বিদ্রোহী কবি কাজী নজরুলের বিখ্যাত গান-
❝ কারার ঐ লৌহ কপাট ❞
• কথা ও সুর- কাজী নজরুল ইসলাম
••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••
কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে
ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে
নাচে ওই কালবোশেখী
কাটাবি কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙরে তালা
যত সব বন্দী শালায় আগুন-জ্বালা,
আগুন-জ্বালা ফেল উপাড়ি
••••••••••••••••••••••••••••••••••••••••••
• পরিচালনায়- হাদিউজ্জামান বুলবুল
• সহ. নির্বাহী প্রযোজক- আতিক তাশরিফ
• নির্বাহী প্রযোজক- আহমাদ তাওফিক
• প্রযোজনা ও পরিবেশনা- সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat