গানের স্বরলিপি

রোজ বিহানে

জনপ্রিয় ইসলামী গান

রোজ বিহানে একটা পাখি

কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মশিউর রহমান

 

রোজ বিহানে একটা পাখি
আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে
হৃদয় দুলতে থাকে ।।

দিকে দিকে সে সুর তোলে সাড়া
ঘুম ভেঙ্গে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া
রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে ।।

ফুলে ফুলে রঙ্গিন রেনু ওড়ে
মৌমাছিরা তখন শুধু ঘোরে
গুন গুনিয়ে তখন সেযে গাইতে শুধু থাকে ।।

ভোরের বাতাস পাতায় পাতায় নাচে
পাঁপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে
ঘাসে ঘাসে ফুলের রেণু চতুরদিকে মাখে ।।

তোমাকে নিয়ে আমি

জনপ্রিয় ইসলামী গান

তোমাকে নিয়ে আমি সার্থক কোন গান

পারিনি আজও সাজাতে

তোমাকে নিয়ে আমি প্রিয় কোন সুর

পারিনি হৃদয়ে বাজাতে

হে রাসূল হে রাসূল ।।

 

কথা : আব্দুল করিম সরকার

সুর : আব্দুল আলিম আশিক

এলো কে কাবার ধারে

জনপ্রিয় ইসলামী গান

এলো কে কাবার ধারে

কথা ও সুর : মতিউর রহমান মল্লিক

 

এলো কে কাবার ধারে আঁধার চিরে চিনিস নাকিরে!
ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ জানিস নাকিরে।

মুতালিব আজকে কেন বেঁহুশ হেন বক্ষে খুশীর বান
বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কার এ আগমন
সাহারার হৃদয় ভরা ঝর্ণাধারা বইলো নাকিরে।।

বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দেওয়ানা 
চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পেয়েই পরওয়ানা
গোলাবের অধর ভরে খুশবু ঝরে রয়না বাকীরে।।

আকাশে ভোরের রবি মুগ্ধ কবি আবেগ ছল ছল
বাতাসে ছন্দ অতুল গন্ধ বকুল সোহাগ তলমল
সাগরের উর্মিলালায় দদুল দোলায় কার এ রাখী রে।।

বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায় নিবিড় আনন্দে
ছেওয়ারীর লাগাম টানে কাবার পানে জান্নাতী ছন্দে
হৃদয়ের গভীর দেশে কার পরশে খুললো আঁখিরে।।

মানাতের শেষ হলো দিন আজকে বিলীন ঘোর আঁধারের যুগ
কাবাগর দীপ্ত আবার আলোয় হেরার সমাপ্ত দুর্ভোগ
কলেমার শহদ বিলায় আঁধার পাড়ায়  এ কোন সাকীরে।।

ইরানের নিভলো আগুন জ্বললো দ্বিগুন তৌহিদী রওশন
দানবের ঘর ভেঙ্গে তায় গড়লো সেথায় বেহেস্তী গুলশান
আজাজীল আজ হতবাক এ কোন বিপাক আসলো হাঁকিরে।।

আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিম দেওয়ানা
রাহে তার যা কিছু সব বেলা হিসাব দেবই নজরানা
জেহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আঁকিরে।।

মনে বড় আশা ছিল

জনপ্রিয় ইসলামী গান

মনে বড় আশা ছিল

কথা সুর : কবি জসীম উদ্দীন

শিল্পী : আব্বাস উদ্দিন

 

মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় ।।

আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরী
পাখা নাইকো উইর‍্যা যাব ডানাতে ভর করি
আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় ।।

কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরী আমায়

যাওনা ও ভাই সংগে লয়ে খানিক কৃপা করি


সংগে যদি না লও মোরে গিয়ে মদিনায়
এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়

আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় ।।

 

 

আমায় এমন হৃদয় দাও

জনপ্রিয় ইসলামী গান

আমায় এমন হৃদয় দাও প্রভু

খুব সকালে

লাল ফড়িং, সসাস

খুব সকালে তোমার কাছে

কথা ও সুর: মাসুদ রানা
শিল্পী: রুবাইয়াত

 

খুব সকালে তোমার কাছে
তোমার কাছে করি প্রার্থনা
ওগো দয়াময়
তোমার প্রতি ভালোবাসা যেন
আরো তীব্র হয় ॥

 

নদী যেমন সাগর প্রেমে
খায় যে হাবুডুবু
তেমনি তোমার প্রতি আমার 
প্রেমটা বাড়াও প্রভূ
আমার সকল আঁধার করো
আলোয় দীপ্তময় ॥

 

আমার সকল যন্ত্রনা তুমি
ধুয়ে মুছে কর সাফ
অশান্ত মন শান্ত বানাও
দাও করে দাও মাফ
রহম স্রোতে ভাসাও ও দাও
পুষ্পিত হৃদয় ॥