গানের স্বরলিপি

মুখে তোমারই নাম

মুখে তোমারই নাম-পানজেরি শিল্পীগোষ্ঠী

মুখে তোমারই নাম

হৃদয়ে তোমারই আগুন

যেখানে মোহাম্মদের নাম

সেখানে ফোটে যে ফাগুন ।

 

যেখানে ন্যায়ের সনে মিশেছে অনিন্দ্য সুন্দর

যেখানে সতত স্বাধীন যেখানে সততা নির্ঝর

সেখানে ভরে নাতো মন ।

 

সত্য সমাগত তাই মিথ্যা অপশ্রিয়মান

যেখানে মদিনার বানী ওড়ায় গো বিজয়ও নিশান

সেখানে প্রশান্তি দেয় চুম।

 

যেখানে কেবলই নির্ভয় ভ্রাত্রি বন্ধন অক্ষয়

যেখানে নিয়ত কল্যাণ যেখানে মানবতার জয়

সেখানে অনন্দেরই ধুম।

 

যেখানে স্রষ্টারও প্রেমে সকলে লুটাই গো সিজদায়

যেখানে স্বাপদ বিষংকুল সকলি আঁধারে বিলায়

সেখানে স্বস্তি অনুপম।

 

যেখানে কোরানের আলো গড়েগো শ্বশত শাসন

রাসূলে মানবিক মনন ভেঙ্গে দেয় লোভির প্রশাসন

সেখানে খোদায়ী হুকুম ।

 

কথা ও সুর: চৌধুরী গোলাম মাওলা

ঘুম ছাড়ো বেখবর

মুখে তোমারই নাম-পানজেরি শিল্পীগোষ্ঠী

ঘুম ছাড়ো বেখবর

নড়ে ওঠো দুর্বার

প্রয়োজন সত্যের উথ্যান

ধ্বনি তোল কালেমার উদ্যম উচ্ছল

রুখে দাও জালিমের অভিযান ।

 

নারীদের সম্ভ্রম হয় লুট

দাম্ভিক জালিমের কালো জোট

খুন হয় প্রতিদিন

আমাদের তরতাজা সন্তান ।

 

আমদের রক্তে লাল হয় প্রতিদিন

পৃথিবীর পুরো মানচিত্র

নাই বুঝি আমদের মিত্র

মনে হয় অমাদের রক্তের দাম নেই ।

 

পুথিবীর প্রভু শুনে নাও

কত আর আমাদের খুন চাও

খুন দিয়ে কলিজার

কেড়ে নেব মুক্তির সন্ধান ।

 

কথা: গোলাম মোহাম্মদ

সুর: লিটন হাফিজ চৌধুরী

নিজেকে চেনার তুমি

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা
তোমাকে চেনার তুমি তাওফিক দাও
আলোয় দীপ্ত কর নয়ন আমার
ভোরের বিভায় ভর এ মন আমার
তবু অচেনার যত পর্দা সরাও ।


যে জানে না তোমাকে সে জানে না কিছুই
জানে না সে জীবনের অথৈ মানে
যে মানে না তোমাকে সে মানে না কিছুই
গভীর আঁধার তারে সতত টানে
বাসে না সে ভালো এই তামাম জাহান
কোন প্রাণ তার কাছে পায় নাকো দাম
অভিশাপ দেয় তারে কালের খরাও।


সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর
দেখাতে পারে না ওগো পথের মালিক
মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর
মোছাতে পারে না ওগো মহান খালিক।


দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার
বেসাতি করায় বড় যোগ্যতর
নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই
বস্তুই সব তার লক্ষ্য জড়
স্বদেশের ব্যথা তারে করে না কাতর
বিবেকের ঘরে তার শুধুই পাথর
কী যে কী বোঝে না আহা
বোঝে না সে তাও ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান 

হাজার ব্যথা বেদনার

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

হাজার ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দীনের আলো তুমি ছড়িয়ে দিতে 
ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ।


খেয়ে না খেয়ে দীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছ বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিলো লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে ।

 
হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল কুরআন।


ভাঙলো সবার ভুল তোমারই পরে
আসলো কুরআনের ছায়াতলে
খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিলো যে তুলে
আল আমীন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে ।


কথা ও সুর: নিয়াজ মাখদুম
 

মালেক ভাইয়ের মা

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা
সাব্বির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা
মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা
জসিম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা
তোমরা বড়ই ভাগ্যবতী 
আনলে ধরায় দীনের জ্যোতি
সালাম জানায় তোমায় ফেরেশতা মা ।


কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই
কেউ হারিয়ে দীনের সাথী নিঃস্ব এ ধরায়
তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে
বুক ভেঙে যায় কান্না ফুরায় না ।


আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ
জীবন দিয়ে রেখেছিল আল কুরআনের মান
দীনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগলপারা
আরশ ছায়ায় তাদের ঠিকানা ।


কথা ও সুর: আবদুস সালাম 

যাকে আমি সবচেয়ে

তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী

যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম
সে হলো আমার মা জননী
তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপন আর
কেউ নেই আমার এই ধরণী
মাগো মা চলে যাবার আগে বলে গেলে না
মাগো মা বিদায় নেবার আগে বলে গেলে না ।


তোমারই আদর মাগো তোমারই স্নেহ মাগো
কখনো ভুলতে পারি না আমি
রোগে শোকে মাগো প্রতিটি ক্ষণে
আমার পাশে থাকতে তুমি
কত ভালোবাসি মাগো আমি তোমাকে
বোঝাতে কখনো পারিনি ।


প্রতিটি কাজের ফাঁকে প্রতিটি সকাল সাঁঝে
তোমাকে আমি স্মরণ করি
রাত জেগে জেগে দুটি হাত তুলে
প্রভুর কাছে দোয়া করি
বিদায়ও বেলা মাগো আমাকে তুমি কেন 
একবার দেখে যাওনি ।


কথা ও সুর: নিয়াজ মাখদুম