ধানসিঁড়ি সাহিত্য সাংস্কৃতিক সংসদ

ঝালকাঠি

“অপসংস্কৃতির মোকাবেলায় বিপরীত স্রোত মোরা আনবোই”


ধানসিঁড়ি সাহিত্য সাংস্কৃতিক সংসদ

ঝালকাঠি


প্রতিষ্ঠার ইতিহাস:
বিখ্যাত ধানসিঁড়ি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা বাংলার কলকাতা খ্যাত জেলা ঝালকাঠি। অপসংস্কৃতির সয়লাবে যখন মুসলিম ও দেশীয় সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে, ঠিক তখনই ইসলামি সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ কবি মতিউর রহমান মল্লিক এর নেতৃত্বে যাত্রা শুরু হয় সাংস্কৃতিক আন্দোলনের। তারই ধারাবাহিক একটি রূপ “ধানসিঁড়ি সাহিত্য সাংস্কৃতিক সংসদ”। “অপসংস্কৃতির মোকাবেলায় বিপরীত স্রোত মোরা আনবোই” এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফরিদুল হক সহ কয়েকজন সংস্কৃতিমনা ব্যক্তিত্বদের হাতের ছোঁয়ায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ঝালকাঠির ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠন “ধানসিঁড়ি সাহিত্য সাংস্কৃতিক সংসদ”। যার পূর্ব নাম ছিল “ঝালকাঠি দিশারী শিল্পীগোষ্ঠী”। সময়ের এই দীর্ঘ পরিক্রমায় “ধানসিঁড়ি সাহিত্য সাংস্কৃতিক সংসদ” অত্র অঞ্চলের সাংস্কৃতিক আন্দোলনে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। ধানসিঁড়ি সাহিত্য সাংস্কৃতিক সংসদ তার নিয়মিত কাজের পাশাপাশি জাতীয় দিবস সমূহে র‍্যালী, আলোচনা সভা, প্রতিযোগিতা সহ বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

 

বিভাগসমূহ

সংগীত

থিয়েটার
শিশু-কিশোর
কেরাত
আবৃত্তি ও

রং তুলি 


প্রকাশিত অ্যালবাম

ধানসিড়ির তীরে (অডিও)


মঞ্চায়িত নাটকসমূহ
১. স্বাধীনতা
২. মুক্তিযুদ্ধ
৩.বোকা জামাই
৪. মা ছেলে


প্রকাশিত গ্রন্থ/ম্যাগাজিন/সাময়িকী
“দিশারী” সহ বিভিন্ন নামে বিভিন্ন সময়ে ৪ টি দেয়ালিকা প্রকাশিত হয়েছে।


সাবেক পরিচালকবৃন্দ :
১.হাফেজ নুরুল আলম (প্রতিষ্ঠাকালীন পরিচালক) ১৯৮৯-১৯৯১

২. ডা:মু মুনিরুল ইসলাম (১৯৯২-১৯৯৫)

৩.মু.মন্জুরুল আলম (১৯৯৬-১৯৯৮)

৪. মু.আল আমিন (১৯৯৯-২০০৩)
৫. মু.আব্দুল্লাহ আল জাবির (২০০৪-২০০৫)

৬. মু.তারিক ইবনে হায়দার (২০০৬-২০০৮)

৭. মু.নিয়াজ মাখদুম (২০০৯)
৮. মু. অনিক হাসান (২০১০)
৯. মু.মাহমুদুল হক সুজন (২০১১)

১০. মু. সাইফুল ইসলাম সাঈফী (২০১২-২০১৬)

১১. মু.শামীম আহমেদ ( ২০১৭ - বর্তমান )