গানের স্বরলিপি

বাংলাদেশের রুপ

টাইফুন শিল্পীগোষ্ঠী

বাংলাদশেরে রূপ যে ভাসে
আমার দু-চোখে
এই বাংলাতে গাই গান
বাংলা আমার প্রাণ
আছে হৃদয়ে মিশে।।


ভোরের রবি ওঠে যখন
পূব আকাশরে কোলে
পাখ-পাখালির কলরবে
হৃদয়ে ওঠে দুলে
এই মাটির মৌ মৌ ঘ্রাণ
নদীর কলতান
আছে হৃদয়ে মিশে।।


আল্লাহ তালার রহম ঘেরা
সোনার বাংলাদশে
সবুজ ভরা এই প্রকৃতি
নেই যে রূপরে শেষ
এই শান্ত সবুজ গ্রাম
পাখির কুহুতান
আছে হৃদয়ে মিশে।।

 

কথা ও সুর: আব্দুল্লাহ আল কাফী

উড়ো মেঘের ঘুড়ি

সাইমুম শিল্পীগোষ্ঠী

উড়ো মেঘের ঘুড়ি রে তুই
যাস রে কোথায় হেসে
সোনালি রোদ গায়ে মেখে
মিষ্টি হেসে হেসে ॥


কে দিল রে বাউল মনা
পাখির মত ডানা
কার ধ্যানে তুই মগ্ন থাকিস
সকাল সন্ধ্যা বেলা
ইচ্ছে হলে যাস রে উড়ে চাঁদের বুড়ির দেশে ॥


কোথায় পেলি হিমেল পরশ
কোথায় পেলি জল
শ্রাবণ এলে তোরই যে ক্যান
অশ্রু টলমল
কার হুকুমে ঝরিস রে তুই আমার প্রিয় দেশে ॥


কথা: শফিকুল ইসলাম রুবেল
সুর: রবিউল ইসলাম ফয়সাল

মারহাবা ইয়া মারহাবা

দিশারী শিল্পীগোষ্ঠী

ইয়া রাসুল সাল্লেআলা 
মারহাবা ইয়া মারহাবা
ইয়া নাবী কামলিওয়ালা 
মারহাবা ইয়া মারহাবা 
রাহমাতুল্লিল আলামীন তুমি
জানালেন আল্লাহ তালা
মারহাবা ইয়া মারহাবা... 


তুমি যে হাবিবে খোদা
রাসুলে মাকবুল 
দ্বীন দুনিয়ার পথ দেখালে
মদিনার বুলবুল।
মরু সাহারার ধূসর বুকে
তুমি রঙিন গুলে লালা।


অন্ধকারের আলোক শিখা 
রাসুল মোহাম্মাদ 
কুল আলমের বন্ধু তিনি
সবার প্রেমাস্পদ 
সেই ফুলেরী খুশবু নিতে
গেঁথে নে সে ফুলের মালা। 


অমানিশার বুকে হানলে 
হেরার আলোর বান
হানাহানির বিশ্বে গাইলে
ভালোবাসার গান। 
রোজ হাশরের কঠিন দিনে
তুমি যে কাওছার ওয়ালা।

 

কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খাঁন 

কথায় কথায় গালি

সাইমুম শিল্পীগোষ্ঠী


কথায় কথায় গালি গালাজ
মন্দ লোকের কাজ
মন্দ লোকের মেজাজ গরম
কোন কথায় নাই যে শরম
নাই যে তাহার লাজ ।।


কথার সাথে গালি দিলে হয়না সমাধান 
বরং তাতে বেড়েই চলে নিছক ব্যবধান
কথাতে যার গালি থাকে
কেউ বাসেনা ভাল তাকে
সবার কাছে হয়না আপন 
কোন গালিবাজ ।।


ঝগড়া ফ্যাসাদ মান অভিমান 
সবার হতেই পারে
সবাই তোমার আপনজনা 
দিচ্ছ গালি কারে।


কাওকে কভু গালি দিয়ে করলে অপমান
হয়না ত লাভ কোন কিছুই বাড়েনা সম্মান 
গালি ভরা কথাতে যার
সুন্দরও নয় তার ব্যাবহার 
নিন্দিত সে, হোকনা তাহার 
মন ভোলানো সাজ ।।


কথাঃ গাজী নয়ন ইসলাম 
সুরঃ আব্দুল্লাহ আল নোমান

পাপ করেছি মাফ

সাইমুম শিল্পীগোষ্ঠী

আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু
পাপ করেছি মাফ করে দাও 
তুমি রহমান, 
ভুল করেছি ক্ষমা করে দাও
তুমি মেহেরবান, আল্লাহু…


অবাধ্য হই তোমার আমি
ভুল করিয়া দিবাযামী,
কিন্তু তোমার শরীক করিনা
জানি তুমি আহাদ রব্বানা 


হাত তুলেছি দরবারে তব
ফিরিয়ে দিওনা
পথ যদি না দেখাও তবে
পথ পাবোনা, আল্লাহু…


আমার যতো পাপ কালিমা
তোমার দয়ায় পাবো ক্ষমা 
দাও গো খুলে দরজা তাওবার
মানি আমি তুমি তো গাফফার 


দাও গো দিশা ওগো প্রিয় 
মুস্তাকিমের পথ
পাপী যদি হই তবু তো 
রাসূলের উম্মত, আল্লাহু 


কথা ও সুরঃ আব্দুস সালাম

ছোট্ট তাজা প্রাণ

সাইমুম শিল্পীগোষ্ঠী

লা.....লা.....লা....লা......

আমরা শিশু কিশোর যারা

ছোট্ট তাজা প্রাণ

গানে গানে প্রভুর পথে

করবো আহবান 

তোমার রহম চাই যে শুধু

আল্লাহ মেহেরবান ৷৷

 

নিজকে গড়ে যাই এগিয়ে

শুধরে সকল ভুল

অসত্যের ঐ শিকলটার আজ

ভীত করি নির্মূল

অহংকার আর হিংসা পোষণ

করে যে খানখান ৷৷

 

জ্ঞানের মহান সেই সে সুধা

করবো আহরণ

বিনয়ী আর শালীন কোমল

করবো আচরণ 

তবেই প্রভুর রহম বারি

ঝরবে অফুরান ৷৷

 

কথাঃ আবু সালমান মুঃ আম্মার

সুরঃ গোলাম মাওলা