নীলফামারী শহর

প্রতিষ্ঠাকাল: ২০০০ সাল
“পরিশীলিত সংস্কৃতির আলোক ছোয়ায় মুছবোই অমানিশা”
মন্তব্য প্রবিবেদন:
সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। একটি জাতি নৈতিক দিক থেকে কতটুকু উন্নত, কতটুকু রুচিশীল তা নির্ভর করে তার সাংস্কৃতিক কর্মকান্ডের উপর। সুস্থ সংস্কৃতি সুন্দর ও মননশীল সমাজ গঠনের এক অন্যতম হাতিয়ার। কিন্তু পশ্চিমা সংস্কৃতির নামে অপসংস্কৃতির কালো থাবায় আমাদের সমাজ যেমন আবদ্ধ হতে চলেছে তেমনি মুসলমানদের বিশ্বাস ও সংস্কৃতির ওপর তীব্রভাবে আঘাত হানতে শুরু করেছে। ফলশ্রুতিতে জাতি হিসেবে আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য আজ ম্লান হতে চলেছে। ভারতসহ পশ্চিমা বিশ্বের বস্তাপচা নোংরা গান, অশ্লীল ভিডিও ও শর্ট ফিল্মগুলো দেখে আজ উঠতি বয়সের হাজারো কিশোর কিশোরী, তরুন তরুণী, যুবক যুবতীর উজ্জ্বল ভবিষ্যৎ ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপহরন ও ইভটিজিং এর মত শত শত অপরাধ। মাদকের বিশাক্ত ছোবলে আক্রান্ত হয়ে মাতালের জগতে প্রবেশ করছে অসংখ্য কোমলমতি শিক্ষার্থী। দেশীয় ও আন্তর্জাতীক সাংস্কৃতিক আগ্রাশনের শিকার হয়ে যখন তিলে তিলে ধ্বংশ হতে চলছে একটি সমাজ ও রাষ্ট্র ঠিক সেই মুহুর্তে ২০০০-সালে বাংলাদেশের উত্তর প্রান্তে নীলফামারীর জেলার বুকে প্রতিষ্ঠিত হয় উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ।
প্রতিষ্ঠার পর থেকেই অমানিশার ঘন কালো অন্ধকার মাড়িয়ে সেই কাঙ্খিত আলোর সন্ধানে শুরু হয় তার সাহসী অগ্রযাত্রা। হাজারো বাধা বিপত্তি ও প্রতিকূলতা উপেক্ষা করে সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষে নিয়মিত গানের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক প্রতিযোগীতা, শর্টফিল্ম পরিবেশনা, মঞ্চনাটক, আলোচনা সভা, র্যলি, শিক্ষাসফরসহ যাবতীয় সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এই সংগঠন উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ নীলফামারী।
আপনাদের দোয়া, ভালোবাসা এবং পরামর্শ পেলে আমাদের এই কার্যক্রম আরো অনেকদুর এগিয়ে যাবে,
ইনশাআল্লাহ।
বিভাগসমূহ: ক্বেরাত, সংগীত, অভিনয়, আবৃত্তি, শিশু বিভাগ ছেলে, শিশু বিভাগ মেয়ে, কিশোর বিভাগ।
জাতীয় পুরষ্কারপ্রাপ্ত তারকা-শিল্পী সংখ্যা (৩য় শ্রেণীর উর্দ্ধে) : ৩ জন
গোষ্ঠীর অধীনে থানাভিত্তিক কয়টি উপশাখা রয়েছে : ১২টি
গানের ভিজুয়্যাল অ্যালবাম - ১ - ১০ - মাটির এই পৃথিবী
ভিজুয়্যাল গানের সংখ্যা - ২২টি
গোষ্ঠীর টেকনিক্যাল তথ্য সমূহ-
অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস:
usastv95@gmail.com
অফিসিয়াল ইউটিউব চ্যানেল :
Uttal Shilpigoshthi DËvj wkíx‡Mvôx
ফেসবুক আইডি :
উত্তাল সাংস্কৃতিক সংসদ নীলফামারী
ফেসবুক পেইজ :
Uttal Shilpigoshthi DËvj wkíx‡Mvôx
বিগত সময়ে সসাস কতৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতা (সেরাদের সেরা, নাট্য উৎসব, বিশ্বাসী কথা সুর, সহ অন্যান্য) আয়োজন সমূহে উল্লেখযোগ্য সাফল্য:
| ক্রম | নাম | বিষয় | বিভাগ | কততম |
|
০১ |
মোঃ আল ইমরান | সংগীত | ক | ৩য় |
| ০২ | মুহতাসিম আবরার মুয়াজ | সংগীত | ক | ৪র্থ |
| ০৩ | মোঃ ইশতিয়াক নাইম | আবৃত্তি | ক | ৮ম |
বিগত সময়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান (ইসলামিক ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ইত্যাদি) কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতা সমূহে উল্লেখযোগ্য সাফল্য।
| ক্রম | নাম | বিষয় | বিভাগ | কততম |
| ০১ | মোঃ আস সাদিক রহমান | সংগীত | ক | ১ম |
| ০২ | মিফতাহুল মারদিয়া মাহমুদ (সাবা) | সংগীত | ক | ১ম |
সাবেক পরিচালকদের তালিকা:
| ক্রম | নাম | সময়কাল |
| ০১ | মোঃ উমর ফারুক | ২০০০-২০০১ |
| ০২ | মোঃ শাহীন ইমরান | ২০০২ |
| ০৩ | মোঃ মোয়াম্মার আল হাসান | ২০০৩-২০০৪ |
| ০৪ | মোঃ মোস্তাফিজুর রহমান | ২০০৫ |
| ০৫ | মোঃ নূরে আলম সিদ্দিকী | ২০০৬ |
| ০৬ | মোঃ হালিমুর রহমান হালিম | ২০০৭ |
| ০৭ | মোঃ নূর ইসলাম | ২০০৮ |
| ০৮ | মোঃ আরিফুল ইসলাম আরিফ | ২০০৮ (আংশিক) |
| ০৯ | শাহীনুর রহমান শাহীন | ২০০৯ |
| ১০ | মোঃ মাজেদুল ইসলাম | ২০১০ |
| ১১ | মোঃ শফিউল আলম | ২০১১-১০১৫ |
| ১২ | মোঃ রাশেদুল হাসান রাশেদ | ২০১৬-২০১৯ |
| ১৩ | মোঃ লিটন ইসলাম | ২০১৯-২০২২ |
| ১৪ | মোঃ গোলাম রব্বানী | ২০২২-২০২৩ |