গানের স্বরলিপি

নিঃশ্বাসে নিঃশ্বাসে

জনপ্রিয় ইসলামী গান-সসাস

নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি
বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি
সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ
তোমার মিজানে মেপোনা আমায় প্রভু . . .

গোপনে ক্ষমা করে দিও তুমি ।
------
তোমার অবাধ্য হলে তার জন্য
প্রতিশোধ নাওনা, তুমিতো হে খোদা
বরং তোমারে যে মানে কিবা না মানে
সবাই তোমার আলো সমিরণ পায় সদা
বাচেনা এই জগতে তোমার করুণা ছাড়া
একটি মূহুর্ত কোন প্রাণী ।
-------
আমার এই ক্ষুদ্র হৃদয়ের মিনতি
তোমার করুণা রহমতের দ্বারে
আমাকে ফিরিয়ে দিওনা হে রহমান
আমি অসহায় ধরোনা পরপারে
আমার জীবনে দিওনা কোন বিপদ
কিংবা অপমান দুঃখ গ্লানি ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী

আল্লাহ তুমি অপরূপ

জনপ্রিয় ইসলামী গান-সসাস

আল্লাহ তুমি অপরূপ

না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রান
সঁপেছি এই অন্তর।।


তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে
তুমি আছো বুকের গভীর
গহীন ভেতর।।


এই দুনিয়ার মাকিল তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান
তোমার পথে চলি যেনো
সারাটি জীবনভর।।

 

কথা ও সুর: ওয়াদুদ শরীফ আরিফ

আল্লাহ কে যে

জনপ্রিয় ইসলামী গান-সসাস

আল্লাহ কে যে পাইতে চায়

হযরত কে ভালবেসে
আরশ কুর্সী লওহ কালাম

না চাইতেই পেয়েছে সে।।

 

রসুল নামের রশি ধ’রে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে, ভাই
দরিয়াতে সে আপনি মেশে।।

 

তর্ক করে দুঃখ ছাড়া

কী পেয়েছিস অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখনা বারেক

হযরতে মোর ভালবাসি?

 

এই দুনিয়ায় দিবা- রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী;
তুই যা চাস তাই পাবি হেথায়

আহমদ চান যদি হেসে।।

 

কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

আমি কোরানের সুর

জনপ্রিয় ইসলামী গান-সসাস

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

ও নামে এত জাদু, এত মধুময়
ও নাম নিয়েই ফুল সুরভী ছড়ায়,
ও নামের সুর তুলে শুধু আমি চাই
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আরশের বুকে লেখা ও মধুর নাম
তামাম মানবকুল জানায় সালাম,
ব্যাথিত মানবতা খুজেঁ ফেরে হায়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

 

কথা ও সূর : আব্দুস সালাম

শিল্পী : নওশাদ মাহফুজ

সে কোন বন্ধু

জনপ্রিয় ইসলামী গান-সসাস

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

 

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

 

বিকেলের সৈকতে

জনপ্রিয় ইসলামী গান-সসাস

বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
আর দেখি সাগরের ঢেউ
একটি একটি করে সবগুলো ক্ষয়ে যায়
স্মৃতি হয়ে থাকে না তো কেউ।

 

শৈশব পার হয়ে কৈশোর এসেছিল
রূপরসমাখা এই ভবে
যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হায়
জানি না কি জানি কোন ভাবে
সামনে রয়েছে শুধু অস্তের বেলাভূমি
হয়তো চলে যাবে সেও
স্মৃতি হয়ে থাকবে না কেউ।

 

করিনি তো কোনো কাজ সারাটি জীবন ধরে
মরিচিকা মায়াজালে পড়ে
সন্ধ্যার রাঙা রোদ রাঙায় না এ দু’চোখ
শূন্যতা ব্যাথা হয়ে নড়ে
এমনি করেই গেল জীবনের সব পালা
এসে গেল মরনের ঢেউ
স্মৃতি ছাড়া থাকবে না কেউ।

 

কথা : আবু হুরায়রা মাহমুদ
সুর: মশিউর রহমান