গানের স্বরলিপি

যে গানে শেখার

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

যে গানে শেখার কিছু নেই
যা শুনে লেখার কিছু নেই
সে গান আমি শিখবো না
সে গান আমি লিখবো না
সে গান আমি গাইবো না (ভাই) 
কোন কিছুতেই ।

 

ভ্রান্ত পথিক পথ খুঁজে পায়
যে গান গেলে
সান্ত¡না পায় অশান্ত কেউ 
যে সুর পেলে 
সে গানেরই গায়ক হব
সে সুরেরই সাধক হব
সবার অলখেই ।

 

অলসতার অন্ধকারে যে গান মনে
কাজের কথা স্মরণ করায় ক্ষণে ক্ষণে
সে গান আমি করবো তো
সে সুর আমি ধরবো তো
নিজের গরজেই ।

 

আল কুরআনের আলোর দিকে
যে গান ডাকে
চিরকালই সফলতার ছবি আঁকে
সে গান আমি ছাড়বো না 
কে বলে তা পারবো না
একটু চেষ্টাতেই ।

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জাফর সাদেক

ঈমানের পথে অবিচল

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী


ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমারই কাছে মিনতি আমার
মহা-মহিম দয়াময় ।

 

প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদীন ফাসেকেরা করে হইচই
আযাযিল এসে গোমরাহী সুর গানে
করে তোলে মোহময় ।

 

আঁধারের দুর্গম আঁকা বাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়
লাগে সুন্দর মনোময় ।

 

প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা
স্বপ্ন জাগাও মধুময় ।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান

তুমি সুন্দর ও প্রভু

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী


তুমি সুন্দর ও প্রভু
সুন্দর তোমার এই সৃষ্টি
আলো আঁধারের কী দারুণ খেলা
যায় না ফেরানো দৃষ্টি
তুমি সুন্দর তুমি সুন্দর তাই
তোমার সৃষ্টিপানে হৃদয় হারাই ।


সাগর পাহাড় অরণ্য তারা
কত সুন্দর এই বসুন্ধরা
কী যে অপরূপ এই মায়াবী রাত
রুপালি আলো ছড়ালো যে চাঁদ ।
 

তরঙ্গ নদীর কলতান
পাখপাখালির কুহুকুহু গান
ঝর্ণাধারার অপরূপ শোভা
হাজারও সৃজন কতই না লোভা ।


কথা: কে এম মুনীর হোসাইন 
সুর: মেহরাজ মিঠু

বিশ্ব জগৎ গড়লে

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী


বিশ্ব জগৎ গড়লে প্রভু 
আল্লাহ মেহেরবান
তোমায় চেনার হৃদয় দিও
দাও খাঁটি ঈমান ।


সোহাগ মহিমা দিয়েছ ফল ও ফুলের বন
ভালোবাসার সুখের আশায় দিলে আপনজন
মা মাটি আর বন্ধু স্বজন 
সব তোমারই দান ।


পোড়া মাটির মানুষ গড়ে দিলে তাতে প্রাণ
পথের দিশায় রাসূল দিলে দিলে পাক কুরআন 
রোজ হাশরের বিচার দিনে
দান করো আসান ।


কথা: খন্দকার সাইদুর রহমান 
সুর: মশিউর রহমান   

সুদূর মক্কা মদীনার

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

সুদূর মক্কা মদীনার পথে
আমি রাহী মুসাফির
বিরাজে রওজা মোবারক যথা
মোর প্রিয় নবীজীর । 


বাতাসে যেখানে বাজে অবিরল
তৌহিদ বাণী খোদার কালাম
যিয়ারতে যথা আসে ফেরেশতা
শত আওলিয়া পীর ।

 
মা ফাতেমা আর হাসান হোসেন
খেলেছেন পথে যার
কদমের ধুলি পড়েছে যথায়
হাজার আম্বিয়ার।


সুরমা করিয়া কবে সেই ধুলি
মাখিব নয়নে দুই হাতে তুলি 
কবে এই দুনিয়া হতে যাবার আগে রে
কাবাতে লুটাবো শির। 
 
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম 

জীবন ফুরিয়ে

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

জীবন ফুরিয়ে যদি একদিন মরণ আসে
তবু দেখে যেন যেতে পারি কোরআনের রাজ
দয়াময় ওগো তুমি দয়াময় 
রেখো এ মিনতি জিন্দা করো কোন ইসলামী সমাজ ।
 

দাও সেই দিন সেই বাহু সেই সালতানাত
তাওফীক দাও খোদা হতে পারি যেন
আখেরী নবীর খাস উম্মাত
কেয়ামাতে শাফায়াত নসীব করো 
পেতে যেন নাহি হয় লাজ ।


সেই আদালতে আখেরাতে যেদিন নবী 
সুধাবেন উম্মত তোমার মুখের মাঝে
দাঁতগুলো অক্ষত দেখছি সবি
তোমার জীবনে বদর আসেনি কি
ওহুদ সামনে ফের করে কী কাজ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: আবদুস সালাম