পৃথিবীর সব মায়া
দিশারী শিল্পীগোষ্ঠী
পৃথিবীর সব মায়া হাড়িয়ে যাবে
হাড়িয়ে যাবে একদিন
পরাণ পাখি উড়ে যাবে
উড়ে যাবে যেদিন ।
সে দিন তো পর অবুঝ মন
যে ছিল তোমার সব চেয়ে আপন
বাজবে যখন বন্ধু তোমার
আমার মরন বীন ।
একা রেখে চলে যাবে আঁধার ঘরে
কিবলামুখে উত্তর শীরে
অল্লাহ ছাড়া থাকবে না কেউ
আপন তো সে দিন ।
কথা ও সুর: জুবায়ের তিতু