অঝোর ঝড়ে কোন পরশে
নিশির শিশির মুক্তাসম
ছড়ায় ঘাসে কোন হরসে ॥

 

কোকিল পাপিয়ার কণ্ঠে মধুর 
বীনা বাজে কোন সুরে হায়
বকের সারি চক চকিয়ে 
কার স্মরনে যায় উড়ে যায় ॥

 

কথা : ফজলুর রহমান
সুর : খালিদ এম. শাহিন
 

জেহাদ করতে চাই

নীল আসমান, হেরাররশ্মি

জেহাদ করতে চাই আমি জেহাদ করতে চাই

কথা ও সুর : মতিউর রহমান মল্লিক

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

 

জেহাদ করতে চাই আমি জেহাদ করতে চাই
জেহাদ ছাড়া অন্য কোন পথে মুক্তি নাই ॥

 

খাটি মোমীন না হলে কেউ হয়না মুজাহিদ
আল্লাহর পথের সৈনিকদেরও হয়না কুশরি
গাজী হতে চাই আমি গাজী হতে চাই
সালাউদ্দিন আয়ুবির ন্যায় গাজী হতে চাই ॥

 

দুর্বল ভিরু কাপুরুষরা জেহাদ করে না
জীবন দেবার ঝুঁকিপূর্ণ রাস্তা ধরে না
শহীদ হতে চাই আমি শহীদ হতে চাই
মালেক ভাইয়ের মত আমি শহীদ হতে চাই ॥

 

কথা ও সুর : মতিউর রহমান মল্লিক
 

Baitullah Baitullah Baitullah

নীল আসমান -হেরাররশ্মি

 

Baitullah Baitullah Baitullah

Lyric : Khalid M. Sahin

Melody : Khalid M. Sahin

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

Baitullah Baitullah Baitullah

We want to touch the Baitullah

Hug the Baitullah.

 

Sandy Baitullah

Prided by Rasulullah

It is our heart

We are muslim

We are the greatfull

Subhanallah.

 

Open the ground for

Reach & Poor

We will see the park

Lighted in the dark

It is the symbol

Greatness of Allah.

 

 

 

Lyric : Khalid M. Sahin

Melody : Khalid M. Sahin