অনুপম শিল্পীগোষ্ঠী

লক্ষ্মীপুর শহর

  • প্রতিষ্ঠাকাল : ১৯৮৯ সাল                                      
  • কতটি বিভাগ চালু রয়েছে : ১০টি
  • শিল্পীগোষ্ঠীর মোবাইল নম্বর: অনলাইন/অফলাইন : ০১৬২৪৭১৬১৯২
  • বিভাগসমূহ : ১. তেলাওয়াত বিভাগ, ২. সঙ্গীত বিভাগ, ৩. কিশোর বিভাগ, ৪. শিশু বিভাগ(৬টা), ৫. অভিনয় বিভাগ, ৬. আবৃত্তি ও উপস্থাপনা বিভাগ, ৭. চিত্রাংকন বিভাগ, ৮. সুন্দর হাতের লিখা বিভাগ, ৯. শিল্প বিভাগ, ১০. ক্যালিগ্রাফি বিভাগ
  • জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারকা-শিল্পী সংখ্যা (৩য় শ্রেণীর উর্দ্ধে) : ১৬ জন
  • গোষ্ঠীর অধীনে থানাভিত্তিক উপশাখা : ১৫ টি
  • সাংস্কৃতিক উৎসব: ১৫ টি নামঃ সাংস্কৃতিক সন্ধা, স্বাধীনতা দিবস উৎসব, বিজয় দিবস উৎসব, পিঠা উৎসব, নব-বর্ষের উৎসব, মোড়ক উম্মচন, ফল উৎসব, ভাষা দিবস, ইত্যাদি।

 

অ্যালবাম তথ্য

 

ক্রম

শিরোনাম

অ্যালবাম সংখ্যা

গানের সংখ্যা

অ্যালবামের নাম সমূহ

০১

গানের অডিও অ্যালবাম

৩৫টি

জীবন গাড়ী, প্রজাপতি

০২

গানের ভিজুয়্যাল অ্যালবাম

১০টি

৮৪টি

ঐসি কোরআন, সোনালী আলো, ক্ষমা করো.....

০৩

ভিজুয়্যাল গান

 

৭০টি

 

 

থিয়েটার তথ্য

ক্রম

শিরোনাম

সংখ্যা

নাম সমূহ

০১

টেলিফিল্ম

 

 

০২

শর্টফিল্ম

৩৭

মানবতা স্পর্শ, তাকওয়া, বির্সজন, প্রেরনায় রমজান, মনের কুরবানী......

০৩

টিভি নাটক

 

 

০৪

মঞ্চ নাটক

৪ টি

চির উন্নত শির......

০৫

নাটকের পান্ডুলিপি

৪ টি

 

 

গোষ্ঠীর প্রকাশনি তথ্য

 

ক্রম

শিরোনাম

সংখ্যা

গান

নাটক

অন্যান্য

০১

প্রকাশিত বই

 

 

০২

স্মারক বই

২ টি

 

 

 

 

 

 

 

 

 

০৩

নিয়মিত সাহিত্য পত্রিকা

 

 

 

 

 

 

 

 

 

 

০৪

ম্যাগাজিন পত্রিকা

২ টি

 

 

 

 

গোষ্ঠির টেকনিক্যাল তথ্য

  • অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস : onupomlt@gmail.com                                                            
  • অফিসিয়াল ইউটিউব চ্যানেল : Onupom Shilpigosthi
  • ফেসবুক আইডি : Onupom Shilpigosthi
  • ফেসবুক পেইজ : Onupom Shilpigosthi-অনুপম শিল্পীগোষ্ঠী
  • গোষ্ঠীর নিজস্ব কম্পিউটার/প্রিন্টার/স্ক্যানার/ক্যামেরা সংখ্যা : ১. কম্পিউটার ২টি (১টি অফিসের এবং ১টি মিডিয়ার) ২. প্রিন্টার ১টা ।  ৩. ক্যামেরা ২টা  ৪. গিøম্বল ১ টি
  • গোষ্ঠীর নিজস্ব বাহন : মটর সাইকেল ১ টি
  • গোষ্ঠীর নিজস্ব পাঠাগার সংখ্যা ও পাঠাগারে নিবন্ধিত বই সংখ্যা :  ২ টি (বই সংখ্যা- ৬০০)
  • গোষ্ঠীর অফিস : ২টি প্ল্যাট(৩য় ও ৪র্থ তলা, অস্থায়ী)
  • বিগত সময়ে সসাস কতৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতা (সেরাদের সেরা, নাট্য উৎসব, বিশ্বাসী কথা সুর, সহ অন্যান্য) আয়োজন সমূহে উল্লেখযোগ্য সাফল্য:

