গানের স্বরলিপি

মা ছাড়া দুনিয়ায়

জনপ্রিয় ইসলামী গান-সসাস

মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
হয় না কখনো হয়না
সীমাহীন জাতনায় বুক ভরা বেদনায়
মার মত কেউ পাশে রয় না

 

দু:খ সুখের অনুভূতি গুলো
স্বার্থের রঙে বদলায় প্রতিদিন
মায়ের ভলোবাসা স্নেহ মমতার ভাষা
বদলায় না তো কোনদিন
নির্মম টানে কার আহবানে
দুনিয়া ছেড়ে চলে যায় মা

 

ধন সম্মান হারালে জীবনে
হয়ত ফিরে পাওয়া যায় যে আবার
মায়ের মতন এতো মহা মহিমান্বিত
নাম তো ফিরে আসে না আর
হৃদয়ের বাঁধনে রক্তের টানে
উপমা এমন আর হয় না

 

কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী
শিল্পী: মফিজুল হাসান ইমন

এ রাত কি কেটে

জনপ্রিয় ইসলামী গান-সসাস

এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে?
তুমি কি জানবে না তোমার নিজেকে?

প্রভুকে...

 

তোমি কি কাঁদবেনা অস্রু ফেলে?
তোমি কি চাইবে না দুহাত মেলে?
তুমিকি জানবে না মাহাগ্রন্থ?
হৃদয় ঢেলে।.........

 

রুকু ও সিজদায় রবে না পরে

তুমি কি নেবে না মুক্তি ধরে

জান্নাত চির সুখ খোদার প্রিয়

অল্লাহর স্মরণে রাত্রি জাগো

 

সিজদায় নত হও অস্রু ছাড়ো
আল্লাহর স্বরনে হৃদয় গড়ো
প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে
বল প্রভুকে। ............

 

কথা: গোলাম মোহাম্ম

সুর: মশিউর রহমান 

ঈমানের পথে

জনপ্রিয় ইসলামী গান-সসাস

ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমারই কাছে মিনতি আমার
মহা-মহিম দয়াময় ।

 

প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদীন ফাসেকেরা করে হইচই
আযাযিল এসে গোমরাহী সুর গানে
করে তোলে মোহময় ।

 

আঁধারের দুর্গম আঁকা বাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়
লাগে সুন্দর মনোময় ।

 

প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা
স্বপ্ন জাগাও মধুময় ।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান

চলে গেছ মল্লিক

দীপ্ত ভোর - ব্যতিক্রম

তুমি চলে গেছ বলে মন আকাশে
মেঘের ঘনঘটা আজ
শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন
এগিয়ে নেব তোমার রেখে যাওয়া কাজ।

 

মল্লিক সে তো গানের পাখির নাম
মোদের ছেড়ে গেছে চলে
যায়নি যায়নি চলে প্রতিটি গানের সুরে
তার স্মৃতি বার বার দোলে
তোমার ঐ চোখে জানি আকা ছিল
আকা ছিল কোরানের রাজ।

 

কতদিন দেখিনা মায়াবি হাসি তোমার
শুনিনা গান ঐ গলে
ভোরের পাখিরা ও কাতর তোমার শোকে
সুমধুর গান গেছে ভুলে
তোমার দেখান পথে থাকব অটল
গড়ব কোরআনি সমাজ।

 

 

কথা ও সুর: মাহিউদ্দিন ফাহাদ

কণ্ঠ: নিয়াজ মাখদুম

পুণ্যভূমি

কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী

এ দেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে
এ দেশে আযান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে
এ দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ
এ দেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে
সবাই বলে- মা শা আল্লাহ
সুবহান আল্লাহ্‌।।
-
এ দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম
এ দেশে আম জনতার হৃদয় জুড়ে পাক কালাম
এ দেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে
দোয়া পড়ে- ইন্না লিল্লাহ
ইন্না লিল্লাহ।।
-
এ দেশের বাতাস থেকে যায় শোনা যায়
আল্লাহু আকবার
এ দেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে
নাম নিয়ে আল্লার
এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক
শ্রেষ্ঠ উপমা
পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন
শান্তি সুষমা।। 
-
তিতুমীর শাহজালালের শাহপরানের
কদম চুমি
'লা-শরীক' উড়ল নিশান, জাগল নতুন
পুণ্যভূমি।
এ দেশে আনলো সকাল শাহ আমানত শাহমাখদুম
খানজাহান ও শরীয়তুল্লাহ
সুবহান আল্লাহ্‌।।


কথা, সুর ও সঙ্গীত: মাহফুজ বিল্লাহ শাহী

তোরা দেখে যা

সসাস

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।।

কূল মখ্‌লুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ
কলেমা শাহাদাতের্‌ বাণী ঠোঁটে, কে এলা ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ
আকাশ-গ্রহ-তারা পড়ে লুটে, কে এলা ঐ
পড়ে দরুদ ফেরেশ্‌তা, বেহেশ্‌তে সব দুয়ার খোলে।।

মানুষে মানুষের অধিকার দিল যে-জন
‘এক আল্লাহ্‌ ছাড়া প্রভু নাই’ কহিল যে-জন,
মানুষের লাগি’ চির-দীন্‌ বেশ ধরিল যে-জন
বাদশা ফকিরে এক শামিল করিল যে-জন

এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত-মানবের ধ্যানের ছবি
আজি মাতিল বিশ্ব-নিখিল্‌ মুক্তি-কলোরোলে।।