মোহনা শিল্পীগোষ্ঠী

চাঁদপুর

“শেকড়ের সন্ধানে আমরা মোহনা”


মোহনা শিল্পীগোষ্ঠী

চাঁদপুর


আসাম বাংলার প্রবেশ দ্বারে খ্যাতনামা বন্দর নগরী হিসেবে সুপরিচিত চাঁদপুর। বর্তমানে সমগ্র বাংলাদেশে ইলিশের রাজধানী হিসেবে পরিচিত চাঁদপুর। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিন নদীর মোহনায় এ অঞ্চলের মানুষের বসবাস। অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে নদীর ঢেউয়ের ন্যায় এ অঞ্চলের মানুষ যখন গ্রাস হয়ে নৈতিক অবক্ষয়ে শেষ সীমান্তে পৌঁছে যাচ্ছিল ঠিক তখনই কিছু মেধাবী তরুণ, সুস্থ সংস্কৃতি প্রেমী যুবক ২০০৫ সালের ১২ই ডিসেম্বর বিকাল ৫টায়, স্থানীয় এক মিলনায়তনে একত্রিত হয়ে সিন্ধান্ত গ্রহণ করে একটি শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠার। তৎকালীন চেয়ারম্যান জনাব পারভেজ মোতালেব এর নামকরণ করেন “মোহনা শিল্পীগোষ্ঠী, চাঁদপুর”। এর কিছু দিন পর ২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি পরিচালক ইব্রাহীম খলিল, সহকারী পরিচালক- মোহাম্মদ হোসাইন, অফিস সম্পাদক- মোহাম্মদ সামছুদ্দিন সহ মাত্র তিন জন ভাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। আমাদের পথচলার পঞ্চম বছরে ২০১০ সালে ১ম অ্যালবামে উপদেষ্টা মন্ডলী সদস্য বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস.এম. আনোয়ারুল করিমের কথা ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইব্রাহীম খলিলের সুরে “ইলিশের রাজধানী আমার প্রিয় চাঁদপুর আমার রূপসী চাঁদপুর” গানটি প্রচারের মাধ্যমে চাঁদপুর সহ সমগ্র দেশে চাঁদপুরকে তুলে ধরার কারণে আলোড়ন সৃষ্টি হয়েছে। মোহনা শিল্পীগোষ্ঠী তার নিয়মিত কাজের পাশাপাশি জাতীয় দিবস সমূহে পথ নাটক, আলোচনা সভা, র‍্যালী, প্রতিযোগিতা, বিভিন্ন টিভি চ্যানেলে গান পরিবেশন সহ নানারকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

 

বিভাগ সমূহ
তেলাওয়াত
সংগীত
থিয়েটার
আবৃত্তি

শিশু এবং

কিশোর বিভাগ


প্রকাশিত অ্যালবাম সমূহ
১। মন মোহনা ( ভিডিও - ২০১০)

২। মন হারিয়ে যায় ( ভিডিও - ২০১৬)


সাংস্কৃতিক উৎসব সমূহ
১. প্রথম সাংস্কৃতিক উৎসব ২০০৮

২. দ্বিতীয় সাংস্কৃতিক উৎসব - ২০১০
৩. তৃতীয় সাংস্কৃতিক উৎসব - ২০১৬ এবং

৪. চতুর্থ সাংস্কৃতিক উৎসব - ২০১৭ সাল 


প্রতিষ্ঠালগ্ন থেকে যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন
১। ইব্রাহীম খলিল (১০ ফেব্রুয়ারি ২০০৬ - ৫ই জুলাই ২০০৮)

২। মোহাম্মদ হোসাইন (৫ জুলাই ২০০৮ – ৮ জানুয়ারি ২০১১)

৩। জুবাইর হোসাইন (৮ জানুয়ারি ২০১১ - ৬ ফেব্রুয়ারি ২০১৪)

৪। সুলতান মাহমুদুল হাসান (৬ ফেব্রুয়ারি ২০১৪ - ৪ আগষ্ট ২০১৬)

৫। মোঃ ফরহাদ আলম (৪ আগস্ট ২০১৬ থেকে বর্তমান)