
ফেনী জেলায় স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর আয়োজনে ‘আমার জেলায় আমি সেরা, সিজন-৩' -এর গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী শহরের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অডিশনে গান ও তেলাওয়াতে ক, খ, গ গ্রুপে পাঁচজন করে এবং ১ম, ২য়, ৩য় জনকে নগদ টাকাসহ মোট ৩০ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই উপহার দেয়া হয়।
স্বরুপ পরিচালক সাইফুল্লাহ ফাহিমের পরিচালনায় ও সহকারী পরিচালক ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক
এইচ এম আবু মুসা।
এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ এর
ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের তত্বাবধায়ক ইবনে বাশার আরাফ।
আর উপস্থিত ছিলেন স্বরূপের ফেনী জেলা প্রধান উপদেষ্টা মুফতি আবদুল হান্নান, স্বরূপের সাবেক পরিচালক খন্দকার জিয়াউর রহমান, বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক, উপদেষ্টামন্ডলীর সদস্য আবু হানিফ হেলাল, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম।
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
