সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)
সিরাতুন্নবী সা. উপলক্ষ্যে-
❝জাতীয় ক্যালিগ্রাফি প্রতিযোগিতা-২০২৩❞

• নিয়মাবলি:
০১। রাসুল সা. এর যে কোন একটি হাদিস ক্যালিগ্রাফি করে পাঠাতে হবে।
০২। ক্যালিগ্রাফি বাংলা ও আরবী উভয় ফন্টে হতে পারে।
০৩। ক্যানভাস/পেপার সাইজ মিনিমাম ১৫”X২০” ইঞ্চি হতে হবে।
০৪। প্রতিযোগিতায় ১০ জনকে পুরষ্কৃত করা হবে
০৫। ক্যানভাসে এক্রেলিক রং এবং পেপারে জলরং ব্যবহার করতে হবে।
০৬। ক্যালিগ্রাফির সাথে প্রতিযোগির নাম, পিতার নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নামসহ বিস্তারিত ঠিকানা পাঠাতে হবে।
০৭। ক্যালিগ্রাফি পাঠানোর সর্বশেষ সময়: ০৫ অক্টোবর’২৩।
০৮। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মগবাজার শাখায় ক্যালিগ্রাফি পাঠাতে হবে-
আবু জার গিফারী,
মোবাইল:০১৩২৮-৩৬৬৪৩২
০৯। প্রতিযোগিতার ফলাফল এসএমএস-এর মাধ্যমে বিজয়ীদের জানানো হবে এবং সসাসের ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।
১০। প্রতিযোগিতা দুই গ্রুপে অনুষ্ঠিত হবে-
(ক) ৫ম-দ্বাদশ শ্রেণি,
(খ) অনার্স-মাস্টার্স শ্রেণি ।
★বিস্তারিত জানতে পোষ্টার দেখুন এবং যোগাযোগ করুন:
আবু জার গিফারী
মোবাইল: ০১৩২৮-৩৬৬৪৩২
টেলিগ্রাম আইডি: t.me/Bnkbvvh
আয়োজনে-

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
