গানের স্বরলিপি

আমি মরণের পরেও

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


আমি মরণের পরেও যেন তোমারই গান 
গাইতে পারি প্রভু ওপারে 
জানি না কিভাবে কাটবে সময় আমার
কাটবে আঁধারগুলো কবরে ॥

 

আকাশের মাঝে যেমন মেঘ লুকোচুরি খেলা করে
আমিও তেমন করে খুঁজে ফিরি জীবনের মানে
রঙিন এই পৃথিবী স্বপ্নিল 
স্মৃতিগুলো রইবে পড়ে ॥ 

 

নদী যেমন করে ছুটে চলে সাগরের পানে 
আমার হৃদয়ে তেমন তোমারই প্রেমের সুধা ঝরে
তাই তো সারাক্ষণ ভাবি বসে বসে 
তোমায় পাবো প্রভু কী করে ॥

 

কথা ও সুর: আবু সা‘দাত লুলু
 

আলোর প্রদীপ জ্বেলে

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


আলোর প্রদীপ জ্বেলে
এলে ধরায় তুমি
নিরাশায় আশা দিয়ে
গড়লে স্বপ্নভূমি
হে রাসূল তোমায় পেয়ে হলো
আরব সমাজ পুণ্যভূমি ॥

 

জাহেলি যুগের অন্ধকারে
দীনের আলো ছড়িয়ে দিলে
দাওয়াত ইলাল্লাহ্ করতে তুমি
মক্কা ছেড়ে মদিনা গেলে
তোমার পরশ পেয়ে হয়ে গেলো
শান্তির বাসভূমি ॥

 

ফিরলো মানুষ অজ্ঞতা হতে 
আল কুরআনের ছায়াতলে
খালিদ ওমর আবু বকর
কালেমার পতাকা নিল তুলে
সত্যবাদী ছিলে সবার মাঝে
রাসূল প্রিয় তুমি ॥

 

কথা: মোহাম্মদ নুরুদ্দীন
সুর: আবু বকর সিদ্দিক

আর কতো কাল ভাসবো

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী

আর কতকাল ভাসবো আমি 
দুঃখের সারী গাইয়া
জনম গেল ঘাটে ঘাটে (আমার)  
ভাঙা তরী বাইয়া রে আমার
ভাঙা তরী বাইয়া ॥

 

পরের বোঝা বইয়া বইয়া 
নৌকার গলই গেছে খইয়া রে  
আমার নিজের বোঝা কে বহিবে রে 
রাখবো কোথায় যাইয়া ॥

 

এই জীবনে দেখলাম নদীর 
কতই ভাঙা গড়া 
আমার দেহ তরী ভাঙল শুধু 
না জাগিল চড়া

 

আমার ভবে কেউ কি আছে 
দুঃখ কবো কাহার কাছে রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে
তোমার পানে চাইয়া ॥

 

কথা ও সুর: আবদুল আলীম

নিজেকে বড় মনে

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী

নিজেকে বড় মনে করো না তুমি 
নিজেকে নিজেই ছোট ভেবে দেখ হায়
নিজে যারে বড় বলে বড় সেই নয় 
লোকে যারে বড় বলে বড় সেই হয় ॥

 

বড় কথা বলো না আপবাদ দিও না
কাউকে অবজ্ঞা করো না তুমি
তোমার ব্যবহারে কেউ যদি ব্যথা পায়
ভেবে নিও নিষ্প্রভ তুমি
ব্যবহারে মনুষত্বের পরিচয় ॥

 

সর্বযুগের সেরা মহামানব হয়ে
এসেছিলেন যিনি এই বিশ্বে
ছোটদের দেখা পেলে তিনিও সবার আগে
সালাম দিতেন মৃদু হেসে
তিনি তো শিখিয়ে গেলেন বিনয় ॥

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী

হে আল্লাহ

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী

হে আল্লাহ হে রহমান
হতে চাই শিল্পী আমি
গাইবো তোমার গুণগান ॥

 

আমার গানের ভাষায়
রেখো তুমি কুরআনের কথা
যে গান শুনিলে বাতিলের চোখ থেকে
ঝরবে শুধু নীরবতা
বিনিময় চাই না প্রতিদান চাই না
রহম কর মোরে দান ॥

 

আমার সুরের মাঝে
দাও প্রভু বেলালের সুর
যে সুর শুনিলে তাগুতের মন প্রাণ
উড়ে যায় দূর বহুদূর
খ্যাতিমান চাই না উপহার চাই না
ভালোবাসা দাও গো মহান ॥

 

কথা ও সুর: ইলিয়াস হোসাইন
 

আল্লাহু আল্লাহু

শিশু কিশোরদের গান - সাইমুম শিল্পীগোষ্ঠী

 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

শাবাবাল আকীদাতি হাইয়ানতাতু

মুতুনাল মানা ইয়া ইলাল জান্নাতি

ফাফিল ক্বাতলি আই সুবলানা আজমাইন

ফা ফিদদুন ক্বাতলুল জিন উম্মাতি

 

নামুতু লি নাহ ইয়া বিদারিল খুলুদ

ওয়া ইয়াহ ইয়াল যাবানু আলাজ জিল্লাতি

ফা ইম্মা না ইশনুকা আইশিল যুদুর

ওয়া ইম্মা নামুতু আলাল ইজ্জাতি

 

কথা সুর: সংগ্রহ