গানের স্বরলিপি

ভোরের সোনালি

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

ভোরের সোনালি আলোয়
নরম ধানের শীষে জাগো
মুক্ত মানিক শিশিরে সোহাগ
জড়িয়ে তুমি থাকো ।


রূপসা পদ্মা মেঘনায়
মাছ রাঙ্গা ঝিলমিল পাখায়
রাখালি বাঁশির সুরে সুরে
দোয়েল কোকিল হয়ে ডাকো ।


আমলকি পিয়ালের বনে
সুর তোল জীবনের গানে
তমাল জারুল শাখে শাখে
সবুজ দেশের ছবি আঁকো ।


কথা: আ জ ম ছালাউদ্দিন
সুর: সাইফুল্লাহ মানছুর
 

মালিক তুমি রাহিম

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

মালিক তুমি রাহিম তুমি তুমি যে রহমান
মোদের জন্য গড়েছো তুমি দুনিয়া জাহান
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ ।


তোমায় দেখার মতো মোদের চোখ প্রয়োজন
তোমায় বোঝার মতো সুন্দর মন প্রয়োজন
তুমি মোদের পালনেওয়ালা তুমি মোদের প্রাণ ।


প্রভু তোমার রহম দিয়ে কর মোদের ক্ষমা
পাহাড় সমান গুনার বোঝা যত আছে জমা
রোজ হাশরের দিনে তুমি করো যে আহসান ।
=====================

কথা ও সুর : বাকি বিল্লাহ্ ফেরদৌস

আমরা গান লিখি

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আমরা গান লিখি সুর করি আল্লাহরি জন্য
আল্লাহরি গান গেয়ে গান গেয়ে
আমরা সবাই ধন্য ।


আমাদের কথায় আছে কোরআনের আহ্বান
মানুষের মুক্তির লক্ষ্যে আমাদের কণ্ঠের সংগ্রাম
সাম্যের গান গাই গান গাই আমরা সত্যের সন্য ।


আমরা তাই গাহি তাই চাহি যাতে আছে পূন্য
জিহাদের গান গাই গান গাই হইনা কারো পন্য


আমাদের পথে আছে তাগুতের বাধা ভয়
সমাজের শান্তির সার্থে তবু হই দূর্গম দূর্জয়
ঈমানের গান গাই গান গাই চাইনা কিছু অন্য ।
=======================


কথা: মতিউর রহমান মল্লিক
সুর:  আহমদ আল-আমিন

পূর্ব পশ্চিম উত্তর

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিন
যেদিকে তাকাই শুধু তোমাকে পাই
ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ।


নদীর তীরে যখনি যাই ছুটে
তখনই মনটা আমার উড়ে যায় ঐ সুদূরে
হে হে হে আ হা হা ও  হো হো লা লা লা
বলনা কে সাজালো রুপময়ি করে 
আমার এই প্রিয় সোনার দেশ ।


দিঘির জলে কত যে শাপলা ফোটে
কাশফুলেরা ডাকে হাতছানি দিয়ে
হে হে হে আ হা হা ও  হো হো লা লা লা
বলনা কে সাজালো এত মহিমা দিয়ে
আমার এই প্রিয় প্রাণের দেশ
ও আমার বাংলাদেশ ।
================

 

কথা ও সুর : জহিরুল ইসলাম
 

নাড়ী ছেড়া যন্ত্রনাতে

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

নাড়ী ছেড়া যন্ত্রনাতে মাজননী গর্ভে ধরে
বুকেতে দিয়েছেন ঠাই
ত্রি-ভূবনে আপনজন মা ছাড়া অন্য কেহ নাই ।


ভীষণ শীতের নিশিথে শুকনো রেখে আমাকে
শুয়েছেন ভিজে কাপড় গায়ে মা.... গো.........
এমন দরদি মা ভুলবো কি করিয়া
 তোমার মতো আপনজন কোথায় খুঁজে পাই ।


কত শত কষ্ট সয়ে বুকের মাঝে আগলে রেখে
করেছো লালন মমতায় মা.... গো.........
 সেই যে তুমি মা গেলে আমায় ছাড়িয়া
হৃদয় মাঝে তোমার ছবি বসত করে তাই ।
===================

 

কথা ও সুর : আহমদ আল আমিন

এই দুটি চোখ

নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

এই দুটি চোখ স্বপ্ন দেখে আজ
আসবে কোরানের প্রিতিময় রাজ ।


মালেক ভাইয়ের মত স্বপ্ন দেখে
হাজারো মালেক আসে রক্ত মেখে
জাগে মুজাহিদ তাই নব চেতনায়
উঠাতে নতুন রবি সর্ণালি সাজ ।


আসছে শতাব্দি হবে আমাদের
ছুটবে আলোর বান সূর্যদ্বয়ের
সূর্যেও দিন এসে রুখবে আঁধার
 কোরানের সৈনিক সাহসের সাথে


ছুটে চলে রুদ্ধতার আবরণ ছিড়ে
 নোঙর ফেলে তারা সাহসের তীরে
সম্মুখে দীর্ঘ সফরের ডাক
তাইতো সবার শীরে জিহাদের তাজ ।
==================

 

কথা : দিলরুবা ইয়াসমিন নাহিদ
সুর : আহমদ আল আমিন