গানের স্বরলিপি

হাজার নদী মাঠ

তোমাকেই শুধু মনে হয়- সাইমুম শিল্পীগোষ্ঠী

 

হাজার নদী মাঠ পেরিয়ে শ্যামল পরিবেশ 
এইতো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ
আমার প্রাণের বাংলাদেশ।

 

কামার কুমার জেলে তাঁতি
এক সাথে দিন কাটে
পানসি মাঝির নৌকা ভিড়ে 
গায়ের ঘাটে ঘাটে
ঢেউয়ে ঢেউয়ে কোন সুদূরে

হয় সে নিরুদ্দেশ।

 

আজানের মিষ্টি সুরে দিনের শুরু হয় 
তারাদের আগমনে সন্ধ্যা যে ঘনায়।

 

বিলের জলে শাপলা ফোটে 
পদ্ম পাতায় হাসি
ভরা জলে জ্যোৎস্না ছড়ায়
মুক্তা রাশি রাশি 
কাজলা মেঘে কোন রূপসীর
কাজল কালো কেশ।

 

কথা: রেজাউল করিম
সুর: জুলকারনাইন বাহলুল
 

নীল আকাশের

তোমাকেই শুধু মনে হয়- সাইমুম শিল্পীগোষ্ঠী

 

নীল আকাশের লক্ষ তারার জোনাক জ্বলেছে
আল্লাহ তায়ালা রহমতের দুয়ার খুলেছে ॥

 

মক্কা ধামে ছিলো আমার মা আমেনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে ॥ 

 

আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গীতালি
অন্ধকারে নতুন দিনের প্রদীপ জ্বেলেছে ॥ 

 

রহমতের ফল্গুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মন মাতানো ফুল
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে ॥ 

 

কথা: হেলাল উদ্দিন 
সুর: হাসিনুর রব মানু

ঝরনার পাশে দাঁড়ালে

তোমাকেই শুধু মনে হয়- সাইমুম শিল্পীগোষ্ঠী

 

রহীম করিম অশেষ অসীম
আমার প্রভু তুমি দয়াময়


ঝরনার পাশে দাঁড়ালে
জোসনার দিকে তাকালে
তোমার কথা মনে হয়
পাংশু মেঘের আড়ালে
ঐ চাঁদ তারা হারালে
তোমার কথা মনে হয় ॥

 

তোমার দানের নেই তুলনা
তোমার দয়ার নেই উপমা
এই পৃথিবী আকাশ মাটি
তোমার প্রেমে পায় সুষমা
তোমার নূরে দীপ জ্বালিয়ে
করলে জাহান আলোময় ॥

 

তোমার কথায় বৃষ্টি নামে
তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে
সাগর পানে মিলন মোহে
ক্লান্ত হাজার নদী ছোটে
দূর করে দাও প্রেম বিরহে
আমার সকল পরাজয় ॥

 

কথা: আবু তাহের বেলাল 
সুর: হাসিনুর রব মানু
 

বদরের মাস এলো

সিয়ামের রঙ-সসাস

বদরের মাস এলো

 

কথা :আসাদ বিন হাফিজ

সুর : মইন উদ্দিন বকুল

আল কোরানের মাসে এসেছে

সসাস

হৃদয়ে রমজান

কথা ও সুর : তোফাজ্জল হোসাইন খান

 

আহলান সাহলান মাহে রমজান.......

আল কুরআনের মাস এসেছে জাগরে মুসলমান

হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান ।।

 

মাগফিরাতের মাস এসেছে এসেছে তোর দরজায়

সব কালিমা ফেল ধুয়ে ফেল রহমতের দরিয়ায়

চোখের জলে তাওবা করলে নাজাত দিবেন রহমান।।

 

কুরআন পড় হাদীস জান যত পারো এই মাসে

শাফায়াত করিবে কুরআন কেউ রবেনা যখন পাশে

 

হয়তো সময় মিলবেনা ফের দুদিনের এই জীবনে

আরাম আয়েশ যাও ভুলে যাও ফসল তোল যতনে

রোজ হাশরে বিচার দিনে পাবি তারি প্রতিদান।।

রাইয়ান দরজায়

আলীগড় - সসাস

রাইয়ান দনজায় দাড়িয়ে

যদি কেউ না ডাকে আমায়

আশ্রয় পাবোনা কখনও

আরশের শীতল ছায়ায় ।।

 

কথা : আবু তাহের বেলাল

সুর : আবু তাহের শাকিল