গানের স্বরলিপি

গোলাপ চাঁপা

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

গোলাপ চাঁপা বকুল ফুলের 
ঘুম ভাঙাবে কে 
আমরা সকলে, আমরা সকলে ॥

 

অলস রাতের চাদর ঠেলে 
কানে কানে সুধা ঢেলে
মিনার চূড়ে বেলাল সুরে 
আজান দেবে কে ॥

 

আঁধার পুরীর আগল মেলে
জ্ঞান আলোকের মশাল জ্বেলে
সঠিক চলার পথগুলো সব 
চিনিয়ে দেবে কে ॥

 

জালিম রাজের কবর দিয়ে 
আল কুরআনের সবক নিয়ে
হেলাল আঁকা নিশানখানি
উড়িয়ে দেবে কে ॥ 

 

কথা: আমিনুল ইসলাম
সুর: সালমান আল আযামী

রাসূল তুমি যে

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

রাসূল তুমি যে আমার 
হৃদয় বাগের বুলবুল
তোমারও সুরের নিবিড় ছোঁয়ায়
তাই তো হয়েছি ব্যাকুল ॥

 

মরুর বুকের যে অতুল সুরভি
যে ফুলের পাগল অকবি কবি
সেই ফুল থেকে ঘ্রাণ
নিতে আমার প্রাণ 
হয়েছে আকুল ॥

 

খোদার হাবীব হে ভুবনচারী
আলোর পথের যে তুমি দিশারী
তাই তোমার গান 
গেয়ে দিবা-যাম
হয়েছি মশগুল ॥

 

কথা ও সুর: সালমান আল আযামী

এসো আল্লাহকে ভালোবাসি

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

 

এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনপ্রাণ
সকল কাজে দেবো মোরা তাহারই প্রমাণ
নিশিদিন তাহারই প্রমাণ ॥

 

আল্লাহ দিলেন পথের দিশা আঁধার ভুবনে
বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে
দুঃখের রাতে এই বুকেতে মুশকিলে আসান
তিনি যে মুশকিলে আসান ॥

 

বনের পশু পাখ-পাখালি তাঁহার নামেতে
প্রাণ ভরে গায় তাসবীহ তাঁরই সকাল সাঁঝেতে 
আমরা মানুষ অন্ধ বেহুঁশ করি না সন্ধান
তাঁহারে করি না সন্ধান ॥

 

খোদার দেয়া জীবন বিধান আছে কোরআনে 
চলতে হবে সেই বিধানে রেখো স্মরণে
আঁধার পথে বন্ধু সাথে করবে আলো দান
আমাদের করবে আলো দান ॥

 

কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

পন করেছি

শিশু কিশোরদের গান - থীম সং, সাইমুম শিল্পীগোষ্ঠী

 

পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই 
সাইমুমের অরুণ-তরুণ শিল্পীসেনা ভাই ॥ 

 

মোদের কণ্ঠ ঝংকৃত হোক আল জিহাদের গানে
ইনকিলাবের বন্যা আনুক প্রতি প্রাণে প্রাণে 
ঘুমিয়ে আছে যারা তাদের জাগাতে যে চাই ॥

 

খোদাদ্রোহী সংস্কৃতির লৌহ বুনিয়াদ
আল কুরআনের গজল গেয়ে করবো যে বরবাদ
বাতিল তমুদ্দুনের সাথে কোনই আপোষ নাই ॥ 

 

শিল্পী গায়ক নয়তো মোদের আসল পরিচয়
আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়
শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যাই ॥ 

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
 

আজ নয় কাল

তোমাকেই শুধু মনে হয়- সাইমুম শিল্পীগোষ্ঠী

আজ নয় কাল আসবে রে সেই দিন 
উড়বে পতাকা উড়বে কালিমা 
কেটে যাবেই যাবে সকল অন্ধকার
আকাশে বাতাসে বাজবে সুখের বীণ ॥

 

সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে
ডাকতে হবে ধৈর্য্য নিয়ে আল কুরআনের পথে
যুগ বদলের গানে দেখ হাজার প্রাণে
শ্লোগানে শ্লোগানে আসছে রে নবীন ॥

 

দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আযান
ফিরে পেতে চায় যে তারা হারানো সম্মান
রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত
আল কুরআনের আলোর কাছে সব যে আলোহীন ॥ 

 

কথা ও সুর: মনিরুল আলম

সাঁঝের বেলা

তোমাকেই শুধু মনে হয়- সাইমুম শিল্পীগোষ্ঠী


সাঁঝের বেলা পাখি ফিরে নীড়ে তার
নীলিমা ভ্রমণ শেষে
আমি যেন বারবার

এমনি করে ফিরে ফিরে আসি
এই বাংলাদেশে ॥

 

এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা 
এই কোমল মাটির স্বর্গ ছেড়ে আর কোথাও যাবো না।
এই সহজ সরল মানুষের সহজ চাওয়া পাওয়া ॥


এখানে বিনায় জীবনের কাব্য লেখা
এই সবুজ বুকে রক্ত দিয়ে এক দুর্বার আবেগে
এই সবুজ শ্যামল প্রকৃতির সোনালি সোহাগ মেখে
সূর্যটা প্রতিদিন ওঠে হেসে ॥
 
কথা ও সুর: আবদুল আজিজ বাচ্চু