ডুয়েট-গাজীপুর
“সুস্থ সংস্কৃতির বিকাশ সাধন, উড়বে গগনে বিজয় কেতন”

পূর্বাচল কালচারাল একাডেমি
ডুয়েট-গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে ৩টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ১৯৮৬ সালে এটি বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বি. আই. টি) তে রূপান্তরিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে ২৪ ফেব্রুয়ারী, ২০০৪ । দেশের প্রকৌশল বিদ্যাঙ্গনে মননশীল সংস্কৃতির আলোকধারা ছড়িয়ে দিতে যাত্রা শুরু করে “পূর্বাচল সাহিত্য সাংস্কৃতিক সংসদ”। শুদ্ধ ধারার সংস্কৃতির প্রবাদ পুরুষ কবি মতিউর রহমান মল্লিক প্রদত্ত নামেই এর নামকরণ করা হয়। “সুস্থ সংস্কৃতির বিকাশ সাধন, উড়বে গগনে বিজয় কেতন” এই শ্লোগানকে ধারণ করে ডুয়েটে ভর্তিচ্ছুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পূর্বাচলের কার্যক্রমের সূচনা হয়। বর্তমানে জাতীয় সাংস্কৃতিক প্রশিক্ষণ ক্লাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, টিভি পরিবেশনা ও সোস্যাল মিডিয়ায় কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া এসব নিয়মিত কাজের পাশাপাশি শিশুতোষ চলচ্চিত্র উৎসব, সাংস্কৃতিক উৎসব, শর্ট ফিল্ম প্রতিযোগিতা সহ জাতীয় দিবস সমূহে পথ নাটক, আলোচনা সভা, র্যালী, প্রতিযোগিতা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
প্রকাশনা:
১। কৌতুক সমগ্র
বিভাগ সমুহ
১ । সংগীত
২। থিয়েটার
৩। শিশু বিভাগ
৪ । আবৃত্তি
৫। তেলাওয়াত
শর্ট ফিল্ম সমুহ
১। দৃষ্টি
২। সম্পদ
৩। অনুভূতি
৪ । অনাথ
নাটিকা সমুহ
১। নেপথ্যে
২। সময়ের প্রয়োজনে
ভিজ্যুয়াল গানের এ্যালবাম
১। হৃদয়ের অন্তপুরে
ইউটিউব চ্যানেল লিংক
https://youtube.com/@purbachalofficial?si=bS6wgwMhfdu0MAvU
ফেইসবুক পেইজ লিংক
https://www.facebook.com/share/1CArR84M1Q/
প্রতিষ্ঠালগ্ন থেকে যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন
১. মো. রাশেদুল ইসলাম সাথী
২. মো. জিয়া উদ্দিন
৩. সৈয়দ নঈমুল হাসান মিন্টু
৪. মো. নজরুল ইসলাম
৫. এস. এম. ফজলুল হক মণি
৬. মো. সেলিম রেজা
৭. মো. নূর ইসলাম
৮. মো. মুনতাসির মামুন
৯. মো. হাবিবুর রহমান
১০. মু ইমরান হোছাইন খোকা
১১. মোঃ দেলোয়ার হোসাইন
১২. মোঃ আকবর হোসাইন
১৩. মোঃ জাহিদুল ইসলাম
১৪. মোঃ আব্দুল্লাহ আল কোরাইশ
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
