গানের স্বরলিপি

জিহাদ মানে নয়

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

জিহাদ মানে নয় যুদ্ধ
নয় হানাহানি বিভেদ কলহো
জিহাদ শান্তি সুখের পৃথিবী সাজানো । 


জিহাদ মানে মজলুমানের মুক্তি গাথা
জিহাদ মানে আলোর দিনের স্বপ্ন দেখা
জিহাদ মানে দূও করা সকল আাঁধার কালো । 


জিহাদ হলো অত্যাচারির চির শংকা
জিহাদ হলো সত্য ন্যয়ের নব বারতা


 সেই জিহাদের ডাক দিয়ে যায় শোন কালোর নকীব
জ্বালতে হবে আঁধার পুড়িতে এক আলোর প্রদীপ
এসো প্রত্যয়ে জালাই এখানে দীনের আলো ।  


কথা ও সুর : এইচ এম আল আমিন
 

কখন যে তোর প্রাণ

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

ওরে ভোলা মন ........


কখন যে তোর প্রাণ পাখিটা
ফুরুৎ কইরা যাবে চলিয়া
এই দুনিয়ার মায়া ছাইরা
যাবে চলিয়া 
মাটির দেহ রবে পইরা
খাঁচার পাখি যাবে উড়িয়া।


মাটির দেহ রবে পইরা
যখন পাখি যাবে উইড়া
তখন তারে কে আটকাবে
ভালোবাসিয়া।


এ জীবনের মায়ায় পইরা
কত ধন তুলেছো গইড়া
সাধের এ ধন যাবা ছাইড়া
তুমি চলিয়া।


পরকালের কথা ভুইলা
পাপের পথে গেছো চইলা
পাপের জন্যে সেদিন খোদা
ধরবে কসিয়া।
==============

 

কথা ও সুর : বাকী বিল্লাহ ফেরদৌস
 

পাট্টি টাট্টি বুঝিনা ভাই

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

পাট্টি টাট্টি বুঝিনা ভাই পাইলে দুগ্গা খাই
ক্যালিব্যানে নাঙ্গল লইয়া কোলার দিগে যাই । 

 

আদা দুহারকালে আইয়া খাডালেতে বই
মাইয়াউগ্গায় মোর পাশে বইয়া বাছতে থাহে খই
জিরাইয়া টিরাইয়া শ্যাষে নাইতে খালে যাই । 

 

বিয়ালবেলা ব্যাগডা লইয়া আটখোলা যাই
আগামি কাইল মিঠিং অইবে কইতাছে সবাই

নেতা আইবে সৎ নেতা তুলোনা যার নাই । 

 

নেতায় নাহি কোরান হাদিস দিয়া কথতা কয়
হেই রহমের চললে নাহি থাকপেনা ডর বয়
এই রহমের নেতা মোরা হাঙ্গা দেশে চাই । 

 


কথা ও সুর : মালিক আবদুল লতিফ

তোমার নামে মধুর গানে

প্রাণ খুঁজে পাই - টাইফুন

তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়
তোমাকে পড়ে গো মনে ভরেরও হাওয়ায়।


আযানে আযানে ভাসে সুরেরও মিনার 
এমনও মধুরও যেন পাইনা কিনার
তোমার নামের সিফা মনটা নাড়ায়।


আমায় দিও গো প্রভু জান্নাতেরি ফুল
দিশা দিও কেমনে যে পার হবো দুকুল
তোমার মহিমা দাওগো ঝর্না ধারায়।


বাগানে বাগানে ফোটে কত শত ফুল
বয়ে চলে একা নদী শুন্য দুকুল
এমনও মধুরও সুধা তুমি দিলে হায়। 

 

কথা: শরীফ আঃ গোফরান

সুর: মালিক আব্দুল লতিফ

আমি কোরানের সুর

প্রাণ খুঁজে পাই - টাইফুন

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আযানের সুর মাঝেও শুনেছি ও নাম
ও নাম শুনেছি আমার এ হৃদয়
হে রাসুল নবীজি তোমায়।


ও নামেই এতো যাদু এতো মধুময়
ও নাম নিয়েই ফুল সুরভী ছড়ায়
ও নামের সুর তুলে শুধু আমি চাই।


আরশের বুকে লেখা ও মধুর নাম
তামাম আলম কুল জানায় সালাম
ব্যাথিত মানবতা খুঁজে ফেরে হায়।

 

কথা ও সুর: আব্দুস সালাম

ওগো মুজাহিদ চলো

প্রাণ খুঁজে পাই - টাইফুন

ওগো মুজাহিদ চলো কাফেলায়
শহীদেরা ডাকে তোমায়


তোমরা কি দেখনা
কাশ্মীর ফিলিস্তিন/ইরাক আর ফিলিস্তিন
শিশুদের রক্তে হয়েছে রঙিন
তবুও তারা পায়নাকো ভয়


তোমরা কি শোনোনা
মায়েদের আহাজারী
দুগ্ধ শিশুর লাশ
বুকে জড়ে ধরি
অসহায় হয়ে ডাকে তোমায়।

 

কথা ও সুর: শাওন আহমদ মুকুল