গানের স্বরলিপি

পৃথিবীর সব মায়া

দিশারী শিল্পীগোষ্ঠী

পৃথিবীর সব মায়া হাড়িয়ে যাবে

হাড়িয়ে যাবে একদিন

পরাণ পাখি উড়ে যাবে

উড়ে যাবে যেদিন ।

 

সে দিন তো পর অবুঝ মন

যে ছিল তোমার সব চেয়ে আপন

বাজবে যখন বন্ধু তোমার

আমার মরন বীন ।

 

একা রেখে চলে যাবে আঁধার ঘরে

কিবলামুখে উত্তর শীরে

অল্লাহ ছাড়া থাকবে না কেউ

আপন তো সে দিন ।

 

কথা ও সুর: জুবায়ের তিতু

 

 

স্নেহের পরশ

শ্রেষ্ঠ গোলাপ-হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

মাগো তোমার কোলে শুয়ে
গল্প শুনতে চাই
কেন তোমার স্নেহের পরশ
কেন তুমি কাছে নাই  ||

 

তোমাকে ছেড়ে শূণ্য ঘরে
একাকী হৃদয় গুমরে মরে
তোমার বিহনে সবুজ বনে
পাখিদের সুর নাই  ||

 

সবই আছে মাগো পৃথিবীর পরে
শুধু তুমি গেছো দূর পরপারে
স্নেহের আঁচল বুলিয়ে আমায়
ঘুম পাড়ানোর কেউ নাই  ||

 

কথা: আহমদ আল আমিন
সুর: জহিরুল ইসলাম

শ্রেষ্ঠ গোলাপ

শ্রেষ্ঠ গোলাপ-হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

শ্রেষ্ঠ গোলাপ ফুল মোহাম্মাদ রাসূল(স)
সেই ফুলেরই খুসবুতে হয় ধরনী আকুল |

 

যার সুবাসে সুবাসিত আজ ধরার সব
বন্ধু যারে করেছিল আমাদেরই রব
যার তরেতে সালাম জানায় বিশ্ব মানবকুল |

 

যার ঘ্রাণে দিশেহারা আম্বিয়া আউলিয়া
তার সুবাস আজ নেয় সকলে মদিনাতে গিয়া
তাকে স্মরে চোখের পানি ফেলতে হয় না ভুল |

 

কথা ও সুর: আব্দুর রাজ্জাক রাজু

পর্দা করা ফরজ

সাইমুম শিল্পীগোষ্ঠী

পর্দা করা ফরজ বন্ধু
পর্দাতে নাই লজ্জা
পর্দা হলো শালীনতা
জান্নাতি সাজসজ্জা।।  

 

পর্দাতো মুমিনের অহংকার
পর্দা করে দেখো তোমায়
লাগবে কি সুন্দর
রবের হুকুম করলে পালন
বেড়ে যাবে ইজ্জাত।।  

 

পর্দা মুসলমানের পরিচয়
পর্দা কর হৃদয় রেখে
আল্লাহ তালার ভয়
পর্দা কর ঘর-বাহিরে
যাওরে যেথায় ইচ্ছা।।  

 

কথা ও সুরঃ আব্দুস সালাম

দাও সে নূরের

মুখে তোমারই নাম-পানজেরি শিল্পীগোষ্ঠী

অন্তরে মোর দাও সে নূরের আলো

যে আলোতে পাবো তোমায়

ঘুঁচবে মনের কালো।

 

যে আলোতে হয়ে সহায়

জ্বাললে আলো হেরার গুহায়

যে আলোতে মে’রাজেতে

প্রেম সুধা ঢালো ।

 

ইব্রাহীমের হৃদয় জুড়ে

পূণ্য ছিল তোমার নূরে

যে নূরে তার অনল কুণ্ড

স্বর্গ  সম হলো ।

 

মূসা নবী পাহাড় তূ’রে

তোমায় দেখার নেশা ঘোরে

পাগাড় জ্বলে আঁখি কাজলে

নয়ন সুরমা হলো।

 

কথা ও সুর: মিজানুর রহমান রায়হান

 

অন্তরে অন্তরে বহে

মুখে তোমারই নাম-পানজেরি শিল্পীগোষ্ঠী

অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা

তোমার প্রেমে জীবন আমর হলো পাগলপাড়া।

 

আকাশ বাতাশ সবই দিলে দিলে জীবন িএমন

দেখিনি তো কখনও হায় তুমি প্রভু কেমন

অন্তরেরই নয়ন মেলে পাই তোমারই সাড়া ।

 

ফুলের ঘ্রাণে মাতাল এ মন যায় না সে ঘ্রাণ দেখা

অদৃশ্য এ বাতাসও তা বুঝি স্বয়ং একা রে বুঝি স্বয়ং একা

 

ঘোর আঁধারে নিজকে দেখি দেয় না চোখে কাজ

এই চোখেতেই দেখবো তোমায় ভাবতে আসে লাজ

অন্তরেরই নয়ন মেলে পাই তোমারই সাড়া ।

 

কথা ও সুর: মিজানুর রহমান রায়হান