গানের স্বরলিপি

পৃথিবী আমার আসল

জনপ্রিয় ইসলামী গান-সসাস

পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে

সকল রঙ্গিন পরিচয়।


মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন
মিছে এই জীবনের রংধনু সাত রং
মিছে এই দু’দিনের অভিনয়।

মিছে এই ক্ষমতার দন্দ
মিছে গান কবিতার ছন্দ
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে
মিছে এই জয় আর পরাজয়।
 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

খোটা দিয়ে কথা

জনপ্রিয় ইসলামী গান-সসাস

খোটা দিয়ে কথা বলা ঠিক নয়
খোটা দিয়ে কথা বলা
মানুষের স্বভাবের ভালো কোন দিক নয় ।

 

নিজের ভ‚লের খোঁজ রাখে না যে সাধারণ
অপরের ভ‚ল ধরে বেড়ায় সে অকারণ
খোঁটা দেয়া লোকজন কারো সংশোধনের
তরে আন্তরিক নয় ।

 

উত্তম মানুষেরা খোটা দিয়ে বলে না তো কখনো
যত হোক রাগ তবু সামলিয়ে নেয় মুখ খুব তখনো

 

খুতখুতে স্বভাবের কাজ হলো খুত ধরা
খিটখিটে মেজাজের ভাব খেইমি করা
যাই বলো তাই বলো মানুষিক দিক থেকে
এরা স্বাভাবিক নয় ।


কথা: মতিউর রহমান মল্লিক

সুর: মশিউর রহমান

কণ্ঠ: তাসফিয়া জাহান তাহিয়া

হাজারও ব্যাথা বেদনার

জনপ্রিয় ইসলামী গান-সসাস

হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ।

 

খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে।

 

হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল-কোরআন

 

ভাঙ্গল সবার ভুল তোমারই পরে
আসলো কোরআনের ছায়াতলে
খালিদ উমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিল যে তুলে 
আল-আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে ।

 

কথা ও সুরঃ নিয়াজ মাখদুম

কারোর কাছে চাননি

জনপ্রিয় ইসলামী গান-সসাস

কারোর কাছে চাননি কিছু
তিনি শুধু দিয়েই গেছেন
পাওয়ার জন্য হননি পাগল
ভাবেননিতো চাওয়াই আসল
বরং তিনি দুখীর দ্বারে
তিনি সবই নিয়েই গেছেন।

 

পরেরর কথা ভেবে ভেবে
কেটে গেছে জীবন যে তার
বরণ করে নিয়েছিলেন
দুখের জ্বালা আর অনাহার
দান করেছেন নেননি তো দান
সমস্ত বিলিয়েই গেছেন।

 

কারোর কাছে পাতেননি হাত
চাননি কারো অনুগ্রহ
পরাজিত করেছিলেন
সব লালসা সকল মোহ

 

নিজের স্বার্থ ত্যাগ করেছেন
ত্যাগ করেছেন নিজের চাওয়া
হৃদয় দিয়ে খোঁজ নিয়েছেন
হলো কিনা সবার পাওয়া
মনের সঙ্গে সমস্ত মন
জীবনভর মিলিয়েই গেছেন।

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মাসুদ রানা
 

দাও খোদা দাও

জনপ্রিয় ইসলামী গান-সসাস

দাও খোদা দাও আমায় আবার 

উমর দারাজ দিল

দাও আলীর মত বীর সেনানী 

জাগাতে এই নিখিল!

 

হামজাকে দাও ঘরে ঘরে, 

জীবন দিতে অকাতরে

আমার কা’বা ভাংতে এলে পাঠাও আবাবিল। 

 

সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা

তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা

 

আবার পাঠাও আবু বকর

ফেতনা ফ্যাসাদ আসুক সমর

অনড় অটল পাহাড়সম দাও সেই মনের মিল।

 

কথা: আসাদ বিন হাফিজ

সুর: মশিউর রহমান

তুমি মাফ করে

জনপ্রিয় ইসলামী গান-সসাস

তুমি মাফ করে দাও প্রভূ 
আমার হৃদয় পাপে তাপে ভরা
ক্ষমা তুমি করো প্রভূ।

করিনি সিজদা মাসজিদে গিয়ে
গাহিনি তোমার গুণগান
বইতে পারি না, আর এই বঞ্চনা
আঁধারে ডুবেছি শুধু ।

পারিনি যাকাতের মূল্য দিতে
আমি করিনি সিয়াম সাধনা
বইতে পারিনা, আর এই গঞ্জনা
ভুল ভেঙ্গে দাও মোর প্রভূ।

কাঁদিছে বেদনায় দুটি আঁখি যেন
কাঁদিছে বেদনায় প্রাণ ।
সইতে পারিনা, আর এই যন্ত্রনা
ক্ষমা কি করবে না প্রভূ ?

কথা ও সুরঃ লিটন হাফিজ