ক্রম

নাম

বিভাগ

প্রতিযোগিতা

বিষয়

কততম

০১

আব্দুল্লাহ আল ফয়সাল

মননে মল্লিক

গান

চ্যাম্পিয়ন

০২

মাইমুনা আক্তার মীম

সেরাদের সেরা

অভিনয়

১ম রানার্সআপ্য

০৩

সজল হোসেন

একক অভিনয়

অভিনয়

৫ম

০৪

আতাউল্লাহ জুনায়েদ

সেরাদের সেরা

গান

৫ম

০৫

একরামুল হাসান ওমায়ের

সেরাদের সেরা

তেলাওয়াত

৯ম

০৬

নাট্য উৎসব

 

২০২২

 

৪র্থ

০৭

কিডস ক্রেশন গান নিমার্ণ প্রতিঃ

 

২০২১

 

৩য়

০৮

শর্টফিল্ম প্রতিযোগিতা

 

২০১৮

 

৬ষ্ঠ

 

  • বিগত সময়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান (ইসলামিক ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ইত্যাদি) কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতা সমূহে উল্লেখযোগ্য সাফল্য:

ক্রম

নাম

বিভাগ

প্রতিযোগিতা

বিষয়

কততম

০১

নুসাইবা জাহান নিসা

শিশু কিশোর ইসঃ গান প্রতিঃ

গান

চ্যাম্পিয়ন

০২

ফাহিম হোসেন

ইসলামিক ফাউন্ডেশন

বক্তৃতা

রানার্সআপ

০৩

আব্দুল আজিজ

শিশু কিশোর ইসঃ গান প্রতিঃ

গান

৪র্থ

০৪

একরামুল হাসান ওমায়ের

ইসলামীক ট্যালেন্ট

তেলাওয়াত

৪র্থ

০৫

মাইমুনা আক্তার মীম

শিশু একাডেমী

গান

৩য়

০৬

আমির হামজা

মননে মল্লিক

গান

৩য়

০৭

আব্দুল্লাহ চৌধুরী তাহসিন

ফুলকুঁড়ি আসর

গান

১০ম

০৮

ইমাম হোসেন

লক্ষ প্রাণের সুর

গান

৭ম

০৯

জাকির হোসাইন

মননে মল্লিক

গান

সেরা দশ

১০

আব্দুল কাদের

প্রাণের বাংলাদেশ

গান

৫ম

১১

আব্দুল আজিজ

প্রাণের বাংলাদেশ

গান

৭ম

১২

মাইমুনা আক্তার মীম

প্রাণের বাংলাদেশ

গান

২য় রানার্সআপ্য

১৩

একরামুল হাসান ওমায়ের

ইসলামিক ফাউন্ডেশন

গান

৩য়

  • বিগত সময়ে বিভিন্ন টেলিভিশনে আয়োজিত রিয়েলিটি শো (সেরাদের সেরা,লক্ষ প্রানের সুর,গাহি সাম্যের গান,ইসলামিক জিনিয়াস,আলোকিত জ্ঞানী,কোরআনের আলো ইত্যাদি) উল্লেখযোগ্য সাফল্য:

 

