গানের স্বরলিপি

পৃথিবী যখন ঘোর আধারে

জনপ্রিয় ইসলামী গান

পৃথিবী যখন ঘোর আঁধারে
মানবতা একেবারে নিঃস্ব
রাসুল তোমার আগমনে
আলোকিত হলো সারা বিশ্ব।

 

পথহারা মুসাফির তোমার ডাকে
খুঁজে পেল সত্যের সন্ধান
শত্রুরা হয়ে গেল বন্ধু সবে
শুরু হলো মুক্তির জয়গান
বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার
পাল্টে গেল গোটা দৃশ্য।

 

সকল নবীর সেরা নবী
তোমায় পেয়ে ধন্য সবি
পূর্ণ হলো বিশ্বভূমি।

 

শত শত মুজাহিদ তোমার ডাকে
হাতে নিল সত্যের তলোয়ার
লাত মানাত ওজ্জা ভেঙ্গে দিল সব
ধ্বনি তুলে আল্লাহু আকবার
পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল
যারা হয়েছিল তব শিষ্য।

 

কথা : আব্দুল গাফফার
সুর: মশিউর রহমান

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়

জনপ্রিয় ইসলামী গান

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়

 

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়

 কথাঃ জুলফিকার হায়দার
সুরঃ মশিউর রহমান

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়
আমার বেঁচে আছি
তোমার দয়ায় অতুল মায়ায়
আমরা বেঁচে আছি ।।

কতশত নেয়ামত দিয়েছো তুমি
উদার আকাশ আর সবুজ ভুমি
দিয়েছো সুস্থ দেহে অমিত সাহস
পৌঁছতে তোমার কাছাকাছি ।।

পথ না ভুলি তাই দিয়েছো
কোরআন হাজার বছর আগে
তোমারই দেয়া ঐ রাসূলের বাণী
তাইতো মধুর লাগে 

তবু যদি মোরা ভুলিগো তোমায়
মুছে দাও কালিমা অসিম ক্ষমায়
আরশের ছায়ায় ঠাঁই পেতে মোরা
তোমার রহম সদাই যাচি ।।

ইয়া রসূলাল্লাহ

লাল ফড়িং, সসাস

কথা ও সুর:তোফাজ্জল হোসেন খান
শিল্পী: ইমন


ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া নাবীআল্লাহ ইয়া রাসূলাল্লাহ
আঁধার এ দুনিয়ায় 
তুমি ছাড়া নাই কোন আলো ॥

 

অশান্তির এ দাবানলে
মাজলুমানের হাহাকারে
জাহেলিয়াতের আঁধার ঘোচাতে
তৌহিদী ঝড় তোলো ॥

 

সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে
তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে

 

তোমার অথৈ প্রেমের ডোরে
হাসলো ভূবন নতুন ভোরে
রক্ত পাথার পেরিয়ে আবার
জান্নাতের দ্বার খোলো ॥
 

পুবান হাওয়া পশ্চিমে

জনপ্রিয় ইসলামী গান
পুবান হাওয়া পশ্চিমে 
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া
যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া  ।।

কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই
সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই (রে ভাই)
মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া ।।

মা ফাতেমা হজরত আলীর মাজার যথায় আছে
আমার	সালাম দিয়া আইস তাদের পায়ের কাছে (রে ভাই!)
কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া ।।

হাজার গানের মাঝে

জনপ্রিয় ইসলামী গান

হাজার গানের মাঝে একটি গানও যদি

আল্লাহর কাছে প্রিয় হয়

 

কথা : আবু তাহের বেলাল

সুর : মশিউর রহমান

রাসুল তুমি যে আমার 

জনপ্রিয় ইসলামী গান

রাসুল তুমি যে আমার 

কথা ও সুর : সালমান আল আজামী

 

রাসুল তুমি যে আমার 
হৃদয় বাগের বুলবুল
তোমার সুরের নিবিড় ছোঁয়ায়
তাইত হয়েছি ব্যাকুল।।

মরুর বুকে যে অতুল সুরভী
যে ফুলের পাগল আকবি কবি
সেই ফুল থেকে ঘ্রান নিতে আমার প্রান
হয়েছে আকুল।।

খোদার হাবিব হে ভুবনচারী
আলোর পথের যে দিশারী
তাইতো তোমার গান গেয়ে দিবা যাম
রয়েছি মশগুল।।