গানের স্বরলিপি

ওগো মুজাহিদ

আঁধারের বুক চিরে- টাইফুন

ওগো মুজাহিদ চলো কাফেলায়
শহীদেরা ডাকে তোমায় ।

 

তোমরা কি দেখনা
কাশ্মীর ফলিস্তিনি
ইরাক আর ফলিস্তিনি
শশিুদরে রক্তে হয়েছে রঙনি
তবুও তারা পায়নাকো ভয় ।

 

তোমরা কি শোনোনা
মায়েদের আহাজারী
দুগ্ধ শশিুর লাশ
বুকে জড়ে ধরি
অসহায় হয়ে ডাকে তোমায়।

 

কথা ও সুর: শাওন আহমেদ মুকুল

আল্লাহ তুমি সৃষ্টকিারী 

আঁধারের বুক চিরে- টাইফুন

আল্লাহ তুমি সৃষ্টকিারী 
তুমি পালন কারী
তুমি প্রভু লালন কারী
তুমি অন্তর যামী ।

 

তোমার দয়ায় নদী চলে
সাগর বহমান 
তোমার দয়ায় চন্দ্র তারা
নত্যি চলমান
তোমার রহম পয়েে প্রভু
ও ও ও ও
আমরা বেচে আছি । 

 

তোমার পথে চলি যেন
ওগো দয়াময়
সত্য ও সঠিক পথে 
রাখিও সদয়
তোমার পথে জীবন মরণ
সপে যে দিয়েছি।  

 

কথা ও সুর: আব্দুল্লাহ্ আল কাফী

ছয়টি ঋতুর খেলা

নীল প্রজাপতি - সসাস

গান: ছয়টি ঋতুর খেলা
কথা: মতিউর রহমান মল্লিক
সুরঃ মাহফুজ বিল্লাহ শাহী

 

কোন দেশেতে পাবিরে তুই

ছয়টি ঋতুর খেলা
ও ও ও ও ও ও- - - - - হো হো হো
গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে
হেমন্ত শীত বসন্তেরই মেলা
সে আমার এই বাংলাদেশই
সজিব সুজলা শষ্য সুফলা
মন মাতানো প্রাণ জুড়ানো
দেশ চির শ্যামলা রে ॥

 

বুকের ভেতর লুকিয়ে রাখে
লতিয়ে থাকা হাজার নিবিড় নদী
জারি সারি ভাটিয়ালীর
সেই নদীরা বয়রে নিরবধী
মাঝ দরিয়ায় হাল ঘুরিয়ে
মন মাঝিরা পাল উড়িয়ে
দিক হতে দিক দিগন্তে যায়
ভাসিয়ে সুখের ভেলা ॥

 

সকাল নামে গাছের পাতায়
শিশির কনা ধুয়ে ধুয়ে ঐ
ছড়িয়ে পড়ে আলোর পাখি
ঘর বাড়ি মাঠ হৃদয় ছুয়ে ঐ
বয়রে হাওয়া নীড় নাচিয়ে
ফুল ফসলের ক্ষেত মাতিয়ে
সুনীল আকাশ গান গেয়ে যায়
রাঙিয়ে গোধুল বেলা ॥
 
বাঁশ বকুলের এ দেশ আমার
তাল তমালের এ দেশ আমার ওগো
জগত সেরা এ দেশ আমার
একটি মহান সবুজ খামার ওগো
তেপান্তরের মাঠ পেরিয়ে
হিজলতলীর ঘাট পেরিয়ে
ঝড়ের আকাশ নেয় উড়িয়ে
খড়ের বিচঞ্চলা ॥

ঈদগাহে যাই চল

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী - সসাস

 

আয় কে যাবি বল
ঈদগাহে যাই চল
সুরমা আতর সুবাস মেখে
আল্লাহ ধ্বনি বলে।

খুশির পরাগ মেখে
নতুন জামা পড়ে
ঈদের মাঠে যাব সবাই
মাকে সালাম করে
তাকবীরে তাকবীরে সবাই
আনবো খুশির ঢল।

ধনী গরীব মিলে
দুম্বা ছাগল দিয়ে
কোরবানি করি সবাই মিলে
আল্লার নাম নিয়ে
করবো দোয়া দ্বীনের পথে
থাকতে অবিচল।

 

কথা : শেখ নজরুল

সুর: শহীদুল্লাৈহ্ হাদী

গানের কথায় ওগো তুমি রবে

স্বরুপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ

 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু

 

গানের কথায় ওগো তুমি রবে

গানের সুরেও তুমি রবে

তুমি ছাড়া হবে না লিখা কোন গান

তুমি ছাড়া জমে না সুরেরই টান

যতগান যতসুর আছে তুমিময়

কবুল করো তুমি ওগো দয়াময় ।

 

যে গানে থাকে না তোমার কথা

যে গানে থাকে না প্রেম রাসূলের

স্বদেশের কথা যেই গানে থাকে না

থাকে না যে গানে কথা জীবনের

সেই গান সে সুরের এটুকু সুধা

আমার কণ্ঠে যেনো কভু না রয় ।

 

যে গানে থাকেনা মানবতা

আহ্বান থাকেনা দ্বীনের পথে

যে গানে জিহাদের কথা থাকেনা

নিয়ে যায় আযাবের অগ্নিপথে

সেই গান কথনও যেন না হয়

যতগান হবে শুধু ওগো দয়াময় ।

 

 

কথা ও সুর মাহমুদ ফয়সাল

কখন কে যে হারিয়ে

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


কখন কে যে হারিয়ে যাবা 
কেউ তো জানবে না রে মানুষ
এই আছো এই নেই তবুও 
কিছুই মানলি না রে মানুষ ॥

 

পয়সা মারো মারো টাকা
পরের তহবিল করে ফাঁকা
সুদ খাও ঘুষ খাও জন্মের খাওয়া
যার কাছে যা যায় রে পাওয়া
ইচ্ছে করে লম্বা লোভের 
লাগাম টানলি না রে মানুষ ॥

 

যা করো তার জবাব দেয়ার
ভাবনা ভাবলি না 
পাপের অনুতাপে হায় রে 
একটু কাঁদলি না।

 

লাজ শরমের খেয়ে মাথা
দাও যে ধোঁকা যথাতথা
ছলবল কলবল কল কৌশল
সবটুক মাখন নাও রে তুলে
জেনে শুনে ধ্বংসের বুকে 
আঘাত হানলি না রে মানুষ ॥

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান