
"শিল্পী ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান"
বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর বার্ষিক শিল্পী ও অভিভাবক সমাবেশ এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান'২৫ সম্পন্ন হয়েছে।
১৪ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসা মিলনায়তনে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহ-সভাপতি
জনাব আব্দুল হাই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সমন্বিত সাংস্কৃতিক সংসদের আইটি ও প্রচার সম্পাদক
আহমদ শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পার্ক গ্রুপের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসাইন খান।
বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক— শাহরিয়ার মাসুম।
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক সাঈদ মাহফুজ, মোশাররফ মুন্না, শহীদুল্লাহ হাদী, মো. নূরনবী ও মাহাথির মহিউদ্দিন।
পরিচালক নুমান বিন ইউসুফের পরিচালনায় এবং সহঃকারি পরিচালক ফরহাদ মাহমুদ এর ব্যাবস্থাপনায় প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন হয়।
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
