গানের স্বরলিপি

সেরাদের সেরা “থিম সং”

সসাস

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা “থিম সং”।

গান: স্বাপ্নিক নাবিকেরা

কথা: ড. মাহফুজুর রহমান আখন্দ

সুর: আমিরুল মোমেনীন মানিক

 

 

থিমসং: সেরাদের সেরা

 

স্বাপ্নিক নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো

সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে

বিজয়ের সুরে কথা বলো

 

লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে

সেরাদের সেরা হয়ে সৃষ্টির উল্লাসে

মুক্তির দিন আনি গানে।

 

বিশ্বাসে- গান সুরে আনবো সকাল

কবিতার উপমাতে স্বপ্নের দিন

নাটকের অভিনয়ে জীবনের গান

আমাদের বুকজুড়ে স্বপ্ন রঙিন

মুক্তির মশাল জ্বেলে

চলো খুঁজি একসাথে জীবনের মানে।

 

একুশের চেতনাকে বক্ষে রাখি

পতাকার রঙে রঙে স্বপ্ন উড়াই

শহীদের খুনরাঙা দেখানো পথে

হাসিমুখে একমাথে জীবন বিলাই

বিজয়ের নিশান হাতে

মঞ্জিলে যাই চলো হৃদয়ের টানে।

ঝরা পাতা

শিল্পী : ইমাম হোসাইন

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা-২০১৯ এর গ্রান্ডফিনালে শিল্পী ইমাম হোসাইন এর কণ্ঠে চমৎকার সংগীত পরিবেশনা।

গান : ঝরা পাতা

কথা ও সুর : তারেক মনোয়ার

শিল্পী : ইমাম হোসাইন

সেরাদের সেরা-২০১৯

 

ঝরা পাতা

তারেক মনোয়ার

 

ঝরা পাতা ঝড় কে ডাকে

ওলী ডাকে বকুলেরে

আমার ও ঝড় তুমি

আমার ও বকুল তুমি

আমি ডাকি তোমারে।

 

চাঁদ ডাকে জোৎনারে

নদী ডাকে মোহনারে

আমারো জোৎনা তুমি

আমারো মোহনা তুমি

আমি ডাকি তোমারে।

 

মরু কাঁদে বৃষ্টি চেয়ে

আমি কাঁদি স্রষ্টা চেয়ে

আমার ও বৃষ্টি তুমি

আমার ও স্রষ্টা তুমি

আমি ডাকি তোমারে।

ভাবতে পারি না 

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

ভাবতে পারি না 
নেই তোমাদের দলে
খুন রাঙ্গা পথে রই
প্রতি কোলাহলে ।

 

দু’চোখের পাতায় আজো
সেই স্মৃতি ভাসে
হেসে হেসে প্রাণ দেয়া
সুখের উল্ল­াসে
কী মধুর ক্ষণ আহা 
থাকা গলে গলে ।

 

মন চায় ফিরে পেতে
শুধু বার বার
জিহাদের কাফেলায়
এগিয়ে যাবার
পারবো না যেতে জানি 
নয় কোন ছলে ।

 

কথা: মোক্তাদির মাওলা
সুর: জাফর সাদেক

আমি গান গাই

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

আমি গান গাই আল্লাহর গান
এ গান নিছক কোন গান নয়
এ আমার ইবাদত আলোকের সন্ধান
এ আমার জীবনের প্রত্যয় ।

 

এই গান গেয়ে আমি প্রভুকে খুঁজে পাই
আমার হৃদয়ের খোলা জানালায়
এ গানের সুর ভেসে নিয়ে যায় আমাকে
অগণন মানুষের মনের কাবায়
তাই সেই গান আমি গেয়ে যাই সারাক্ষণ
ভুলে গিয়ে সব দ্বিধা ভয় ।

 

এই গান গেয়ে আমি খুঁজে পাই আলোকে
হারিয়ে সকল কুহেলিকা আঁধার
এ গানের পথ ধরে খুঁজে নেব আশ্রয়
প্রভুর কাছে গিয়ে দাঁড়াবার
তাই এই গান আমার জীবনের সাধনা
যেন না হয় আর পরাজয় ।

 

কথা: কাউসার আহমদ
সুর: শরিফুল ইসলাম

যার কারণে আলোর

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

যার কারণে আলোর দিশা
পেল মানব কুল
সে যে আমার সে যে সবার
মুহাম্মাদ রাসূল ।

 

তার নামেতে দুরূদ পড়ে
বৃক্ষরাজি পাখিকুল
আকাশ মাটি বাতাস পানি
গোলাপ চাঁপা বকুল
এই ভুবনে ফুল বাগানে
একটি ফোটা ফুল ।

 

মানবতার অন্ধ যুগে
আলোর বাতি হলো দান
ধন্য হলো দুনিয়াবাসী 
ধন্য এ জাহান
দোজাহানের শ্রেষ্ঠ মানব 
নেই যে তারই তুল।

 

কথা: ইরফান খান
সুর: শাহাবুদ্দীন

আজ বুঝি গো

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

আজ বুঝি গো মায়ের ব্যথা
মা যে কত আপন
তখনো বুঝিনি মা যে কী ধন
দিয়েছি যখন দাফন ।

 

মমতারই সোহাগ দিয়ে
যখন কাছে নিতো
পালিয়ে যেতাম ছল করে মা
দুঃখ জানি পেত
ভেজা কাজল মুছে যে মা
ডাকতো মানিক রতন ।

 

ঘুম পাড়াতো চুমু দিয়ে
কল্পলোকের ভিড়ে
আলতো ছোঁয়ায় জাগিয়ে নিতো
শিশির ঝরা ভোরে।

 

আজ জাগে মা আমার বুকে
তোমার স্নেহের ক্ষুধা
হেলায় হারানো আদর সোহাগ 
চাই যে পরশ সুধা
যায় না কি মা তোমার কাছে
আমার ব্যথার রোদন ।

 

কথা: জাফর ফিরোজ
সুর: আবদুস সালাম