রাহবার সাহিত্য সাংস্কৃতিক সংসদ (রাসাস)

দিনাজপুর শহর

 

 

প্রতিষ্ঠাকাল: ১৯ই মার্চ ১৯৯২

শ্লোগান- “সত্য সুন্দরের পাণে এগিয়ে যাবার”

 

বিভাগসমূহ: ৬টি

শিল্পীগোষ্ঠীর স্থায়ী মোবাইল নম্বর: ০১৭৬১৩৭০৬২২

 

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত তারকা-শিল্পী সংখ্যা (৩য় শ্রেণীর উর্দ্ধে) : ২ জন

 

গানের অডিও অ্যালবাম : ৩ টি  -গানের সংখ্যা : ৪১ টি - অ্যালবামের নামসমূহ- আভাস, আলোকিত পৃথিবীর গান, মেঘলা আকাশ

 

গোষ্ঠীর টেকনিক্যাল তথ্য সমূহ-

 

অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস:

rasasnewsbd@gmail.com

                                                             

অফিসিয়াল ইউটিউব চ্যানেল :

RASAS TV OFFICIAL

 

ফেসবুক আইডি :

Rahbar Shilpigosthy Dinajpur

 

ফেসবুক পেইজ :

রাহবার শিল্পীগোষ্ঠী, দিনাজপুর

 

বিগত সময়ে সসাস কতৃক আয়োজিত জাতীয় প্রতিযোগীতা (সেরাদের সেরা, নাট্য উৎসব, বিশ্বাসী কথা সুর সহ অন্যান্য) আয়োজন সমূহে উল্লেঅখযোগ্য সাফল্য:

 

০১, মো: তারিকুল ইসলাম - সেরাদের সেরা-২০১৬ খ-গ্রুপ সঙ্গীত - জাতীয় পর‌্যায়ে ৭ম

০২, আবু তাশদীদ মাশফি - সেরাদের সেরা-২০১৬ ক-গ্রুপ সঙ্গীত - জাতীয় পর‌্যায়ে ৭ম

০৩, মো: তারিকুল ইসলাম - সেরাদের সেরা - ২০১৭ খ-গ্রুপ সঙ্গীত - জাতীয় পর‌্যায়ে চ্যাম্পীয়ন

০৪, নূর মুহাম্মদ সেরাদের সেরা - ২০১৯ ক-গ্রুপ সঙ্গীত - জাতীয় পর‌্যায়ে ৮ম

 

বিগত সময়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান (ইসলামিক ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ইত্যাদি) কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতা সমূহে উল্লেখযোগ্য সাফল্য।

০১, মোঃ তরিকুল ইসলাম   - জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৬      -  সঙ্গীত   - প্রথম
০২, মোঃ তরিকুল ইসলাম   - জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৭       - সঙ্গীত   - প্রথম

 

বিগত সময়ে বিভিন্ন টেলিভিশনে আয়োজিত রিয়েলিটি শো (সেরাদের সেরা, লক্ষ প্রাণের সুর, গাহি সাম্যেও গান, ইসলামিক জিনিয়াস, আলোকিত জ্ঞানী, কোরআনের আলো ইত্যাদি) উল্লেখযোগ্য সাফল্য।


০১, রেজওয়ানুল হক লেলিন  -  গাহি সাম্যের গান-২০১৩    -    সংগীত  -  সেরা দশ
০২, রেজওয়ানুল হক লেলিন  -  সত্যের জয়গান    -    সংগীত    
০৩, দলীয় সংগীত  -  গানের সেরা গান     -   সংগীত    
০৪ , রেজওয়ানুল হক লেলিন   - কল্যাণময় সেহেরী    -    সংগীত    
০৫, মোঃ তরিকুল ইসলাম -   গাহি সাম্যের গান-২০১৭   -     সংগীত  -  সেরা দশ
০৬ , দলীয় সংগীত -   বিশ্বাসী কথাসুর-২০২৪    -    সংগীত

 

 

সাবেক পরিচালকদের তালিকা ও সময়কাল:

 

১. মোঃ আবুল কালাম আজাদ    ১৯৯২-১৯৯৫
২. জাহাঙ্গীর সরকার    ১৯৯৫-১৯৯৬
৩. মানসুর রহমান    ১৯৯৬-১৯৯৮
৪. কামরুল হাসান রাসেল    ১৯৯৮-১৯৯৯
৫. মোঃ কামরুজ্জামান    ১৯৯৯-২০০১
৬.  তাফসীরুল ইসলাম    ২০০১-২০০২
৭.  শাহরিয়ার কায়সার    ২০০২-২০০৩
৮.  মোঃ হারুন-উর-রশিদ    ২০০৩-২০০৪
৯.  মামুনুর রশিদ পাটোয়ারী    ২০০৪-২০০৯
১০. সোহানুর রহমান কাজল    ২০০৯-২০১০
১১.  জহুরুল ইসলাম    ২০১০-২০১১
১২.  আকতারুজ্জামান আকতার    ২০১১-২০১২
১৩.  রেজওয়ানুল হক লেলিন    ২০১২-২০১৬
১৪.  মোহাম্মদ আলী    ২০১৬-২০১৭
১৫.  মোক্তার হোসেন    ২০১৭-২০১৯
১৬. বায়জীদ আহমেদ    ২০১৯-২০২১
১৭. মাহবুবুর রহমান হামীম    ২০২১-২০২১
১৮. মোঃ বিপ্লব ইসলাম    ২০২১-২০২৩
১৯. মোঃ তরিকুল ইসলাম    চলমান