উপকূলীয় জনপদের দাবী নিয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর প্রযোজনা ও পরিবেশনায় নতুন একটি প্রতিবাদী গান-
❝ ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ চাই ❞
• কথা- ওরাকা বিন বাশার
• সুর- নিয়ামুল ইসলাম
••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••
পাজরের ভাঁজ দিয়ে লড়েছি অনেক
বারবার প্রতিবার বাঁধ ভেঙে যায়
উপকূল জনপদে দাবি একটাই
ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ চাই
বানভাসি মানুষের কান্নার ধ্বনি
জীবনের মাঝে আনে শুধু সংশয়
দূর্যোগে আর কতো হারাবে মানুষ
ঘর বাড়ি জীবনের সেরা সঞ্চয়
প্রাণীদের মনে আজ ভীরুতার বাস
মৃত্যুর ডাক মনে যায় শিহরায়
তোমরা কি দেখো না আমাদের কষ্ট
অশ্রু ভেজা এই কান্না লগন
ঝঞ্ঝা ঝড়ের এই বিভীষিকাময়
দেখো না কি আমাদের ব্যাথার মগন
নিয়তির বাঁধ ভেঙে তবু লড়ে যায়
প্রাণপণ শক্তিতে খুঁজে নিতে নীড়
বজ্রের ঝড় ঠেলে রচে ইতিহাস
লড়ে যায় যত আছে উপকূলবীর
সৃষ্টির উল্লাসে এসো সকলেই
স্বপ্ন সাথী হয়ে দাঁড় টেনে যাই
••••••••••••••••••••••••••••••••••••••••••
• রেকর্ড- ইনোভেশন স্টুডিও
• সাউন্ড ডিজাইন- আমির হামযা
• ভিডিও ও GFX- সাইফুল ইসলাম
• সম্পাদনা- কামরুল হাসান
• শিল্পী-
রাশেদুল ইসলাম, ডি এম যুবায়ের ইসলাম ,আবু জার গিফারী, হুজ্জাতুল ইসলাম, মিফতাহ গালিব
• সহযোগিতায়-
মুরসালিন সরকার, জাকির হোসাইন, তারিকুল ইসলাম, ওয়াহেদুজ্জামান আহমেদ, আরিফ হোসেন সবুজ
• পরিচালনায়-
রাশেদুল ইসলাম
• নির্বাহী প্রযোজক-
আহমাদ তাওফিক
• প্রযোজনা ও পরিবেশনা- সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
