গানের স্বরলিপি

আমায় এমন এক

প্রাণ খুঁজে পাই - টাইফুন

আমায় এমন এক গায় নিয়ে চল
যেথা পাহাড়ী ঝর্নার ঢল
কল কল ছল ছল রব তুলে
নদী বয়ে চলে অবিরল
হে হে হে হে...।


পাখিদের গানে গানে প্রভাত আসে
সাজের আলোয় মেঘে শিশুরা হাসে
দিনান্তে বলাকা উড়ে নিড়ে ফিরে যায়
সাদা বক কনেদের দল।


বনারন্যে হাওয়া দোল দিয়ে যায়
হাওয়ায় দোলে ফুল সুবাস ছড়ায়
দিনান্তে ঘরে ফেরে ক্লান্ত মানুষ সব
চোখে স্বপ্নিল মহাকাল।
 

কথা ও সুর: আবুল আলা মাসুম

এখন তো সময়

প্রাণ খুঁজে পাই - টাইফুন

এখন তো সময় নিজেকে গড়ার
করতে অনেক কিছুই ভেবে দেখার।


রং বে রঙ্গের যশ সম্মান অতীত হয়ে যায়
স্মৃতি হয়ে ইতিহাসের পাতায় পাতায়
কেউ কি আছে এমন চিরজিবী হয়ে
জীবন নিয়ে তার।


কোন কারনে গর্ব অহংকার হৃদয়ে ভাসে
অভিশাপে ভরে যায় অবশেষে
কেউ কি আছে এমন অহংকারী
স্রষ্টা ছাড়া আর।


কথা ও সুর: নাজমুল কবীর

যারা আল্লার পথে চলে

প্রাণ খুঁজে পাই - টাইফুন শিল্পীগোষ্ঠী

যারা আল্লার পতে চলে আল্লার কথা ববে
আল্লাকে ভালোবেসে সপেছে জীবন
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহীদি তামান্নাতে নাচে তার মন। 


হাসনা হেনার ঘ্রাণে ভলে না হৃদয় তার
কালেমার মেশ্ক মাখা হৃদয় রয়েছে যার
সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে
সে তো তার ইমান বলে।


লালসার কাছে কভু হয়না সে পরাজয়
জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়
মৃত্যুর মুখো মুখি দাড়িয়ে যারা সুখি
এসো আজ তেদের দলে।


কথা ও সুর: আব্দুস সালাম

তোমার নামে আমি

প্রাণ খুঁজে পাই - টাইফুন

তোমার নামে আমি কতগান গাই
তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই।

 

তুমি সুন্দর সেতো সবার সেরা
পাই আনন্দ সেযে সুখেই ঘেরা
পবনের ঝংকারে দোলা লাগে
তোমার সুধা সেতো এই মনে চাই।

 

পাখির কুহু তানে মন ভরে যায়
সাগরের ঢেউ সেতো তৃষ্ণা মেটাই
ভরে না কো মন আজ কন ভাবে
তোমার তুলনা আর কিছু নাই।

 

শিশিরের কান্নায় তোমাকে খুজি
ভরেরো স্মৃগ্ধতায় তোমাকে খুজি
পেয়ে ও পাইনাকো এ অন্তরে
স্বপনের মাঝে তাই তোমাকে চাই।

 

কতা: মাসুম বিল্লাহ্

সুর: মশিউর রহমান

মালিক তুমি রাহিম তুমি

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

মালিক তুমি রাহিম তুমি তুমি যে রহমান
 মোদের জন্য গড়েছো তুমি দুনিয়া জাহান
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লা ।


 তোমায় দেখার মতো মোদের চোখ প্রয়োজন
 তোমায় বোঝার মতো সুন্দর মন প্রয়োজন
তুমি মোদের পালনেওয়ালা তুমি মোদের প্রাণ ।


প্রভু তোমার রহম দিয়ে কর মোদের ক্ষমা
পাহাড় সমান গুনার বোঝা যত আছে জমা
 রোজ হাশরের দিনে তুমি করো যে আহসান ।


কথা ও সুর : বাকি বিল্লাহ্ ফেরদৌস
 

আমরা গান লিখি সুর

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আমরা গান লিখি সুর করি আল্লাহরি জন্য
আল্লাহরি গান গেয়ে গান গেয়ে
আমরা সবাই ধন্য ।


আমাদের কথায় আছে কোরআনের আহŸান
মানুষের মুক্তির লক্ষ্যে আমাদের কণ্ঠের সংগ্রাম
সাম্যের গান গাই গান গাই আমরা সত্যের সন্য ।


আমরা তাই গাহি তাই চাহি যাতে আছে পূন্য
জিহাদের গান গাই গান গাই হইনা কারো পন্য


আমাদের পথে আছে তাগুতের বাধা ভয়
সমাজের শান্তির সার্থে তবু হই দূর্গম দূর্জয়
ঈমানের গান গাই গান গাই চাইনা কিছু অন্য ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: আহমদ আল-আমিন