রাজশাহী জেলা পূর্ব
মন্তব্য প্রবিবেদন:
(গোষ্ঠী সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস ও প্রতিষ্ঠাকালিন তথ্য)
আলহামদুলিল্লাহ। পদ্মা বিধৌত বরেন্দ্র ভুমি রাজশাহীর ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী অন্বেষা শিল্পী গোষ্ঠী । ২০০১ সালে তৎকালীন রাজশাহী জেলা পূর্ব চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান এর উদ্যোগে অল্প সংখ্যক শিল্পীদের নিয়ে পথচলা শুরু হয় অন্বেষা শিল্পীগোষ্ঠী।
পরবর্তীতে ২০০৪ সালে তৎকালীন পরিচালক সাঈদ নজরুল এর পরিচালনায় অন্বেষা শিল্পীগোষ্ঠীর প্রথম অডিও অ্যালবাম ”নতুন দীপ্ত” প্রকাশিত হয়। এই অ্যালবামে কন্ঠ দিয়েছেন অন্বেষা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
এর পরবর্তীতে শিল্পী সংগ্রহের প্রক্রিয়া অবরিতস চলমান। ২০১০ এর পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূল হওয়ায় শিল্পীগোষ্ঠীর কাজ কিছুটা বিঘ্ন ঘটে । ২০১৭ সালে নতুন ভাবে আবার শিল্পীগোষ্ঠীকে গুছিয়ে নেয়ার চেষ্টা করা হয়। শিল্পীগোষ্ঠীর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইত্যাদি তৈরি করে শিল্পীগোষ্ঠীকে সক্রিয় করে তোলার চেষ্টা করা হয়। কিছু শর্ট ফিল্ম তৈরী করা হয়।
বর্তমানে শিল্পী সংগ্রহের এবং প্রশিক্ষণের কাজ চলমান। সেই সাথে গান ও আবৃত্তি এর কভার করে আপলোড করা হচ্ছে। ইনশাআল্লাহ অতি দ্রুত অন্বেষা শিল্পীগোষ্ঠী দেশের অন্যতম বৃহত্তম শিল্পীগোষ্ঠী হিসেবে গড়ে উঠবে।
প্রতিষ্ঠাকাল: ২০০১ সাল
বিভাগসমূহ: সঙ্গীত ও আবৃত্তি
শিল্পীগোষ্ঠীর স্থায়ী মোবাইল নম্বর: 01611-029649
গোষ্ঠীর অধীনে থানাভিত্তিক কয়টি উপশাখা রয়েছে : ১৩ টি
গানের অডিও অ্যালবাম : ১ টি -গানের সংখ্যা : ১৪ টি- অ্যালবামের নাম সমূহ- নতুন দ্বীপ্ত
থিয়েটার তথ্য= ৩টি- সংখ্যা=৩ টি - নাম সমূহ= আজরাইলের সাথে বাহাদুরি, ইতালি ফেরত কোয়ারেন্টাইন চাচা, গ্রাম্য সালিশ
গোষ্ঠীর টেকনিক্যাল তথ্য সমূহ:
অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস:
onnesasilpigosthi@gmail.com
অফিসিয়াল ইউটিউব চ্যানেল :
https://www.youtube.com/channel/UCqqxmmfH1uA7A15qijZB1wA
ফেসবুক আইডি :
www.facebook.com/Onnesha Silpigosthi
ফেসবুক পেইজ :
www.facebook.com/ অন্বেষা শিল্পীগোষ্ঠী
সাবেক পরিচালকদের তালিকা ও সময়কাল:
০১.অধ্যাপক কামারুজ্জামান - ২০০১
০২.মো. সাঈ’য়েদ নজরুল - ২০০৪
০৩.আব্দুল মতিন - ২০০৫
০৪.মারুফ খান মানিক - ২০০৬
০৫.জাহিরুল ইসলাম - ২০০৮
০৬.সালাহ্ উদ্দীন মানিক - ২০০৯
০৭. গোলাম মোরশেদ - ২০১০
০৮. আনোয়ারুল ইসলাম সেন্টু - ২০১৪
০৯. মো. নজরুল ইসলাম - ২০১৭
১০. মো. শাহীন আলম - ২০১৮
১১. আব্দুল আলিম - ২০১৯,২০২০
১২. মো. নাসিম আলি - ২০২১,২০২২
১৩. মো. বুরহান কবির - ২০২৩
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