ক্রম

নাম

বিভাগ

প্রতিযোগিতা

বিষয়

কততম

০১

মোরর্শেদুল ইসলাম

লক্ষ প্রাণের সুর

গান

চ্যাম্পিয়ন

০২

জাকির হোসাইন

লক্ষ প্রাণের সুর

গান

৮ম

০৩

আমির হামজা

সুরের দরিয়া

গান

১০ম

০৪

হাসিবুর রহমান

গাহি সাম্যের গান

গান ও তেলাওয়াত

৪র্থ

০৫

জাহিদুল ইসলাম

লক্ষ প্রাণের সুর

গান

৯ম

০৬

ইমাম হোসাইন

সেরাদের সেরা

গান

৪র্থ

০৭

আমির হামজা

কন্ঠ মেলা

গান

৯ম

০৮

জাকির হোসেইন

কন্ঠ মেলা

গান

সেরা দশ

 

 

  • সাবেক পরিচালকদের তালিকা:

ক্রম

নাম

সময়কাল

০১

জহিরুল ইসলাম

১৯৮৯ - ১৯৯০

০২

জাহিদ হাসান

১৯৯১ - ১৯৯৩

০৩

আব্দুর রহিম

১৯৯৩-১৯৯৪

০৪

মাওলানা ইলিয়াস শাহ

১৯৯৪ - ১৯৯৫

০৫

ফয়সাল হোসাইন

১৯৯৬ - ১৯৯৭

০৬

ইখলাসুল হক

১৯৯৮ - ১৯৯৯

০৭

আলমগীর হোসাইন

২০০০ - ২০০৪ জুন

০৮

কাউসার হোসাইন

২০০৪ জুন - ২০০৫

০৯

মিরাজ হোসাইন

২০০৫ - ২০০৫ জুন

১০

মাছুম বিল্লাহ

২০০৫ জুন - ২০০৮

১১

এ্যাডভোকেট মনির হোসাইন

২০০৯

১২

দেলোয়ার হোসাইন

২০১০-২০১১

১৩

আরিফ হোসাইন

২০১২ - ২০১৪

১৪

ইবরাহীম খলিল

২০১৫ - ২০১৬

১৫

জাহিদুল ইসলাম

২০১৭ - ২০১৯ জুন

১৬

শরিফুল ইসলাম

২০১৯ জুন - ২/২/২০২০

১৭

শওকত আকবর

ভারপ্রাপ্ত পরিচালক (৩ মাস)

১৮

জাকির হোসাইন

১৭/০৪/২০ - ২১/১/২০২২

১৯

মাহমুদু হাসান রাজিব

২১/১/২০২২ - ২১/১/২০২৩

২০

আহমদ শরীফ

২১/১/২০২৩ - ২৪/১/২০২৫

 

  • উপদেষ্টা কমিটি তালিকা:

