গানের স্বরলিপি

আমরা সকল দেশের

জনপ্রিয় ইসলামী গান

আমরা সকল দেশের শিশু যাব
নবীর মদিনায়!
তোরা- সঙ্গে যাবি আয়।।

আমার- নবীর মদীনাতে
খোদার রহম দিনে রাতে,
সবাই সেথা ভালবেসে
ভালবাসা পায়।।

সেথা নবীর পথে চলে সবাই
পায় যে দ্বিনের আলো,
নবীর মুহব্বতে ডুবে
সবাই বাসে ভালো।।

সেথা- রহমতে আলম
সেথা সৃষ্টি নিরুপম
সেথা ইনসানিয়াৎ পূর্ণ হলো
নবীর অছিলায়।।

-ফররুখ আহমেদ-

নিজেকে চেনার তুমি

জনপ্রিয় ইসলামী গান

নিজেকে চেনার তুমি

কথা : মতিউর রহমান মল্লিক

সুর : মশিউর রহমান

 

নিজেকে চেনার তুমি তওফিক দাও খোদা
তোমাকে চেনার তুমি তাওফিক দাও 

আলোয় দ্বীপ্ত করো নয়ন আমার
ভোরের বিভায় ভর এ মন আমার।
তবু অচেনার যত পর্দা সরাও।

 

যে জানে না  তোমাকে সে জানে না কিছুই
জানেনা সে জীবনের অথৌই মানে

যে মানে না তোমাকে সে মানে না কিছুই
গভীর আঁধার তারে সতত টানে
বাসে না সে ভালো এই তামাম জাহান
কোন প্রাণ তার কাছে পায় না কো দাম
অভিশাপ দেয় তারে কালের ক্ষরা।

 

সরল পথের দিশা তুমি ছাড়া  কেউ আর
দেখাতে পারেনা আর পথের মালিক
মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর
মোছাতে পারে না ওগো মহান খালিক


দাম্ভিক সংসয় যুগে যুগে মিথ্যার বেসাতি করা

নিজের স্বার্থ ছাড়া বুঝে না কিছু
বস্তুই সব তার লক্ষ্য জড়ো
স্বদেশের ব্যথা তারে করেনা কাতর
বিবেকের ঘরে তার শুধুই পাথর

নিজে কি বোঝেনা আহা বুজেনা সে তাও।

 

 

আকাশ হতে চাঁদ

জনপ্রিয় ইসলামী গান

আকাশ হতে চাঁদ নেমেছে

কথা: সংগ্রহীত

সুর: হাসনাত আব্দুল কাদের

 

আকাশ হতে চাঁদ নেমেছে

মা আমিনার কোলে

আধার রাতে উঠলো যেন

চাঁদের চেরাক জলে

চাঁদের চেরাক জলে।

 

গুলশানে আজ বুলবুলিরা

গাইছে শিরিন কালাম

তামাম জাহান নাবীর তরে

জানাই লাখো সালাম। (ঐ)

 
হাসিন হোশার দিক রাঙিয়ে

বিরান বাগের ফুল ফুটিয়ে

জীবনকে আজ ঝিল্মিলিয়ে

মন ভরিয়ে তোলে। (ঐ)

 

আল্লাহু এই নামের

জনপ্রিয় ইসলামী গান

আল্লাহু এই নামের কালাম

কথা: আজিজুর রহমান

সুর: খালিদ হোসাইন

 

আল্লাহু এই নামের কালাম
কন্ঠে মধু মেখে
কুহু কুহু ঐ পাপিয়া
উঠছে সদা ডেকে ॥

গ্রহ রবি দিশেহারা
ঐ আকাশে চাঁদ-সিতারা
খুঁজছে তারে অনন্ত সেই

অনাদি কাল থেকে ॥

হু হু হু হু বাতাস শোনায় জাল্লা জালালুহু
কুল-মাখলুক তাসবীহ পড়ে
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ॥

ক্বলবে রাখে সর্বদা যে
নামের ধেয়ান সকল কাজে
তার হৃদয়ের আরশীতে সে
নূর ইলাহী দেখে ॥

দেখা হলে সালাম করো

লাল ফড়িং,সসাস

দেখা হলেই সালাম করো

কথা: বিলাল হোসাইন নূরী

সুর: আল মিযান

 

দেখা হলেই সালাম করো
সালাম হলো ভালো থাকার দোয়া 
প্রথমে যে সালাম করে
হৃদয়টা তার জোসনা দিয়ে ধোয়া॥ 


আস্সালাম-আস্সালাম 
আস্সালামু আলাইকা-আস্সালাম

 কাউকে যদি সত্যি সালাম করো
 দূরের মানুষ কাছের হবে 
 আপন হবে পরও
 ভালবাসার রঙ মেখে ভাই
 পাবে তুমি ফেরদাউসের ছোঁয়া॥ 

 

সালাম পাবে ছোট-বড় সবে
মা-বাবাকেও সালাম দিতে হবে

 কাউকে তুমি চেনো বা না চেনো
 সে-ও তোমার সালাম পাবে
 ভুল কোরো না যেন
 মনটা তখন উদার হবে 
থাকবে না আর অহংকারের ধোঁয়া॥
 

মন কেন আজ যায়

জনপ্রিয় ইসলামী গান

মন কেন আজ যায় ছুটে যায়

কথা : জাকির আবু জাফর

সুর : মশিউর রহমান

 

মন কেন আজ যায় ছুটে যায়