বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়

গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি

 

 

প্রতিষ্ঠাকাল : ২৫ অক্টোবর ১৯৮৫

বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

 

 

প্রতিষ্ঠার ইতিহাস ও বিকাশ :

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ, বহু রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার রাজশাহী বিশ্ববিদ্যালয়। গোটা আশির দশক ও নব্বইয়ের দশকের শুরুতে এই বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশে ছিল রুদ্ধ। অতঃপর একটি আদর্শবাদী সংগঠনের দীর্ঘ আন্দোলনের ফলে এই বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক পরিবেশের এক অপূর্ব নজির। ফলশ্রুতিতে, এক দল সত্যাশ্রয়ী তরুণ সোনালী সকালের প্রত্যাশায় সংস্কৃতির বিপরীতে দুর্বার যাত্রা শুরু করে। গড়ে তোলে ইসলামী ও মননশীল সংস্কৃতির ঝান্ডাবাহী সংগঠন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

১৯৮৫ সালের শেষের দিকে (২৫শে অক্টোবর,১৯৮৫) সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে কার্যক্রম আরম্ভ করে ১০ মার্চ ১৯৮৬ সালে। অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সংস্কৃতির অনুপ্রাণন এবং মননশীল চিন্তা-চেতনা ও বিশ্বাসের সিঁড়ি বেয়ে এগিয়ে চলে বিকল্প। স্বল্প সময়ের ব্যবধানে তৌহিদী জনতাকে মুগ্ধ করে বিকল্পের সব আয়োজন। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার কারনে বিকল্পের তৎপরতা কিছুটা স্থবির হয়ে পড়ে। এভাবে কেটে যায় আশির দশকের শেষ ক’টি বছর। ১৯৯০ সালে পুনারায় বিকল্প নতুন উদ্যমে কার্যক্রম শুরু করে।

বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নামকরণ করেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল লতিফ।

 

সংস্কৃতি ব্যক্তি ও সমাজের দর্পন। এই দর্পণে উদ্ভাসিত হয় ব্যাক্তিমানস ও জাতিগত ঐতিহ্য। সংস্কৃতির মাধ্যমেই কোন জাতিকে সুন্দর পরিশীলিত বার্বর-অসভ্য হিসেবে চিহ্নিত করা হয়। যে কারণে ব্যক্তি ও সমাজ জীবনে সংস্কৃতির ব্যাপক গুরুত্ব রয়েছে। সুষ্ঠু-সুন্দর সংস্কৃতি মানুষের জীবনের দৃষ্টিভঙ্গিকে শৈল্পিক,মোহনীয় এবং প্রাণময় করে। আবার অপরিশীলিত বিকৃত সংস্কৃতি জীবনের চেতনা, অনভূতি-অনুরাগ সর্বোপরি, জীবনাচরণকে পরিশোধিত না করে উদ্ভট, অমার্জিত ডালাডোলে ছুঁড়ে ফেলে। তাই এ কথা অনায়াসে বলা চলে, সংস্কৃতির সাথে জীবনের সম্পর্ক বড় নিবিড়, বড় সমন্বয়মূলক। সংনস্কৃতি ছাড়া জীবনকে পূর্ণতার নদীতে ভাসানো সহজ নয়।বিশ্বাসী জনতার মাঝে সুষ্ঠ-সুন্দর কাঙ্খিত শিল্প-সাহিত্য ও সংস্কৃতির সু-বাতাস সৃষ্টি করতেই জন্ম হয়েছিল বিপল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

 

বিভাগসমূহ:

 

  1. অগ্নিবীণা
  2. রাবি নাট্য
  3. আবৃত্তি
  4. কিশোর
  5. শিল্প
  6. কিরাত
  7. কথন
  8. কিডস্
  9. নাসাস

 

শিল্পীগোষ্ঠীর স্থায়ী মোবাইল নম্বর:

অফলাইন:  ০১৩২৪-৫৪৬৮৬২

 

গোষ্ঠীর অধীনে থানাভিত্তিক কয়টি উপশাখা রয়েছে : ৯ টি

সাংস্কৃতিক উৎসব (সংখ্যা ও নাম):  ১টি ,শহীদের চিঠি

 

গানের অডিও অ্যালবাম  ২৩ টি  -গানের সংখ্যা : ২৫০ টি:

হেরার পথে, রক্তে আকাঁ পথ, আলোর পরশ, সোনার নোলক, দিশা , হৃদয় দোলে, নকীব, দৃপ্ত শপথ, মেঘের ভেলা , সকাল বেলার রবি, মদিনারই পথ, ফুটবো পাঁপড়ী মেলে, যেতে হবে বহুদূর, রহম ঝরা সিয়াম , বিশ্বাসের সুর, সত্যের আহ্বান, সবুজ মতিহার , মননের ছন্দ, এক মুঠো রোদ, বিবেকের দ্বার খোলো , রক্তে রাঙা মতিহার, শান্তির বার্তা, ও আমার মা ।

 

