গানের স্বরলিপি

তেমন মানুষ

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

তেমন মানুষ মিলবে না আর

এই ধরাতে ফের 
যে ছিলো আপন

দুঃখীদের গরিবের ॥

 

গরিব দুঃখী তাঁর কাছে বলতো কথা

লতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা
কারণ তিনি পাশে যেতেন দুঃখ ঘোচাতেন 
সকল মানুষের ॥

 

আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি

বললেন আবার খোদার কাছে, ওরা বোঝেনি
কারণ তিনি ক্ষমা করতেন ভালোবাসতেন
সকল পাপীদের ॥

 

কথা ও সুর: সাইফুল্লাহ মানছুর

ছোট থাকবো না

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

 

ছোট থাকবো না মোরা চিরদিন 
বড় হবো নিশ্চয়ই একদিন 
সেদিন তো আর বেশি দূরে নয়
খোদার বিধানের আনবো বিজয় ॥

 

আমাদের মাঝেই লুকিয়ে আছে খালেদের মতো কত বীর 
আমাদের থেকেই সৃষ্টি হবে যে দিগবিজয়ী মহাবীর
হে খোদা মোদের শক্তি দাও নির্ভীক হবার সাহস দাও
যেন প্রমাণ করতে পারি নেই মোদের কোন সংশয় ॥

 

সবাই মিলে এসো শপথ করি 
জীবন খোদার রঙ্গে রঙ্গীন করি
তবেই শক্তি খোদা দেবেন উপহার 
কায়েম হবে ফের সমাজ খোদার।

 

কুরআন শরীফ থেকে শিক্ষা নেবো কিভাবে মানুষ হতে হয় 
রাসূলের হাদীস হতে জানতে পারবো আমাদের মূল পরিচয়
মোরা থাকবো না পিছে কোনদিন আর করবো জীবনকে বিলীন 
এই শপথে টিকে থাকতে মোদের নেই কোন ভয় ॥ 

 

কথা ও সুর: সালমান আল আযামী

মোরা হতে চাই

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

মোরা হতে চাই প্রিয়তম তোমার 
মোদের কবুল করো হে পরওয়ার ॥

 

মোরা হতে যেন পারি সত্যবাদী
যেমন ছিলেন আবু বকর 
মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক 
যেমন ছিলেন নেতা ওমর
এই মুনাজাত তোমার কাছে শুধু
করি মোরা বারবার ॥

 

তোমার কাছে একটি শপথ করছি মোরা
আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা
জাগাবো সকল ঘুমের পাড়া 

 

সেই ধারাতে আসবে সুদিন
সাজবে ধরা নব সাজে 
সেই ধারাতেই কায়েম হবে ফের 
খোদার বিধান এ সমাজে
দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর 
শান্তির আসবে জোয়ার ॥

 

কথা ও সুর: সালমান আল আযামী

ছোট ছোট প্রাণগুলো

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

 

ছোট ছোট প্রাণগুলো আয় মিলেমিশে গাই 
সত্য ন্যায়ের পথটি ধরে চলবো আজ সবাই ॥

 

মোদের প্রভু আল্লাহ তায়ালা তাই করি না ভয়
রাসূল হলেন নেতা মোদের নেই কোন সংশয়
এসো না তাই কদম কদম সব বাধা মাড়াই ॥

 

গাছ-গাছালী ফসল নদী পাখির কলতান 
সকল কিছুই মহান স্রষ্টা আল্লাহ তায়ালার দান 
তাঁরই দেয়া মন ভুলানো রঙ বেরঙের ফুল
এত কিছু পেয়েও তবু কেন করি ভুল ॥

 

এসো না তাই সবাই মিলে খোদার পথে চলি
বুকে বুকে বুক মিলিয়ে সত্য কথা বলি 
আল কুরআনের আলোর পথে জীবনটা বিলাই ॥

 

কথা ও সুর: সাইফুল্লাহ্ মানছুর
 

আল্লাহু আল্লাহু আল্লাহ

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রব্বাহু ইন্নি জায়িউন হালমিন
সাবিবিল লির রাগিফ
রাব্বাহু ইন্নি দায়িউন ফিল বারদি
ফি জাওয়িল খরিফ
রব্বাহু মালিহি লাতুন 
ওয়াল লাইলু মিন হাওলিহি মুখিফ
রব্বাহু মালিহি ইসবাত
মালিহি মুয়ীনুন আও মুদিফ ॥

 

ওয়াল ইয়াওমা মালি লিউসরাতুন মালি
রাফিকুন আওয়ালিফ
লিল্লাহি আশকু মিহনাতি 
আনতাল মুরাজায়া লাতিফ
ফাল হুজনু আদমা মুখলাতি 
ওয়াজ্জুলমু মিন জাওরিল মুখিফ
ওয়াল উরিউ আবদা আওরাতি লিননাসি 
ওয়াস সাওবুল খফিফ ॥

 

কথা ও সুর: সংগ্রহ

তুমি রহমতে আলম

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

তুমি রহমতে আলম জানে তা 
সারা দুনিয়া
রহমতে নিভে দোযখ 
দারুণ হাবিয়া ॥

 

তুমি নবী কামলিওয়ালা 
তোমার নূরে ভুবন আলা 
আসে বৃষ্টির মতো রহমত অবিরত 
ঝরিয়া ঝরিয়া ॥

 

যার নামের সুরভিতে 
উঠলো ভুবন মেতে 
কুল ইনসান সে নাম গাহিছে সুবহে শাম 
মজিয়া মজিয়া ॥ 

 

সবে পড় সাল্লে­আলা 
আর মিটাও প্রাণের জ্বালা
প্রেমে তার হও না পাগল 
দু’চোখে নামাও বাদল 
স্মরিয়া স্মরিয়া ॥

 

কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান