গানের স্বরলিপি

দেশকে ভালোবাসি আমি

লাল ফড়িং - সসাস

দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি
দেশের জন্য বুকের ভেতর স্বপ্ন রাশি রাশি ।

 

গাছ-গাছালি সবুজ মাঠ বাড়ির পাশে পুকুর ঘাট
ফসল ভরা ক্ষেতের সুবাস বুক ভরে নেয় চাষী
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

জেলে মুটে কামার কুমার দেশটা ভাই সমান সবার
রাখাল ভাইয়া দূরের মাঠে বাজায় মিলন বাঁশি,
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

ভালোবাসি দেশের মাটি সোনার চেয়ে অনেক খাঁটি
যে মাটিতে জন্ম আমার যে মাটিতে কান্না-হাসি,
সেই মাটিতে স্বপ্ন ছড়াই, সেই মাটিকে ভালোবাসি
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

কথা:মোশাররফ হোসেন খান
সুর:মশিউর হমান

তোমাকে নিয়ে আমি

লাল ফড়িং - সসাস

তোমাকে নিয়ে আমি সার্থক কোন গান

পারিনি আজও সাজাতে

তোমাকে নিয়ে আমি প্রিয় কোন সুর

পারিনি হৃদয়ে বাজাতে

হে রাসূল হে রাসূল ।।

 

কল্পনার ফোঁটা ফোঁটা রঙে

যায় না তো আকাশে ছবি

এমন কাব্য গাঁথা হয়নি কখনই

পারেনি কভু কোন কবি

কি করে আমি তবে লিখবো কিছু গান

পারি না নিজেকে বোঝাতে ।

 

অপরূপ রূপে কভু সাজতো না কখনই এই যে বসুন্ধরা

বর্ণালী ইতিহাস হতো না লেখা শুধুই তোমাকে ছাড়া

 

তোমারই জীবন থেকে এতটুকু সঞ্চয়

গল্প কথা সব যায় হারিয়ে

সেই দিক পারি দিতে তাই বড় ভয়

সাহসের ডানা বাড়িয়ে

তাতেই জীবন আমার ধন্য হবে

পারলে তোমায় ভালোবাসতে ।

 

কথা : আব্দুল করিম সরকার

সুর : আব্দুল আলিম আশিক

নামাজ হলো

লাল ফড়িং - সসাস

নামাজ হলো মি’রাজ, 
মানে খোদার সাথে দেখা 
মু’মিন মনে নামাজ আঁকে 
পাঁচটি সরল রেখা ।


মুয়াজ্জিনের ডাক এলে আর 
যায় কি থাকা নিদে 
ঈমাণদারের মন সারাক্ষণ
রয় পড়ে মসজিদে।


সুবহে সাদিক জান্নাতি ক্ষণ 
ফজর পড়েন মুসল্লীগণ 
যোহর- আসর মাগরিব-এশার
আজান বাজে হৃদে
ঈমাণদারের মন সারাক্ষণ 
রয় পড়ে মসজিদে ।


‘বন্ধুরা, আয় আমার সাথে 
জান্নাতে কে যাবি” 
রাসুল বলেন,”নামাজ হলো 
বেহেশতেরই চাবি “ 
নামাজ পারে রুখতে সকল
অন্যায় ও অশ্লিল 
শুদ্ধ নামাজ খুলতে পারে 
রুদ্ধ মনের খিল ।

 

কথা: নাঈম আল ইসলাম মাহিন
সুর: হাসান আখতার
শিল্পী  কোরাস
 

ইয়া রাসূলাল্লাহ

লাল ফড়িং - সসাস

ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া নাবীআল্লাহ ইয়া রাসূলাল্লাহ
আঁধার এ দুনিয়ায় 
তুমি ছাড়া নাই কোন আলো ।

 

অশান্তির এ দাবানলে
মাজলুমানের হাহাকারে
জাহেলিয়াতের আঁধার ঘোচাতে
তৌহিদী ঝড় তোলো ।

 

সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে
তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে

 

তোমার অথৈ প্রেমের ডোরে
হাসলো ভূবন নতুন ভোরে
রক্ত পাথার পেরিয়ে আবার
জান্নাতের দ্বার খোলো ।

 

কথা ও সুর:তোফাজ্জল হোসেন খান
 

লাল ফড়িং বলে

লাল ফড়িং - সসাস

লাল ফড়িং বলে প্রজাপতিকে
সৃষ্টি কে করেছে তোমায়
প্রজাপতি হেঁসে বলে তোমার প্রভ‚ যিনি
বানিয়েছেন আমায় ।

 

আকাশের রংধনু বৃষ্টিকে বলে
জানো কি প্রভ‚র নাম
বৃষ্টি পেখম মেলে মৃদু হেঁসে বলে
হৃদয়ে খোদার কালাম
ফুল পাখি তরুলতা সবাই বাঁচে
আল্লাহর স্নেহের ছায়ায় ।

 

জিরাফ প্রশ্ন করে কাকাতুয়াকে
শ্রেষ্ঠ নবীর কি নাম
কাকাতুয়া পাঠ করে দরুদ শরীফ
রাসূলকে জানাই সালাম
ফড়িং প্রজাপতি কিংবা আকাশ
প্রভ‚র রহমত চায় ।

 

কথা ও সুর: আমিরুল মোমেনিন মানিক

ভালোবাস দেশকে

লাল ফড়িং

ভালোবাস দেশকে ভালোবাস ফুল
ভালোবাস মাতা-পিতা নবী ও রসূল
ভালোবাস শান্তি ভালোবাস চাঁদ
জোছনার ঝিলিমিলি ফূর্তি অবাধ ।


মানুষকে ভালোবাস, ভালোবাস পাখি
যার সাথে সবুজের শুধু মাখামাখি।
গুনীজনে ভালোবাস, ভালোবাস নদী
কষ্টের পথে যারা হাঁটে নিরবধি।


মানুষকে ভালোবাস, ভালোবাস মাটি
সোনারঙ স্বপ্নের সুখ পরিপাটি
অতীতকে ভালোবাস, ভালোবাস দিন
জীবনের মতো সে যে গভীর গহীন ।


কথা: সাজ্জাদ হোসাইন খান 
সুর: আয়েশা সিদ্দিকা পাঠান
শিল্পী: সাবা তাসনুবা