গানের ভিজুয়্যাল অ্যালবাম  ১ টি - অ্যালবাম নাম: শান্তির বার্তা

 

টেলিফিল্ম  ১টি-  অ্যালবাম নাম: অবশেষে

 

শর্টফিল্ম  ১৬ টি- নাম:

১. সাউন্ড ওফ ফ্রিডম ফাইটার, ২. ব্লকড ৩. রিয়েলিটি ৪. গন্তব্য ৫. নীল কূপী ৬. খুশির ঘরে নেই খুশী ৭. ব্লু হোয়েল গেম  ৮. অপেক্ষা  ৯. ভেজা চিঠি  ১০. নিক্তি ১১. তাকওয়া   ১২. দালাল  ১৩. অনুতাপ ১৪. সিয়ামের ডাক  ১৫. ফানি ইদ বাজার  ১৬. অর্জন ।

 

টিভি নাটক: ১টি- নাম: অবশেষে

মঞ্চ নাটক: ৫০টি- নাম সম‍‍হ:

 

শপথ,কলেজ-হোস্টেল ,যে খুন ছড়াবে আগুন, তাহের আলী, রক্তের দাগ,আর্তনাদ ,প্রতিশোধ, বাবার বিয়ে, নীল নকশা, মাইল স্টোন, সূত্র পাত, শৃঙ্খলিত সূর্য, আজকের দিনকাল, ফোকাস লট, রক্ত চোষা, যদি লাইগা যায়, অবশেষে , ইঙ্গিত, ঘোড়া, রসুল পুরের গল্প, মাইল ফলক, একটি  স্বপ্নের অপমৃত্যু, স্বাধীনতার ওপিঠ, ভেজাল, পন্ড শ্রম, করণ কারক, কবর, ক্যালিগুলা ইত্যাদি ।

 

নাটকের পান্ডুলিপি  টেলিফিল্ম (সংখ্যা ও নাম)  টিভি নাটক (সংখ্যা ও নাম)  মঞ্চ নাটক (সংখ্যা ও নাম)

  ১-অবশেষে  ১- অবশেষে

 

গোষ্ঠীর টেকনিক্যাল তথ্য সমূহ:

 

  • অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস: bikolpo.ruoffice@gmail.com
  • অফিসিয়াল ইউটিউব চ্যানেল : bikolpo.ru85@gmail.com
  • ফেসবুক আইডি : bikolpo.ru85@yahoo.com
  • ফেসবুক পেইজ : বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, রাবি
  • ওয়েবসাইট : bikolpo.ru85@gmail.com
  •  
  • গোষ্ঠীর নিজস্ব কম্পিউটার/প্রিন্টার/স্ক্যানার/ক্যামেরা থাকলে সংখ্যা ও বর্তমান অবস্থা :
  1. টি কম্পিউটার- অফিস রুমে আছে
  2. টি ক্যামেরা- অফিস রুমে আছে

......................................................................................................................

 

  • গোষ্ঠীর নিজস্ব পাঠাগার সংখ্যা ও পাঠাগারে নিবন্ধিত বই সংখ্যা : ১ টি - ১০৫ টি
  • গোষ্ঠীর নিজস্ব অফিস আছে কিনা (থাকলে বিবরণসহ, স্থায়ী/অস্থায়ী) : রাকসু ভবন ২য় তলা স্থায়ী

 

  • বিগত সময়ে সসাস কতৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিত (সেরাদের সেরা, নাট্য উৎসব, বিশ্বাসী কথা সুর, সহ অন্যান্য) আয়োজন সমূহে উল্লেখযোগ্য সাফল্য:

 

  1. কবর - নাট্য বিভাগ - নাটক  ১ম
  2. ক্যালিগুলা - নাট্য বিভাগ - নাটক  ১ম
  3. সেরাদের সেরা -  সঙ্গীত বিভাগ - সঙ্গীত   ২য়
  4. বিশ্বাসী কথা সুর - সঙ্গীত বিভাগ - সঙ্গীত
  5. জাতীয় সাংস্কৃতিক সম্মেলন (২০০২) - সঙ্গীত বিভাগ-  সঙ্গীত  ৩য়
  6. জাতীয় শিক্ষা সপ্তাহ (২০০২) -  আবৃত্তি বিভাগ - আবৃত্তি  স্বর্ণ পদক
  7. জাতীয় শিক্ষা সম্মেলন (২০০৪) - সঙ্গীত বিভাগ - সঙ্গীত ২য়

 

বিগত সময়ে বিভিন্ন টেলিভিশনে আয়োজিত রিয়েলিটি শো (সেরাদের সেরা,লক্ষ প্রানের সুর,গাহি সাম্যের গান,ইসলামিক জিনিয়াস,আলোকিত জ্ঞানী,কোরআনের আলো ইত্যাদি) উল্লেখযোগ্য সাফল্য।

 

