গানের স্বরলিপি

ঘুমিয়েই কেটে গেল

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

ঘুমিয়েই কেটে গেল অর্ধ দিবস
বাকিটা সময় গেল হেলায় খেলায়
এভাবেই জীবনের সবগুলো দিন
 কেটে যদি যায় তবে কি হবে উপায় ।


ওপারের পুঁজি মোটেও হয়নি জমা
জমে থাকা পাপ রাশি পায়নি ক্ষমা
এরই মাঝে যদি তার ডাক এসে যায় ।


আঁধারেই ভেসে চলি অন্ধ ভেলায়
আঁধার সাগরে মাতি কোন সে খেলায়


মুক্তি পেতে হলে আয় ছুটে আয়
 কোরানরে তরী মোরে যায় ডেকে যায়
সব ছেড়ে যদি তাতে নাওঠি হয় ।


কথা: বোরহান মাহমুদ

সুর: এইচ এম আল আমিন

 

স্বাধিনতা এনেছি মোরা

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

স্বাধিনতা এনেছি মোরা
সুফল কি পেয়েছি তার
আজও বাংলার হাজার মানুষ
লাঞ্ছিত হয় বারবার ।

 

দুপায়ে দলতে সকল অত্যাচার 
ফিরে পেতে পুনঃ পুনঃ স্বাধিকার
ফেলে পিছুটান বুকের মাঝে
জনতার ছিল  হাহাকার ।

 

সত্য কথা বলে আজও যদি হয় লাশ
বুঝিনা আমি জানোকি তোমরা
এটা কিসের আভাস
আ ....................... ।

 

প্রাণ খুলে কথা যদি বলত চাও
নির্ভয়ে পথ যদি চলতে চাও
পারবে কি তুমি পারবে না বন্ধু
সহ্য হবেনা হায়নার ।

 

স্বাধীন হয়েছি মোরা যাহার আশায়
সে সপ্ন গুলো যেন মিশেছে ধুলোয়
মানবতা তাই আজ গুমরে কাঁদে
কি হাল আজ স্বাধীনতার ।

 

কথা ও সুর: আবদুর রাজ্জাক রাজু।
 

আমার মন ছুইটাছে

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আমার মন ছুইটাছেগো প্রাণ ছুইটাগো
যাইতে সোনার মক্কা মদিনা
আরব সাগড় পারি দিতে
হবেকি মোর নছিবেতে
পাক নবীর রওযায় দিতে সালাম
মন হইয়াছে দিওয়ানা দিওয়ানা ।


ধন যারে দিছে মাওলা
কেই স্টিমারে যায়
কেউবা আবার প্লেনেতে
কেউবা পায় হাইটা যায়
দয়াল যদি দিতেন পাখা
উড়ে গিয়ে করতাম দেখা
পাক নবীর রওযায় দিতাম সালাম
হৃদয় করে উজালা উজালা ।


যত আছো হাজির দল
গাটুরি বান্ধিয়া চল
তেরো মঞ্জিল পারি দিলে দেখবি মদিনা
মদীনায় রাসূলের কবর
বাইতুল্লাহতে সর্ণের পাথর
আমার মন হইয়াছে উড়াল পঙ্খি
বুঝাইলে মন বোঝেনা বোঝেনা ।


সংগৃহীত
 

জিহাদ মানে নয় যুদ্ধ

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

জিহাদ মানে নয় যুদ্ধ
নয় হানাহানি বিভেদ কলহো
জিহাদ শান্তি সুখের পৃথিবী সাজানো ।

 

জিহাদ মানে মজলুমানের মুক্তি গাথা
জিহাদ মানে আলোর দিনের স্বপ্ন দেখা
জিহাদ মানে দূও করা সকল আাঁধার কালো ।

 

জিহাদ হলো অত্যাচারির চির শংকা
জিহাদ হলো সত্য ন্যয়ের নব বারতা

 

সেই জিহাদের ডাক দিয়ে যায় শোন কালোর নকীব
জ্বালতে হবে আঁধার পুড়িতে এক আলোর প্রদীপ
এসো প্রত্যয়ে জালাই এখানে দীনের আলো ।

 

কথা ও সুর : এইচ এম আল আমিন

কখন যে তোর প্রাণ

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

ওরে ভোলা মন ........

কখন যে তোর প্রাণ পাখিটা
ফুরুৎ কইরা যাবে চলিয়া
এই দুনিয়ার মায়া ছাইরা
যাবে চলিয়া 
মাটির দেহ রবে পইরা
খাঁচার পাখি যাবে উড়িয়া ।


মাটির দেহ রবে পইরা
যখন পাখি যাবে উইড়া
তখন তারে কে আটকাবে
ভালোবাসিয়া ।


এ জীবনের মায়ায় পইরা
কত ধন তুলেছো গইড়া
সাধের এ ধন যাবা ছাইড়া
তুমি চলিয়া ।


পরকালের কথা ভুইলা
পাপের পথে গেছো চইলা
পাপের জন্যে সেদিন খোদা
ধরবে কসিয়া ।


কথা ও সুর : বাকী বিল্লাহ ফেরদৌস

পাট্টি টাট্টি বুঝিনা ভাই

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

পাট্টি টাট্টি বুঝিনা ভাই পাইলে দুগ্গা খাই
ক্যালিব্যানে নাঙ্গল লইয়া কোলার দিগে যাই ।


আদা দুহারকালে আইয়া খাডালেতে বই
মাইয়াউগ্গায় মোর পাশে বইয়া বাছতে থাহে খই
জিরাইয়া টিরাইয়া শ্যাষে নাইতে খালে যাই ।


বিয়ালবেলা ব্যাগডা লইয়া আটখোলা যাই
আগামি কাইল মিঠিং অইবে কইতাছে সবাই
 নেতা আইবে সৎ নেতা তুলোনা যার নাই ।


 নেতায় নাহি কোরান হাদিস দিয়া কথতা কয়
 হেই রহমের চললে নাহি থাকপেনা ডর বয়
এই রহমের নেতা মোরা হাঙ্গা দেশে চাই ।

 

কথা ও সুর : মালিক আবদুল লতিফ