আমার মায়ের মত
আঁধারের বুক চিরে- টাইফুন
আমার মায়ের মত মা
কথাও আমি খুজে পাইনা
মা আমার মা, মা প্রিয় মা।
যত মুখ দেখি আমি প্রতিদিন
মার মত মুখ খুজে পাইনা
যত ভালোবাসা পাই মা
যত ভালোবাসা পাই
তোমার বালোবাসা পাইনা।
অভিমানে কেন ভুলে আছ মা
আমার কথা কি মনে পড়ে না
কত কিছু ভুলে যাই মা
কত কিছু ভুলে যাই
তোমার স্মৃতি কেন ভুলিনা।
কথা ও সুর: আব্দুস সালাম