  1. আমিরুল মোমেনিক মানিক - সঙ্গীত - ওয়ামী - শ্রেষ্ঠ শিল্পী
  2. হাসিব কিবরিয়া - সঙ্গীত - সেরাদের সেরা - ৩য়
  3. এনাম  খান - সঙ্গীত - লক্ষ প্রানের সুর - ১ম
  4. আশিক উজ্জ্বল - সঙ্গীত - ভয়েস অফ ইসলাম - ২য়
  5. জোনান হোসাইন - অভিনয়  - সেরাদের সেরা - ৪র্থ
  6. জুয়েল রানা - অভিনয় - সেরাদের সেরা - ২য়
  7. সালাউদ্দিন - অভিনয় - সেরাদের সেরা - ১ম
  8. হাসিব কিবরিয়া - সঙ্গীত  - ইসলামিক অলিম্পিয়াড
  9. মোজাহিদ - সঙ্গীত - জাতীয় সাংস্কৃতিক সম্মেলন (২০০৪) - শ্রেষ্ঠ শিল্পী
  10. এ.এইচ রাজিব - শর্ট ফিল্ম - শর্ট ফিল্ম প্রতিযোগীতা - ১ম

 

সাবেক পরিচালকদের তালিকা:

 

  1. মোঃ ইয়াহিয়া সেলিম - ১৯৯৪ জানু- ১৯৯৪ ডিসেম্বর
  2. মোঃ হারুনুর রশিদ - ১৯৯৫ জানু- ১৯৯৫ ডিসেম্বর
  3. আব্দুল মান্নান - ১৯৯৬ জানু- ১৯৯৬ ডিসেম্বর
  4. মোঃ আতাউর রহমান - ১৯৯৭ জানু- ১৯৯৭ ডিসেম্বর
  5. মোঃ সেতাউর রহমান - ১৯৯৯ জানু- ১৯৯৯ ডিসেম্বর
  6. মোঃ আব্দুল কুদ্দুস - ২০০০ জানু- ২০০১ ডিসেম্বর
  7. মোঃ সোয়াইব হুসাইন - ২০০২ জানু- ২০০২ ডিসেম্বর
  8. মোঃ আব্দুল ওয়াদুদ - ২০০২ জানু- ২০০৩ ডিসেম্বর
  9. মোঃ আমিরুল মোমেনীন মানিক - ২০০৪ জানু-২০০৫ জুন
  10. মোঃ আব্দুল্লাহীল কাফী - ২০০৫ জুলাই- ২০০৫ ডিসেম্বর
  11. মোঃ মাসুদুর রহমান - ২০০৬ জানু- ২০০৬ ডিসেম্বর
  12. মোঃ আব্দুর রাজ্জাক - ২০০৭ জানু -২০০৭ ডিসেম্বর
  13. মোঃ নবাব নাসির - ২০০৮ জানু -২০১০ ডিসেম্বর
  14. মোঃ জাহাঙ্গীর - ২০১১ জানু- ২০১২ জুন
  15. মঈন উদ্দীন বকুল - ২০১২ জুলাই -২০১৩ ডিসেম্বর
  16. মোঃ মাহ্দী হাসান - ২০১৪ জানু- ২০১৫ জুলাই
  17. মোঃরাশেদুল হাসান - ২০১৫ জুলাই- ২০১৬ জুলাই
  18. মোঃ নজরুল ইসলাম - ২০১৬ আগষ্ট -২০১৭ ডিসেম্বর
  19. মোঃ ওয়ালী হায়দার - ২০১৮ জানু -২০১৯ ডিসেম্বর
  20. এনাম খান - ২০১৯ জানু- ২০১৯ ডিসেম্বর
  21. আল আমীন - ২০২০ জানু-২০২০ জুন
  22. নূরুল হুদা সিদ্দিকী - ২০২০ জুলাই -২০২১ ডিসেম্বর
  23. ইয়াছিন আল আরাফাত - ২০২২ জানু- ২০২২ ডিসেম্বর
  24. আবু মুসা ফারুকী - ২০২৩ জানু- ২০২৩ ডিসেম্বর

 

 

উপদেষ্টা তালিকা:

 

  1. অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ - প্রধান উপদেষ্টা
  2. অধ্যাপক ড. সেতাউর রহমান- সাধারণ উপদেষ্টা
  3. অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস- সাধারণ উপদেষ্টা
  4. অধ্যাপক ড. জাহিদুল ইসলাম- সাধারণ উপদেষ্টা
  5. অধ্যাপক ড. কামাল হোসেন- সাধারণ উপদেষ্টা
  6. অধ্যাপক ড. শফিকুল ইসলাম- সাধারণ উপদেষ্টা
  7. অধ্যাপক ড. আব্দুল আল মামুন- সাধারণ উপদেষ্টা
  8. অধ্যাপক ড. নিজাম উদ্দিন- সাধারণ উপদেষ্টা
  9. অধ্যাপক ড. রেদোয়ানুর রহমান- সাধারণ উপদেষ্টা
  10. অধ্যাপক ড. হোসাইন আহমেদ মেহেদী- সাধারণ উপদেষ্টা