দর্পণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

দর্পণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম


সবুজের স্নিগ্ধতায় হৃদয়ের মুগ্ধতা। প্রাণে প্রাণে বেজে উঠে নতুন সৃষ্টির উল্লাস। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অদূরে পাহাড়ের পাদদেশে সমুদ্রের কূলঘেষে, সবুজ শ্যামল ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে গড়ে উঠে দর্পণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ (IIUC)। দর্পণ তার সৃজনশীল কাজের জন্য বৃহত্তর চট্টগ্রামের মানুষের হৃদয়ে স্থান করে নেয় । এক ঝাঁক কর্মতৎপর সাংস্কৃতিক কর্মীর নান্দনিক পরিবেশনায় দক্ষিণ বঙ্গে দর্পণ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের সুস্থ বিনোদনের একমাত্র জায়গা দর্পণ। সুন্দর মঞ্চ পরিবেশনার জন্য বিভিন্ন সময়ে দর্পণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার ও সম্মাননা পেয়েছে।


বিভাগ সমূহ

০১. সংগীত বিভাগ

০২. থিয়েটার বিভাগ
০৩. আবৃত্তি বিভাগ
০৪. তিলাওয়াত বিভাগ
০৫. কিশোর বিভাগ
০৬. শিশু বিভাগ
০৭. রঙতুলি


নাটক মঞ্চায়ন
০১. আত্মযাপিত
০২. মুকুড় বিড়ম্বনা
০৩. সীমান্তের কান্না

৪. চাবি
০৫. বাঁধ
০৬. আর্তের জাগরণ

০৭. সত্যের খোঁজে

 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ফর ইউ (For you)


প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালকবৃন্দ
০১. এ্যাড. ফখরুল ইসলাম (জানু ০৬-ডিসেম্বর - ০৬)

০২. ইমাম হোসেন (ডিসেম্বর ০৬ ডিসেম্বর ০৭ )

০৩. মাহবুবুর রহমান (ডিসেম্বর ০৭- ডিসেম্বর ০৮ )

০৪. নিজাম উদ্দিন (ডিসেম্বর ০৮ ডিসেম্বর ০৯)

০৫. মাহবুবুর রহমান (ডিসেম্বর ০৯- ডিসেম্বর ১১)

০৬. নেয়ামত উল্যাহ (ডিসেম্বর ১১- ডিসেম্বর ১৩)

০৭. মাজহারুল ইসলাম (জানু ১৪- জুন ১৬)

০৮. মুনাজ্জির আহমেদ (জুলাই ১৬- ডিসেম্বর ১৬)

০৯. মাজহারুল ইসলাম (ডিসেম্বর ১৬ থেকে বর্তমান)