গানের স্বরলিপি

একবার দেখ ভেবে

জনপ্রিয় ইসলামী গান-সসাস

 

কেমনে তুই আইলি ভবে
তোরে কে দিল সোনার জীবন
একবার দেখ ভেবে তুই মন ॥

 

দিয়ে খাবার বায়ু জল
লালন করছে অনর্গল
দিল অঙ্গে অঙ্গে সোনার গঠন
কোন সে মহাজন ॥

 

কে দিল তোমায় বাড়ি ঘর আপন
সবুজ বনানী পৃথিবী
কার স্নেহ হাতে চন্দ্র সূর্য
লোকালয় দিন রজনী ॥

 

বলো আল্লাহু আল্লাহু আহাদ
বলো আল্লা আল্লাহুস সামাদ
ঈমাণ বিল্লায় পাবি রে তুই
সকল দর্শন ॥

 

কথা: গোলাম মোহাম্মদ
সুর : মশিউর রহমান

শিল্পী: নুরুল ইসলাম স্বাধীন

ফুলের মত ফুল হতে চাই

জনপ্রিয় ইসলামী গান-সসাস

ফুলের মত ফুল হতে চাই
ফুলের মত ফুল
যেই ফুল পেল নবির পরস
গন্ধ যার অতুল ।

 

ফুটলো যে ফুল মরুর বুকে
মক্কা মদিনাতে
মুক্তি সুবাস ছরিয়ে দিল
কাবার পথে পথে
বিশ্ব মানুষ মাতোয়ারা
নেই যে তাহার তুল।

 

সকল শিশুর বন্ধু তিনি
গরিব দুখির সাথ
দোজাহানের নেতা তিনি
আধার ধরাই বাতি
চিন্তে তারে বনের পশু
করে নিত ভুল ।

 

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: মাসুদ রানা

ফুলের মত ফুল

জনপ্রিয় ইসলামী গান-সসাস

ফুলের মত ফুল হতে চাই
ফুলের মত ফুল
যেই ফুল পেল নবির পরস
গন্ধ যার অতুল ।

 

ফুটলো যে ফুল মরুর বুকে
মক্কা মদিনাতে
মুক্তি সুবাস ছরিয়ে দিল
কাবার পথে পথে
বিশ্ব মানুষ মাতোয়ারা
নেই যে তাহার তুল।

 

সকল শিশুর বন্ধু তিনি
গরিব দুখির সাথ
দোজাহানের নেতা তিনি
আধার ধরাই বাতি
চিন্তে তারে বনের পশু
করে নিত ভুল ।

 

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: মাসুদ রানা

বাংলাদেশের মত

জনপ্রিয় ইসলামী গান-সসাস

বাংলাদেশের মত এমনি আপন
পৃথিবীর নেই যে কোথাও
তুলির আঁচড়ে যেন আকা এই দেশ
সবুজ শ্যামলী এক গাও।

 

এখানে মেঠো পথে
বাউলের একতারা বাজে,
সোনালি ফসলের মৌ সুবাসে
কৃষকেরা ছুটে যায় কাজে
নদীর বুক জুড়ে চলে
সারি সারি পাল তোলা নাও।

 

এখানে বাশের বনে
পাখিদের সুরেলা আসর
গাছেরও ডালে বৈশাখ মাসে
পাখিরা গড়ে যে যে বাসর
নদীর বুক জুড়ে চলে
সারি সারি পাল তোলা নাও।

 

কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক

সুন্নাত নয় শুধু

জনপ্রিয় ইসলামী গান-সসাস

সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান 
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান
আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?

সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক 
সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ
সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া
আরও সুন্নাত হল পাথরের আঘাত খাওয়া
মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি
দুর্দিনেও তার পাশে থাক কি?

সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে
বৈরী সকল পথ মাড়িয়ে চলা
সুন্নাত দাওয়াতে দীনের পাশাপাশি 
ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা

সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন 
সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন
সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া
আরও সুন্নাত হল রাষ্ট্রনায়ক হওয়া
মুহাব্বতে তার খালিদ-ওমর-আলী
আবুবকরের মত পাশে থাক কি??

 

কথা ও সুর: মাহ্ফুজ বিল্লাহ্ শাহী

 

 

গল্প বলি শোন

জনপ্রিয় ইসলামী গান-সসাস

গল্প বলি শোন
প্রিয় নবীর
শ্রেষ্ঠ মানুষ যিনি
এই ধরণীর।।

ছোটদের দেখে তিনি
মিষ্টি হেসে
সালাম দিতেন আগে
ভালবেসে।।

চোখ দুটি ছিল তার শান্তির নীড়
পরম ঠিকানা যেন গরীব দুখীর।।

যাদের ছিলনা কোন
সহায় স্বজন
তাদের ছিলেন তিনি
বড়ই আপন

হৃদয় ছিল যে তাঁর অতল গভীর
পরের ব্যথাতে সদায় অধীর।।

কথা: নুসরাত নুর-উন-নাহার সাবিনা

সুর: হাসনাত আবদুল কাদের