ক্রম

নাম

পদবী

পদবিন্যাস

এডভোকেট শাহাদাত হোসাইন

আইনজীবি

সভাপতি

সেলিম উদ্দিন নিজামী

শিক্ষাবিদ ও সাংবাদিক

সিনিয়র সহ সভাপতি

মাওলানা জসিম উদ্দিন

শিক্ষাবিদ

সহ সভাপতি

মোহাম্মদ শহীদুল্লাহ

ব্যবসায়ী

সহ সভাপতি

প্রফেসর খলিলুর রহমান চৌধুরী

শিক্ষাবিদ

সদস্য

এডভোকেট নজির আহমেদ

আইনজীবি

সদস্য

এডভোকেট মোস্তাকুর রহমান

শিক্ষাবিদ ও সাংবাদিক

সদস্য

এডভোকেট মনির হোসাইন

আইনজীবি

সদস্য

আ.হ.ম. মোস্তাফিজুর রহমান

আইনজীবি

সদস্য

১০

সাংবাদিক হারুনুর রশিদ নিজামী

শিক্ষাবিদ

সদস্য

১১

জাহিদ হোসেন

ব্যাংকার

সদস্য

১২

জহিরুল ইসলাম

ব্যবসায়ী

সদস্য

১৩

শহীদুল ইসলাম মিঠু

ব্যবসায়ী

সদস্য

১৪

জাবেদ হোসাইন

ডাক্তার

সদস্য

১৫

মহসিন কবির মুরাদ

আইনজীবি

সদস্য

১৬

আবুল কালাম আজাদ

শিক্ষাবিদ

সদস্য

১৭

মাস্টার আমিনুল ইসলাম

শিক্ষাবিদ

সদস্য

১৮

এবিএম শাখাওয়াত উল্লাহ

শিক্ষাবিদ

সদস্য

১৯

শামছুল করিম খোকন

শিক্ষাবিদ

সদস্য

২০

আব্দুস সহিদ

শিক্ষাবিদ

সদস্য

২১

আবু খালেক মোঃ সাইফুল্লাহ

শিক্ষাবিদ

সদস্য

২২

এস আই কামরুল

সাবেক এস আই

সদস্য

 

 

 

 

মন্তব্য প্রবিবেদন
(গোষ্ঠী সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস ও প্রতিষ্ঠাকালিন তথ্য)

আসসালামু আলাইকুম
সর্ব প্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সহিত সাংস্কৃতিক আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তাওফিক দান করেছেন। রাসুল (সাঃ) এর প্রতি দুরুদ পেশ করছি। সেই সাংস্কৃতিক ব্যাক্তিদের স্মরণ করছি, যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে ইসলামী সংস্কৃতি আজ অবধি এই জমিনে টিকে রয়েছে।

 

প্রতিষ্ঠাকালঃ
“পরিশীলিত সংস্কৃতির আলোক ছোঁয়ায় মুছবোই অমানিশা” এই শ্লোগান কে সামনে নিয়ে, আল্লাহর এই জমিনে সকল প্রকার অপ-সংস্কৃতিকে রুখে দিতে লক্ষ্মীপুরের প্রাণ কেন্দ্রে ১৯৮৯ সালে কয়েক জন সাংস্কৃতি প্রিয় ভাইদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “অনুপম শিল্পীগোষ্ঠী”। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি সুনামের সাথে মানুষের নিকট ইসলামী সংস্কৃতি পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে প্রান্তর চেষ্টা করে যাচ্ছে।

 

নাম করণঃ
প্রতিষ্ঠিত হওয়ার পর তৎকালীন সাবেক দায়িত্বশীল ভাইদের প্রোগ্রামে সাবেক পরিচালক জাহিদ হাসান ভাই “অনুপম” নাম টি উপস্থাপনা করেন। পরবর্তীতে “মতিউর রহমান মল্লিক” ভাইয়ের পরামর্শ নিয়ে এবং তৎকালীন দায়িত্বশীল ভাইদের পরামর্শ ক্রমে এই নামটি দেওয়া হয়ে। তখন থেকে লক্ষ্মীপুরের প্রতিটি মানুষের হৃদয়ে অনুপম নামটি জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

 

বিভাগ ও শাখা সমূহঃ
অনুপম শিল্পীগোষ্ঠী শুধু মাত্র সংগীত বিভাগ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ১০ টি বিভাগ (সংগীত, ক্বেরাত, অভিনয়, আবৃত্তি, চিত্রাংকন, সুন্দর হাতের লিখা, ক্যালিগ্যাফি, হস্তশিল্প, কিশোর, এবং শিশুদের নিয়ে ৬টি বিভাগ) সমুহে ৫০০ শতাধিক শিল্পীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এবং থানা ভিত্তিক ১৫টি শাখা গোষ্ঠি কে সুনামের সাথে পরিচালনা করে আসছে। প্রতিটি মানুষের নিকট ইসলামি সংস্কৃতি পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে বিভাগ এবং শাখা গোষ্ঠি গুলি সুন্দর ভাবি পরিচালিত হচ্ছে।


প্রোডাকশন সমূহঃ
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি অনেক সংগীত, শর্টফিল্ম, নাটিকা, আবৃত্তি, তেলাওয়াত নিমার্ণ করেছে। যা নিম্নে  বিবরণ দেওয়া হলো।

