গানের স্বরলিপি

ধন ধান্য পুষ্প ভরা

সন্দীপন শিল্পীগোষ্ঠী

ধন ধান্য পুষ্প ভরা
                 -- দ্বিজেন্দ্রলাল রায়

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

লাল সবুজের জয়

দেশসেরা শিল্পীদের কন্ঠে বিজয়ের গান

বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়,

এ বিজয়) তোমার আমার—

বর্ণচোরা অন্য কারো নয়॥

 

দুখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে

বললো হেসে হেসে

স্বপ্ন দেখো, স্বপ্ন বোনো, কিসের ভাবনা-ভয়;

এ বিজয়) তোমার আমার— স্বার্থলোভী বন্য কারো নয়॥

 

বুকের মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারুদ-নদী

এ নদী) জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি!

 

শিকলভাঙা শ্বেতকবুতর স্বাধীন আকাশ জুড়ে

বললো উড়ে উড়ে

দূর আগামীর খাতায় আঁকো আপন পরিচয়;

এ বিজয়) তোমার আমার— ভীনদেশীদের পণ্য কারো নয়॥

 

কথা:  বিলাল হোসাইন নূরী

সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী

শোন যার ওছিলায়

সেরাদের সেরা - ২০১৯

শোন যার ওছিলায় আমরা সবাই
আজকে মুসলমান
শুধু তার ওছিলায় এই দুনিয়া
দিলেন রহমান
খোদার হাবিব ছিলেন তিনি
মরুর বুকে  গোলাপ যিনি
গন্ধ অফুরান।

 

মন যে আমার যায়রে ছুটে যায়
হাজার স্মৃতির নবীর মদীনায়
সেই সে ছবি মনে এঁকে
কাঁদি অবিরাম।

 

নূর নবীজির প্রেম পরশে
আমি যে মশগুল
তার প্রেমের সুধা নাচে
গুল বাগে বুলবুল

 

রাসূল আমার আলোর দিশারী
বিচার দিনে পাড়ের কান্ডারী
তার শাফায়াত পেলে হবো
খোদার মেহমান।

 

কথা ও সুর: তাফাজ্জল হোসেন খান
 

তোমার নামে যদি

জনপ্রিয় ইসলামী গান-সসাস

তোমার নামে যদি গান গাওয়া হয়

গান সুন্দর হয়
তোমার সৃষ্টিপানে যদি চাওয়া হয়

চোখ সুন্দর হয়।

 

তোমার নূরের আভা চাঁদকে দিলে

চাঁদ জোছনা পেল
তোমার প্রেমের রং সূর্য নিয়ে

সে যে দীপ্ত হলো
তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়

ফুল সুরভিত হয়।

 

তোমার খুশীতে রংধনু ওঠে আকাশে
তোমার-ই ছন্দ গুন্জরী ওঠে বাতাসে

 

তোমার পরশ পেয়ে গাছের পাতা

জানি সবুজ হলো
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে

সে যে শুভ্র হলো
তোমার অমীয় বাণী হৃদয়ে আমার

সূর সঙ্গীত হয়।

 

কথা ও সুর : মহিউদ্দিন আবু তাহের

তোমার নামে মধুর

জনপ্রিয় ইসলামী গান-সসাস

তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়
তোমাকে পড়েগো মনে ভোরের ও হাওয়ায়।

 

আযানে আযানে কাঁপে সুরের ও মিনার
এমন ও মধুর যেন পাইনা কিনার
তোমার নামের সিপাত মনটা নাড়ায় ।

 

বাগানে বাগানে ফোটে কত শত ফুল
বয়ে চলে একা নদী শুন্য দু'কুল
এমনও মধুর ও শুধা তুমি দিলে হায়।

 

আমায় দিওগো প্রভু জান্নাতের ও ফুল
দিশা দিও কেমনে যে পার হব দু'কুল
তোমার মহিমা দাওগো জরনা ধারায়।

 

কথা: শরীফ আব্দুল গোফরান

সুর: মালিক আব্দুল লতিফ

ঝরনার পাশে দাঁড়ালে

জনপ্রিয় ইসলামী গান-সসাস

রহিম করিম অশেষ অসীম
আমার প্রভ‚ তুমি দয়াময়


ঝর্নার পাশে দাঁড়ালে
জোছনার দিকে তাকালে
তোমার কথা মনে হয়
পাংশু মেঘের আড়ালে
ঐ চাঁদ তারা হারালে
তোমার কথা মনে হয়
শুধু তোমার কথা মনে হয় ।

 

তোমার দানের নেই তুলনা
তোমার দয়ার নেই উপমা
এই পৃথিবী আকাশ  মাটি
তোমার প্রেমে পায় সুষমা
তোমার নূরের দীপ জ্বালিয়ে
করলে জাহান আলোময়
জাহান আলোময় ।

 

তোমার কথায় বৃষ্টি নামে
তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে
সাগর পানে মিলন মোহে
ক্লান্ত হাজার নদী যে ছোটে
দূর করে দাও প্রেম বিরহে
আমার সকল পরাজয়
কভু আমার সকল পরাজয়।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: হাসিনুর রব মানু