গানের স্বরলিপি

মুমনি হৃদয়

প্রত্যয় - সসাস

মুমিন হৃদয় খুশি আজি

 

কথা ও সুর : জয়নাল আবেদিন

এই দেশ আমার প্রিয়

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

এই দেশ আমার প্রিয় জন্মভূমি

কথা ও সুর: মশিউর রহমান মামুন

 

এই দেশ আমার প্রিয় জন্মভূমি
এই মাটি আমার কত পূন্যতূমি
এই দেশেতে জন্ম নিয়ে 
ধন্য হলাম ধন্য আমি ॥

 

গাছের ডালে দোয়েল শ্যামা ডাকে মুহুমুহু
শাপলা শালুক ফোটে বিলে ঝিলে
পাপিয়া কোকিল ডাকে কুহুকুহু
কত ভালবাসি এই দেশটাকে 
জানে সেই অন্তর্যামী ॥

 

সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা এই দেশ
যত দেখি বিস্ময় মেলে দুটি আঁখি লাগে যেন বেশ 

 

রাতের আঁধার কেটে জোনাকিরা আলো ছড়ায়
নদী যায় দোল খেয়ে সাগরে বয়ে
দেখেযে দুচোখ জুড়ায়
কত ভালবাসি এই দেশটাকে 
জানে সেই অন্তর্যামী ॥

 


 

এযে আমার জন্মভূমি

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

এযে আমার জন্মভূমি

কথা : নয়ন মুরাদ
সুর: মশিউর রহমান

অ্যালবাম: চাঁদের হাসি

 

এযে আমার জন্মভূমি 
জন্মভূমি বাংলাদেশ
সুজলা সুফলা মমতা জড়ানো
সেযে আমারই দেশ ॥

 

চোখের এ দৃষ্টি যতদূর যায়
সবুজ সবুজে ঘেরা দুর নিলীমায়
মনের বীনার তারে তারে
 কে বাজিয়ে প্রাণে আনে
ফাগুনের রেশ ॥

 

রাখাল ছেলে আর গায়ের বধূ
গল্প কথায় কতযে মধুর
ঘাষের ডগায় শিশির কণা
ঝিকিমিকি করে যেন 
কিশোরীর কেশ ॥

চাঁদের হাসি

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

চাঁদের হাসি হার মানায়

কথা ও সুর : আব্দুর রাজ্জাক রাজু

অ্যালবাম: চাঁদের হাসি

 

চাঁদের হাসি হার মানায়
যখন হাসে আমার মায়
সে কথাই বনে বনে
পাখ-পাখালি গেয়ে যায় ॥

 

মায়ের সমান মাতৃভূমি-দেখছ কি তার হাসি
সকাল বেলায় সূর্য হাসে-আঁধার টারে নাশি
দিঘির জলে শাপলা হেসে আমার কোমল মন ভরায় ॥


বাংলা মায়ের সবুজ বনে হাজার রকম ফুলে
হেসে হেসে সময় কাটায় বাউলা হাওয়ায় দুলে
মনটা আমার যায় হারিয়ে লুকোচুরির সেই খেলায় ॥
  
কথা ও সুর : আব্দুর রাজ্জাক রাজু
 

আল্লাহ তুমি মহান

হেরাররশ্মি

আল্লাহ তুমি মহান

কথা ও সুর : জহিরুল ইসলাম

অ্যালবাম: চাঁদের হাসি

 

আল্লাহ তুমি মহান
গাছ গাছালি পাখ পাখালি
সবই তোমার দান ॥

 

নদীর ঐ কলতানে
সাগরের ঢেউয়ের তালে
 তোমারই গানের অমীয়ধারা
বয়ে বয়ে যায় ॥

 

পাখির ঐ কুহুতানে 
ভ্রমরের গুঞ্জরনে
 তোমারই নামের খুসবু ধারা
 ঝড়ে ঝড়ে যায় ॥
 

আঁধার যুগে

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আঁধার যুগে আরব দেশে

কথা: নয়ন মুরাদ
সুর: আবদুর রাজ্জাক রাজু

 

আঁধার যুগে আরব দেশে
উঠলো সোনার রবি
 সেই রবি তো আর কিছু
 নয় আমার প্রিয় নবী ॥

 

আল্লাহ পাকের রহম নিয়ে 
এলেন তিনি বিশ্বে
বিলিয়ে দিতে অকাতরে
 ধনী গরিব নিঃস্বে
কল্পলোকে আজও আমি
 আঁকি তারই ছবি ॥

 

সর্বকালের সবার সেরা
 রাসুল ছিলেন তিনি
সবার সেরা মানুষ রূপে
 তাকেই মোরা চিনি
তাঁরই নামে লেখন লেখেন
 কত লেখক কবি ॥