১.    সংগীতঃ- ৮৪টি গান নিয়ে ১০টি সংগীতের ভিডিও অ্যালবাম, ৩টি অডিও অ্যালবাম, এছাড়া ৭০টি ভিডিও গান নিমার্ণ করেছে। আই ভোকাল ট্যালেন্ট এর মাধ্যমে প্রতিভাবান শিল্পীদের নিয়ে ২০টি গান নিমার্ণ করা হয়েছে।
২.    অভিনয়ঃ- ৩৭টি শর্টফিল্ম, ৪টি নাটক, ২টি টেলিভিশন নাটক সহ ১৫ টির ও বেশি মঞ্চ নাটিকা নিমার্ণ করতে সক্ষম হয়েছে। এছাড়া ২০ টি নতুন শর্টফিল্ম ও মঞ্চ নাটকের পান্ডুলিপি সংগ্রহে রয়েছে। যা শিঘ্রই নিমার্ণ করা হবে।
৩.    আবৃত্তিঃ- বর্তমানে ১৫জন আবৃত্তি শিল্পী নিয়ে কাজ করছে। যাদের মাধ্যমে ১০টি আবৃত্তি নিমার্ণ করা হয়েছে। 
৪.    চিত্রাংকনঃ- প্রতিবছর চিত্রাংকন শিল্পীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এবং বাছাইকৃতি আর্ট গুলি নিয়ে ২০টি দেয়ালিকা নিমার্ণ করা হয়েছে।
৫.    তেলাওয়াতঃ- আমাদের নির্জস¦ ক¦ারীর মাধ্যেমে তেলাওয়াত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নিয়মিত ২০-৩০ স্টুডেন্ট ক্লাসে অংশগ্রহণ করছে। ২০২৩ সালে ৩০ পারা কোরআন তেলাওয়াত নিমার্ণ করে ফেইসবুক লাইভের মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়া ১০ টি তেলাওয়াত নিমার্ণ করা হয়েছে।
৬.    হস্তশিল্পঃ- প্রতিবছর হস্তশিল্প প্রতিযোগিতার মাধ্যমে শিল্পীদের হাতের কারুকাজে তৈরি অনেক জিনিসপত্র অনুপম অফিসে ডিসপ্লে হিসেবে রাখা হয়েছে।

 

আমাদের অর্জন (জাতীয় প্রতিযোগীতা ও টেলিভিশন প্রোগ্রাম সমূহে অংশগ্রহণ):
    সেরাদের সেরা, লক্ষ প্রাণের সুর, মননে মল্লিক, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক জিনিয়ার্স সহ অনেক প্রতিযোগীতায় অনুপম শিল্পীগোষ্ঠীর প্রতিভাবান শিল্পীরা অংশ গ্রহন করে চ্যাম্পিয়ান, রানার্সআপ সহ অনেক অর্জন রয়েছে। যেটা বর্তমান শিল্পীদের জন্য অনুপ্রেরণা জোগায়। 
    জাতীয় গান নিমার্ন প্রতিহোগীতা, শর্টফিল্ম নিমার্ণ, এবং নাট্য উৎসবে অংশগ্রহন করে যথাক্রমে ৩য়, ৪র্থ ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।
    সরকারী প্রতিযোগীতা সমূহ অংশগ্রহন করে অনুপম শিল্পীরা প্রতিনিয়ত বিজয় অর্জন করছে।
    টেলিভিশন প্রতিযোগীতা সমূহে অংশগ্রহন করে সাফল্য অর্জন করেছে।
    পবিত্র মাহে রমজানে আয়োজিত মিনারের সুর, বিশ^াসী কথা সুর, গানের সেরা গান অনুষ্ঠান সমূহে প্রতি বছর অনুপমের অংশ গ্রহন রয়েছে।
    প্যানভিশন টিভি, কিডস ক্রিয়েশন, কিডস ভিশন সহ নিয়মিত লাইভ অনুষ্ঠান সমূহে অনুপম শিল্পীরা অংশগ্রহন করছে।

