আশার আলো শিল্পীগোষ্ঠী

ঝিনাইদহ জেলা

 

মন্তব্য প্রবিবেদন:

 

২০২০ সাল থেকে ঝিনাইদহ জেলা শাখার সাংস্কৃতিক বিভাগ এর আশার আলো শিল্পীগোষ্ঠীর কাজ সুস্থ সাংস্কৃতির বিকাশ সাধনের লক্ষে কাজ করে যাচ্ছে। ইসলামি সংগীত, কুরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তি, ইসলামিক নাটক সর্বসাধারণের সামনে উপস্থাপন করে যাচ্ছে। এখনও পর্যন্ত সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সাংস্কৃতিক কাজ করে যাচ্ছে।

 

প্রতিষ্ঠাকাল: ২০২০

 

বিভাগসমূহ: সংগীত বিভাগ, তেলাওয়াত বিভাগ

 

শিল্পীগোষ্ঠীর স্থায়ী মোবাইল নম্বর: ০১৮৯১৮৭৯২৫৬

 

গোষ্ঠীর অধীনে থানাভিত্তিক কয়টি উপশাখা রয়েছে : ১০ টি

 

 

গোষ্ঠীর টেকনিক্যাল তথ্য সমূহ:

 

অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস:

   

অফিসিয়াল ইউটিউব চ্যানেল :

 

 

ফেসবুক আইডি :

 

 

ফেসবুক পেইজ :

 

 

সাবেক পরিচালকদের তালিকা ও সময়কাল:

 

০১. মোঃ মিকাইল ইসলাম - ২০২০

০২মোঃ রানা আহম্মেদ - ২০২১

০৩মোঃ রানা আহম্মেদ ২০২২

০৪এম,এইচ,অয়েজ কুরুনী - ২০২৩-২০২৪

 

উপদেষ্টা কমিটির পূর্নাঙ্গ তালিকা :

 

০১. মোঃ মনিরুজ্জামান  - চেয়ারম্যান

০২, মোঃ আরিফ হোসেন  - ভাইচ-চেয়ারম্যান

০৩. মোঃ রাশেদ সরোয়ার  - পরিচালক ম্যাসেজ কালচার