অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ

কক্সবাজার শহর।

অপসংস্কৃতির গোলামী হতে মানবতার পরিত্রাণ,

সুস্থ সংস্কৃতির মুক্ত আকাশে আমরা আছি অনির্বাণ

 

প্রতিষ্ঠাকাল: ৮ ফেব্রুয়ারি ১৯৭৮সাল

অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ

 

 

প্রতিষ্ঠার ইতিহাস ও বিকাশ :

এই দেশের মানুষের প্রাণের সংস্কৃতির শাশ্বত ইসলামী মূল্যবোধের সংস্কৃতি। আদর্শবাদী এই সোনালী সংস্কৃতির উচ্চকিত চেতনা ছড়িয়ে দিতেই ৮ই ফেব্রুয়ারি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় কক্সবাজার জেলার একমাত্র সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

 

বিশিষ্ট সংস্কৃতির পৃষ্ঠপোষক কবি ও শিল্পী মতিউর রহমান মল্লিক কক্সবাজার সফরে আসলে এই সংগঠনের নামকরণ করা হয়। বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের পথিকত সংগঠন হিসাবে অনির্বাণের নাম সর্বজনবিদিত।

 

তখন খুবই ভালো ভাবে আমাদের কার্যক্রম চলমান ছিলো, সফলতার সাথে সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছিলাম। মধ্যখানে সাংগঠনিক কিছু ভাইদের দায়িত্ব দেওয়ার কারণে সাংস্কৃতিক কার্যক্রম চালাতে কষ্ট হয়েছিলো।

 

আলহামদুলিল্লাহ,

এখন আমাদের প্রাণের সংগঠন অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আগের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা অবিরত।

 

  • সম্ভবনার দিক:
  1. আমাদের এখন অফিস আছে নির্দিষ্ট স্থানে।
  2. নিয়মিত শিল্পীদের ক্লাস পরিচালনা হয়।
  3. শিশু-কিশোরদের আলাদা ক্লাসের সু-ব্যবস্থা রয়েছে।
  4. দক্ষ্য প্রশিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা করা হয়।
  5. শিশুদের অভিভাবকদের আলাদা ভাবে বসার জন্য সু-ব্যবস্থা রয়েছে।
  • সর্বপরি:

অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আগামীতে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে

বিজয়ের মুকুট ছিনিয়ে আনার জন্য দক্ষ্য শিল্পীদের তালিম দেওয়ার চেষ্টা করছি।

 

  • বিভাগসমূহ:
  1. গান, অভিনয়, আবৃত্তি/উপস্থাপনা, তেলাওয়াত, চিত্রাঙ্কান
  • শিল্পীগোষ্ঠীর স্থায়ী মোবাইল নাম্বার:
  1.  ০১৭৩৬-৫১৮৬২৬(পরিচালক)
  • অ্যালবাম তথ্য:

 

  1. অডিও অ্যালবাম -১টি - গানের সংখ্যা- ৬টি
  2. ভিজুয়্যাল অ্যালবাম- ১টি - গানের সংখ্যা- ৭টি - অ্যালবাম নাম- আলোর পানে
  • গোষ্ঠীর টেকনিক্যাল তথ্য সমূহ-

 

  • অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস: 
  1. onirbancoxcity@gmail.com
  • অফিসিয়াল ইউটিউব চ্যানেল:
  1. Onirban Shilpigosthi
  • ফেসবুক আইডি:
  1. অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ
  • ফেসবুক পেইজ:
  1. অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ-কক্সবাজার

 

  • গোষ্ঠীর নিজস্ব পাঠাগার সংখ্যা ও পাঠাগারে নিবন্ধিত বই সংখ্যা:
  1. পাঠাগার সংখ্যা-১টি
  2. বই সংখ্যা: ১৩০টি

 

  • গোষ্ঠীর নিজস্ব অফিস আছে কিনা(থাকলে বিবরণসহ, স্থায়ী/অস্থায়ী) :
  1. আছে (মালিককে গানের স্কুলের অফিস বলে নেওয়া হয়েছে- অস্থায়ী)

 

  • বিগত সময়ে সসাস কতৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতা

(সেরাদের সেরা, নাট্য উৎসব, বিশ্বাসী কথা সুর, সহ অন্যান্য) আয়োজন সমূহে উল্লেখযোগ্য সাফল্য:

 

  1. মোহাম্মদ মিনার উদ্দিন -

(খ-বিভাগ) -১০ম (বিশ্বাসী কথা সুর)

 

  1. মোহাম্মদ শাহ নেওয়াজ -

(খ-বিভাগ) -৯ম (বিশ্বাসী কথা সুর)

 

  • সাবেক পরিচালকদের তালিকা:

 

  1. মরহুম নুরুল আলম হেলালি- সময়কাল- ১৯৭৮সাল
  2. এড. ফিরুজ আহমদ-১৯৮১
  3. অধ্যাপক ফরিদুর আলম- ১৯৮৬
  4. কে. ডি. এম শাহনেওয়াজ-১৯৯০
  5. মাওলানা জামাল উদ্দিন- ১৯৯১
  6. মোহাম্মদ শাহ জাহান- ১৯৯২
  7. মাওলানা রফিক বিন সিদ্দিক-১৯৯৫
  8. মোহাম্মদ শাহ জাহান কুতুবী- ১৯৯৮
  9. জালাল আহমদ- ১৯৯৯
  10. হুমায়ুন কবির সিকদ্দার- ২০০০
  11. সিরাজুল কবির-২০০২
  12. আজিজুর রহমান- ২০০৪
  13. ফয়সাল উদ্দিন চৌধুরী-২০০৫
  14. মাওলানা ওসমান গণি-২০০৭
  15. আকতার হোসাইন-২০০৮
  16. জাবেরুল গণি- ২০০৯
  17. আবদু জব্বার-২০১০
  18. আতিকুর রহমান সুজন-২০১২
  19. জিল্লুর রহমান- ২০১৩
  20. জাহেদুল গণি- ২০১৪
  21. জহিরুল মোস্তাফা- ২০১৫
  22. নুরুল আমিন- ২০১৬
  23. ফারুক হাসান- ২০১৭
  24. আব্দুল আলিম- ২০১৭
  25. মোহাম্মদ আব্দুল্লাহ জহির-২০১৮
  26. মোহাম্মদ শামসুল ইসলাম- ২০১৯
  27. মোহাম্মদ আব্দুল্লাহ- ২০২০
  28. মোর্শেদুল ইসলাম মাহির- ২০২২
  29. মোহাম্মদ মিনার উদ্দিন- জুন'২৩-জুলাই'২০২৪