 

সুরের সন্ধানে প্রতিযোগীতাঃ
    ২০১৯ সালে পুরো লক্ষ্মীপুর জেলা ব্যাপি আয়োজন করা হয় “সুরের সন্ধানে” প্রতিযোগীতা। সাবেক পরিচালক জাহিদু ইসলাম ভাই সহ সকল দায়িত্বশীল ভাইদের অক্ল্যান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে প্রতিযোগীতাটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এই প্রতিযোগীতা প্রায় ২০০০ প্রতিযোগী অংশগ্রহন করে। প্রতিযোগীতাটি লক্ষ্মীপুরের স্থানীয় টেলিভিশন সমূহ এলসিএন, জিসিএন এ লাইভ সম্প্রচার করা হয়। এই প্রতিযোগীতার মাধ্যমে অনেক প্রতিভাবান শিল্পীকে খুঁজে পেতে সক্ষম হয়েছে। এবং লক্ষ্মীপুরের প্রতিটি প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি মানুষের নিকট ইসলামী সংস্কৃতির আহবান পৌঁছিয়ে দিওয়া হয়েছে।


বিভিন্ন প্রতিযোগীতার আয়োজনঃ
    ত্রী-মাসিক প্রতিযোগীতাঃ প্রতি বছর ৩ বার এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। এর মাধ্যমে অনুপমের শিল্পীদের যাচাই বাছাই করা হয়ে থাকে। এই প্রতিযোগীতার ফলে শিল্পীদের আগ্রহ বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিভা বিকাশ করতে সক্ষম হয়ে থাকে।
    অনুপম প্রতিভার খোঁজেঃ ল²ীপুর শহর শাখা তথা সদর উপজেলায় এই প্রতিযোগীতাটি আয়োজন করা হয়ে থাকে। এর ফলে নতুন নতুন শিল্পী উঠে আসে। 
    সাংস্কৃতিক দাওয়াতী সপ্তাহঃ সসাস আয়োজিত এই দাওয়াতী সপ্তাহ কে কাজে লাগিয়ে প্রতি বছর অনুপম নতুন নতুন প্রতিযোগীতার আয়োজন করে থাকে।

 

সাবেক দায়িত্বশীল বৃন্দঃ
 ২০ জন সাবেক পরিচালক ভাইদের অক্ল্যান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে অনুপম আজ এই পর্যন্ত এসে উপনিত হয়েছে। তাদের সাথে সহযোদ্ধা হিসেবে অনেক ভাই পরিশ্রম করেছেন।

 

প্রকাশনাঃ
অনুপম শিল্পীগোষ্ঠী ১টি গানের বই , ২টি স্মারক এবং ২টি ম্যাগাজিন তৈরী করেছে। এছাড়া স্টিকার, কার্ড এবং অনেক দেয়ালিকা নিমার্ণ করেছে।

 

জনশক্তিঃ
এক সময় অনুপমের কাজ করার মত তেমন জনশক্তি ছিলো না। আলহামদুল্লিাহ, বর্তমানে ৪ জন নকিব, ৩৪ জন অগ্রজ, ৫৩জন উন্মেষ, এবং ৫০০ এর কাছাকাছি শিল্পী নিয়ে কাজ করে যাচ্ছে।

 

শুভাকাঙ্খী ও উপদেষ্টাঃ 
৬০ জন নিয়মিত শুভাকাঙ্খী এবং ১৫০+ এককালীন শুভাকাঙ্খী অনুপমকে নিয়মিত সহযোগীতা করে যাচ্ছে। এছাড়া ২২ জন উপদেষ্টার উপদেশ এবং তাদের সহযোগীতা নিয়ে অনুপম অনেক দুর এগিয়ে যাওয়ার প্রত্যায় নিয়ে কাজ করে যাচ্ছে।

 

