গানের স্বরলিপি

ইয়া সায়্যেদী

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

ইয়া সাইয়্যেদী ইসফা’লানা
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ 
আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ।


বালাগাল উলা বি কামালিহী
কাশাফাদ্দুজা বি জামালিহী
হাসুনাত জামিউ খিছালিহী
সাল্লু আলাইহি ওয়ালিহী ।


ইন্নাত্তিয়া রিহাস্সাবা
ইয়াওমাল ইলা আরদিল হারাম
বাল্লিগ সালামি রাও দাতান
ফি হান্ নাবিয়্যুল মুহতারাম ।


আমিও কি তব উম্মত নহে
হিয়া পেরেশান তোমার বিরহে
অনেক সাগর তোমাতে হারায়
অনেক আকাশ দু’হাত বাড়ায় ।


দিয়েছ কেবল চাওনি কিছুই
ভেবেছ সমান উঁচু কী নিচু
ওগো প্রিয়তম প্রেম দাও কিছু
না হয় তোমার ছাড়বো না পিছু ।


সংগ্রামী তুমি বিপ্লবী তুমি 
তোমার পথে এই মুজাহিদ আমি ।


মূল: শেখ সাদী (রহ.)
কথা: মতিউর রহমান মল্লিক (বাংলা অংশ)
সুর: সংগ্রহ

মন থেকে অগোচরে 

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

মন থেকে অগোচরে 
যা কিছু মুছে যায়
আনন্দঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো
নীরবে কাঁদায় ।


একটি মানুষ তার মন ও মনন
হৃদয়ের জানালাতে উঁকি দেয় অগণন
বেদনার মরু ধূলি শুধু ওড়ে না
তুষের অনলের মত দহনে পোড়ায় ।


কিছু কিছু মানুষের জীবনাচরণ
সম্মুখে চেনা যায় না
জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ
কেউ মেলাতে পারে না।


যার কথা ভেসে ওঠে মনে বারে বার
তার মত আপন এত কে হবে আবার
প্রিয়জন চলে গেলে ফিরে আসে না
তাকে ছাড়া কোনভাবে প্রাণ না জুড়ায় ।


কথা ও সুর: নাজমুল কবীর

আমার জীবন শূন্য

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

আমার জীবন শূন্য করে
মায়ার বাঁধন ছিন্ন করে
চলে গেছ মা জননী
একা পরপারে
মাকে মনে পড়ে ।


হাজার মুখের ভিড়ে আমি
খুঁজি মায়ের মুখ
যে মা আমার সুখে সুখী
দুঃখে পেত দুঃখ
আদরিণী মা জননী
দূর আঁধারের ঘোরে ।


মধু মাখা মায়ের হাসি
দেখে একবার 
স্বর্গ যেন খুঁজে পেতাম
জীবনে আমার
অভিমানী মা জননী
থাক স্মৃতির ডোরে ।


কথা ও সুর: আবদুস সালাম

মন মাঝি খবরদার

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

মন মাঝি খবরদার
আমার তরী যেন ভেড়ে না
আমার নৌকা যেন ডুবে না ।


সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝি রে ঘন ঘন জোড়া 
সেই নৌকা খান বাইতে আমার তো
মন মাঝি রে হাড় হইলো গুড়া রে ।


মাস্তুলে উঠিয়া রে মাঝি
মন মাঝি রে এদিক ওদিক চায়
পেছন ফিরে চাইয়া দেখ রে
মন মাঝি রে বেলা ডুইবা যায় ও রে ।


কথা ও সুর: সংগ্রহ

গান গাই বলে

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

গান গাই বলে তাই
শিল্পী বলো না মোরে
শিল্পী তো নয় মূল পরিচয়
কুরআনের কর্মী তো বড় পরিচয় ।


আমার গানের মাঝে খুঁজে নাও
ব্যথিতের কথা
আমার গানের মাঝে খুঁজো না
সুরের শুধু সুধা
আমি গানে গানে সুরে সুরে
মানবতা চাই ।


আমার মনের মাঝে 
মালেকেরা উঁকি দেয় বারবার
দীন কায়েমের কাজে
নেই তো আমার কিছু হারাবার
আমি বেলালের খুনে রাঙা
শাহাদাত চাই ।


কথা ও সুর: আবদুস সালাম

সাগরের ঢেউয়ের

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

সাগরের ঢেউয়ের দোলাতে
পাহাড়ী ঝর্ণাধারাতে
কত যে স্বপন সুষমা
মোহন মহিমা গোপন গরিমা
রেখেছো হৃদয় ভোলাতে ।


পাখিদের ক‚জন কাকলি
সবুজের সোহাগ শ্যামলী
গাহে যে তোমারই গান
ছড়িয়ে সুরেই তান
হৃদয়ের পাপড়ি খোলাতে ।


নীলিমার নিখুঁত নিলয়ে
পৃথিবীর বিপুল বিষয়ে
দিয়েছো শোভা অফুরান
হে মহান হে মহীয়ান
আপনি আপন মেলাতে।


বিহানের বিমল বাতাসে
অসীমের আকুল আভাসে
দেখি যে তোমারই শান
হে খোদা হে রহমান
জীবনের হিসাব মেলাতে ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জুলকারনাইন বাহলুল