কুরআনের হরফ নিয়ে চমৎকার গান | প্রতিটি হরফ যেন

দেশের বাছাইকৃত শিল্পীদের নিয়ে কিডস ভিশন এর প্রযোজনা ও পরিবেশনায় কুরআন নিয়ে চমৎকার একটি গান-

 

❝ প্রতিটি হরফ ❞

• কথা ও সুর- গোলাম মাওলা

• অডিও কম্পোজ- পারভেজ জুয়েল

• অডিও সুপারভিশন- মাহফুজ বিল্লাহ শাহী

 

••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••

 

প্রতিটি হরফ যেন হীরা মণি মুক্তা দানা

যত পারো নাও ধরে নাও

এই নুরে হৃদয় ভরাও

অমীয় সুধায় ভরা পবিত্র কুরআন খানা

 

কুরআনের আলোক ছটায়

হয় যদি মন আলোময়

রহমের পরশ পেয়ে

চিত্ত সুশীতল রয়

কি মধুর বাণী অনুপম

দিবা রাত যপি হরদম

যত পড়ি হয় না তো শেষ

কুরআনের মর্ম জানা

 

হক্ব বাতিলের যত পথ

চিনতে পারে যে আলো

আমার মননে প্রভু

কুরআনের সে আলো জ্বালো

 

মানুষের জন্য কুরআন

মহান রবের সেরা দান

কুরআনের মাঝে রয়েছে

বিপদের শেষ সমাধান

সকলেই কুরআন মানো

কুরআনেই শান্তি জানো

এরই মাঝে খুঁজে পাবে ঠিক

মুক্তির শেষ ঠিকানা

••••••••••••••••••••••••••••••••••••••••••

 

• শিল্পী-

আব্দুল্লাহ, নাজিল, তাহমিদ, নাঈম, সাব্বির, বায়জিদ

 

• সহ. শিল্পী-

তানভীর, ওয়াফি

 

• অভিনয়-

জাকির হোসাইন, হুজ্জাতুল ইসলাম, তানজিমুল হাসান, নুরুল আমিন

 

• ভিডিও ডিরেক্টর-

আলম মোরশেদ

 

• সিনেমাটোগ্রাফি-

সি এম মামুন

 

• লাইট-

রতন মোল্লা

 

• সহযোগিতায়-

রাশেদুল ইসলাম, ডি এম যোবায়ের ইসলাম, ওয়াহেদুজ্জামান আহমেদ, আবু জার গিফারী, মুরসালিন সরকার, তরিকুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম

 

• কৃতজ্ঞতায়-

অনুপম সাংস্কৃতিক সংসদ, ঢাকা

উচ্চারন শিল্পীগোষ্ঠী, ঢাকা

অনির্বাণ শিল্পীগোষ্ঠী, কক্সবাজার

তুরাগ শিল্পীগোষ্ঠী, গাজীপুর

 

• পরিচালনায়-

জাকির হোসাইন

 

• নির্বাহী প্রযোজক-

আহমাদ তাওফিক

 

• প্রযোজনা ও পরিবেশনা- কিডস ভিশন