অনলাইনঃ
বর্তমান অনলাইনের যুগে অনুপম নতুন নতুন ক্রিয়েটিভ কাজ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। ইউটিউব, ফেইসবুক সহ সকল প্রকার সোসাল মিডিয়ায় অনুপমের বিচরণ লক্ষণী।
    ইউটিউবঃ আলহামদুলিল্লাহ, বর্তমানে অনুপম ১ লক্ষ ৫ হাজার সাবস্ক্রাইব তথা মানুষের ভালোবাসা অর্জন করেছে। এবং ইউটিব থেকে সার্টিফিকেট ও প্লে বাটন অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিনিয়ত মানুষ নতুন নতুন কন্টেট এর আসায় অনুপমের ইউটিউব চ্যানেল ভিজিট করছে। এবং “টুনটুনি বুলবুুলি” শিরোনামে একটি গান ৪৩ মিলিয়ন ভিউ অর্জন করেছে।
    ফেইসবুকঃ অনুপমের অফিসিয়াল ফেইসবুক পেইজ ১০ হাজার এর ও বেশি মানুষের ভালোবাসায় শিক্ত। প্রতিনিয়ত গান, অভিনয়, আবৃত্তি , তেলাওয়াত সেখানে আপলোড করা হচ্ছে। এবং অনুপমের ফেইসবুক আইড রয়েছে, যেটাতে ৮ হাজার এর ও বেশি মানুষ ফলো করছে।
    একুশে থিয়েটারঃ একুশে থিয়েটার নামে অনুপমের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটি অত বেশি জনপ্রিয় না হলেও প্রতিনিয়ত থিয়েটার এর কাজ সমূহ আপলোড করা হচ্ছে।
    অডিও প্লাটর্ফমঃ অনুপমের কন্টেট গুলি সব গুলি অডিও প্লাটর্ফমে আপলোড করা হয়েছে। যে খান থেকে মানুষ খুব সহজেই অনুপমের গান গুলি শুনতে পাবে।
    অন্যান্ন সোসাল মিডিয়াঃ জনপ্রিয় সোসাল মিডিয়া সমূহ টুইটার, লিংকডিন, এ অনুপমের একাইন্ট রয়েছে।

 


মিডিয়া সামগ্রীঃ
অনুপমের নিজস্ব ২টি ক্যামেরা, ২টি কম্পিউটার, ১টি মোবাইল, ১টি পিন্টার, ১টি গিøম্বল রয়েছে। এছাড়া অডিও নির্মাণের সকল ইন্সিট্রুমেন্ট রয়েছে। শুটিং লাইট সহ অনেক গুলি লাইট রয়েছে।

 

অফিস ও পাঠাগারঃ
অনুপমের ২টি প্লাট রয়েছে। যে খানে ৭ টি করে মোট ১৪ টি রুম রয়েছে। গানের কøাস, অফিস সহ রুম গুলি সুন্দর ভাবে সাজানো গুছানো রাখা হয়। ২ টি পাঠাগার রয়েছে। যার মাধ্যমে খুব সহজে শিল্পীরা বই পড়তে ও জ্ঞান অর্জন করতে পারছে।


আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ইসলামী সংস্কৃতির কাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার তাওফিক দিয়েছেন। এবং অনুপম শিল্পীগোষ্ঠীকে সারা বাংলাদেশে জনপ্রীয় করে তুলেছেন। এর পিছনে অনেক ভাইয়ের ত্যাগ কুরবানী রয়েছে। আল্লাহ সকল ভাইদের ত্যাগ কে কবুল করুণ।

আমি বর্তমান পরিচালক হিবেসে সকল সাংস্কৃতি প্রিয় মানুষের নিকট দোয়া চাই । আল্লাহ যেনো অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করার তাওফিক দান করে। এবং মানুষ অনুপমের নিকট থেকে যতটুকু আশা করে তার চেয়ে ও বেশি মানুষকে উপহার দিতে পারি । আল্লাহ সেই তাওফিক দান করুণ।

 

আমীন