গানের স্বরলিপি

আমার মায়ের মত

আঁধারের বুক চিরে- টাইফুন

আমার মায়ের মত মা
কথাও আমি খুজে পাইনা
মা আমার মা, মা প্রিয় মা।


যত মুখ দেখি আমি প্রতিদিন
মার মত মুখ খুজে পাইনা
যত ভালোবাসা পাই মা
যত ভালোবাসা পাই
তোমার বালোবাসা পাইনা।


অভিমানে কেন ভুলে আছ মা
আমার কথা কি মনে পড়ে না
কত কিছু ভুলে যাই মা
কত কিছু ভুলে যাই
তোমার স্মৃতি কেন ভুলিনা।

 

 

কথা ও সুর: আব্দুস সালাম

মোরা আধারের বুক

আঁধারের বুক চিরে- টাইফুন

মোরা আধারের বুক চিরে
আলোতে এসেছি
আলোই মোদের পথ
মোরা সীমার বাধন ছিড়ে
অসীমে ছুটেছি
পেরিয়ে আঁধার রাত।


মোরা শহিদী কাফেলা সাথে
কালিমা পতাকা হাতে
হেরার আলোর পথে ছুটেছি
চাই আল্লার রহমত


সত্যের সংগ্রামে রবো মোরা অবিচল
সয়ে যত জ্বালা যতো প্রতিঘাত
অসীমের পথচারী নয় কোন লালসা
চাই শুধু কাঙ্খিত জান্নাত
চাই আল্লার রহমত আল্লা তালার রহমত।


শহীদের কাফেলাতে এসো বীর মুজাহিদ
ভেঙে দিতে বাতিলের মসনদ
মৃত্যুর মহানিসা ডরে নাকো মুজাহিদ
আসুক ঝঞ্ঝা ঝড় অথৈ বিপদ
চাই আল্লার রহমত
আল্লাহ তায়ালার রহমত।


কথা ও সুর: আব্দুস সালাম

আজ আমাদের জাগতে

আঁধারের বুক চিরে- টাইফুন

আজ আমাদের জাগতে হবে
এ নিশী ভাঙতে হবে
রূখতে হবে শক্তি মাতাল
মার্কিনী ঐ দৈত্য দল
শপথের বাক্য বুকে

চল মুজাহিদ চলরে চল ।

 

ফিলিস্তিন আর কাশ্মিরেতে
আজকে কেন হামলা হয়
প্রশ্ন আজ আমাদের
এটা কি সন্ত্রাসী নয়
কোন করনে আজ ইরাকে
করছে লড়াই দস্যু দল।

 

ওরা ইসলাম বিরোধী
ওরাই মোদের ধ্বংস চায়
যত ব্যাথা লাগুক ওদের
ইসলামই হবে বিজয়
ওরা তো নয় বন্ধু মোদের
ওরাই মোদের শত্রু দল।

 

কথা ও সুর: আব্দুস সালাম

তোমার ভালোবাসা যদি

আঁধারের বুক চিরে- টাইফুন

তোমার ভালোবাসা

যদি হয় মাবুদের জন্য
তবে তুমি যেনে নাও
ধন্য হয়েছে তুমি ধন্য 
তোমার ভালোবাসা

যদি হয় রাসুলের জন্য
তবে তুমি যেন নাও
পু্র্ন হয়েছে তুমি পু্র্ন।

 

তোমার পথো চলা

যদি হয় দ্বীনের পথে
তোমার কথা বলা

যদি হয় দ্বিনের সাথে
তবে তুমি হয়েছ সুখী
জীবনে কি আছে বাকি
তোমার জীবন হলো ধন্য।

 

তোমার সকল কাজ

যদি হয় দ্বীনের তরে
তোমার সকাল সাঝ
যায় আল্লাকে স্বরে
তবে তুমি হয়েছে সুখী
জীবনে কি আছে বাকি
তোমার জীবন হলো পু্র্ন। 
 

কথা ও সুর: আব্দুস সালাম 

শহীদের রক্তের

আঁধারের বুক চিরে- টাইফুন

শহীদের রক্তের কনায় কনায়
লাখ লাখ সৈনিক উঠবে
সেই তৌহিদী জনতার বিপ্লবী ডাক
ইথারে ইথারে তাই ছুটবে।


জিহাদের ময়দানে সত্যের সংগ্রামে
জানমাল দিয়ে ওরা লড়েছে
মরে আর মরে যারা জান্নাতী হয় তারা
আল কোরানে ওরা পড়েছে
এগিয়ে চলে শুধু নিয়ে প্রত্যয়
ইসলামী দেশ তারা গড়বে।


ভয় নাই ভয় নাই নাই ভয়
চল যাই শহীদের কাফেলায়
হাত ছানী দিয়ে ঐ ডাকছে
যেপথ আলোকিত কোরানের আলোয়।

 

কথা: সংগ্রহীত

সুর: কামাল হোসাইন

তোমার নামে মধুর

আঁধারের বুক চিরে- টাইফুন

তোমার নামে মধুর গানে
হৃদয় ভরে যায়
তোমাকে পড়েগো মনে
ভোরেরও হাওয়ায়।


আযানে আযানে কাপে
সুরেরও মিনার
এমনও মধুরও যেন
পাইনা কিনার
তোমার নামের সিফাত
মনটা নাড়ায়।


বাগানে বাগানে ফোটে
কতশত ফুল
বয়ে চিলে একা নদী
শুন্য দুকুল
এমনও মধুরও সুধা 
তুমি দিলে হায়।

 


কথা: শরীফ আব্দুল গোফরান
সুর: মালিক আব্দুল লতিফ