স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ

ফেনী

“মননশীল সংস্কৃতির বিকাশই আমাদের প্রত্যয়”

স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ফেনী

 

 

প্রতিষ্ঠার ইতিহাস

চট্টগ্রাম বিভাগের মধ্য ভূমিতে অবস্থিত ফেনী জেলাতে ১৯৮৫ সালের ১ জানুয়ারি প্রথম ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল 'দিশারী' নাম দিয়ে একটি শিল্পীগোষ্ঠী। শুধুমাত্র গানের বিভাগ দিয়ে শুরু হওয়া এই সংগঠনটি ১৯৯১ ইং সালের ১মার্চ, ‘স্বরূপ' নাম ধারণ করে ৪টি বিভাগ দিয়ে শুরু হয়ে বর্তমানে ৫টি শাখা সংগঠন ও ৭টি বিভাগে কার্যক্রম পরিচালনা করছে। স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ তার নিয়মিত কাজের পাশাপাশি জাতীয় দিবস সমূহের উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ নাটক, আলোচনা সভা, র‍্যালী, প্রতিযোগিতা, বিভিন্ন টিভি চ্যানেলে গান পরিবেশন সহ নানারকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পরিচালনা পর্ষদের নিরলস প্রচেষ্টায় ইতোমধ্যে স্বরূপ সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে।

 

বিভাগ সমূহ

১) ক্বেরাত বিভাগ

২) সিনিয়র সংগীত বিভাগ

৩) কিশোর সংগীত বিভাগ

৪) শিশু সংগীত বিভাগ

৫) থিয়েটার বিভাগ
৬) আবৃত্তি-উপস্থাপনা বিভাগ

৭) চিত্রাংকন বিভাগ


এ্যালবাম সমূহ

১) স্বপ্ন মুকুল (অডিও)

২) হৃদয়ে তোমার ছবি (ভিজ্যুয়াল)

৩) মুখোশের অন্তরালে (টেলিফিল্ম)

 

 

যাদের দক্ষ হাতে গড়া আজকের স্বরূপ
১) নুর মোহাম্মদ (জানু: ১৯৮৫-ডিসে: ১৯৮৭)

২) মোশাররফ হোসাইন (জানু: ১৯৮৮-ডিসে: ১৯৮৯)

৩) মোঃ ছানাহ উল্লাহ (জানু: ১৯৯০-ডিসে: ১৯৯১)

৪) মাও: মাহমুদুল হক (জানু: ১৯৯২-ডিসে: ১৯৯২)

৫) ইব্রাহীম বাহারী (জানু: ১৯৯৩-ডিসে: ১৯৯৩)
৬) আ.ন.ম আব্দুর রহীম (জানু: ১৯৯৪-ডিসে: ১৯৯৪)
৭) জসিম উদ্দিন মজুমদার (জানু: ১৯৯৫-ডিসে: ১৯৯৫)

৮) দিদারুল আলম মজুমদার (জানু: ১৯৯৬-ডিসে: ১৯৯৬)

৯) ডা: ইব্রাহীম শামীম (জানু: ১৯৯৭-ডিসে: ১৯৯৭)

১০) আব্দুর রহীম নিজামী (জানু: ১৯৯৮-ডিসে: ১৯৯৮)

১১) মাহফুজুল হক খোন্দকার (জানু: ১৯৯৯-জুন ১৯৯৯)

১২) এস.এম.মাছুম বিল্লাহ (জুলাই ১৯৯৯-জুন ২০০১)

১৩) শাহাদাত হোসাইন আল হেলাল (জুলাই ২০০১-ডিসে: ২০০৩)

১৪) এড. আমিনুল হক ভুট্টু (জানু: ২০০৪- জুন: ২০০8 )

১৫) শাহাদাত হোসাইন আল হেলাল (জুলাই ২০০৪-ডিসে: ২০০৪)

১৬) খন্দকার জিয়াউর রহমান (জানু: ২০০৫-জুন ২০০৫)

১৭) এড. আব্দুল হাই (জুলাই ২০০৫-ডিসে: ২০০৫)

১৮) এড. আমিনুল হক ভুট্টু (জানু: ২০০৬-মার্চ ২০০৭)

১৯) সুলতান মাহমুদ ফারুকী (এপ্রিল ২০০৭- ডিসে: ২০০৭)

২০) নাজমুল আহছান (জানু: ২০০৮-জুন ২০১১)

২১) মুরশিদ আলম (জুলাই ২০১১- জুন ২০১৪)

২২) ওসমান গণি রাসেল (জুলাই ২০১৪ জুন ২০১৬)

২৩) আশেক এলাহী (জুলাই ২০১৬-বর্তমান)

 

মঞ্চায়িত নাটক সমূহ
১) পথের দিশা (১৯৯৭)
২) রক্তের সিঁড়ি বেয়ে (২০০৬ সালের ১৮ ডিসেম্বর)

৩) আলোকিত পৃথিবী চাই (২০০৭)
৪) অবাক জলপান (২০০৭)
৫) রাত্রী ভোরের ট্রেন (২০০৯ সালের ২৪ এপ্রিল)

৬) নেশা (২০১১ সালের ২১ ফেব্রুয়ারি)

৭) ডানপিটের কান্ডজ্ঞান (২০১২ সালের)
৮) সালামের বাড়ী ফেরা (২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি)


উৎসব
১) ১ম উৎসব (২০০৩ সাল)
২) ২য় উৎসব (২০০৯ সাল)
২) ৩য় উৎসব (২০১০ সাল)
৩) ৪র্থ উৎসব (২০১২ সাল)


টিভি নাটক
১) মুখোশের অন্তরালে (দিগন্ত টিভি)


সাহিত্য পত্রিকা
১) শেকড়ের সুর


স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
১) নেশা
২) ধান্দাবাজ
৩) শিরোনামহীন ভবিষ্যৎ
৪) ইংলিশ ম্যাডাম
৫) একে অপরকে সাহায্য করা
৬) কঠিন ধান্দাবাজ
৭) ইন্টারভিউ
b) Question
৯) উদয়স্ত


স্মরণীয় ঘটনা
সীরাতুন্নবী (সা:) পালন উপলক্ষে ২০০৩ সালের ২৫-৩১ মে ৭ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও বই মেলার আয়োজন করা হয়। এতে দেশের বিখ্যাত কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের পদাচারণা সত্যিই ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে ফেনীতে বিরল। উক্ত উৎসবে এসেছিলেন কবি আল মাহমুদ, সর্বজন শ্রদ্ধেয় মরহুম কবি মতিউর রহমান মল্লিক, কবি আসাদ বিন হাফিজ, কবি আব্দুল হাই শিকদার, শিল্পী সাইফুল্লাহ মানছুর, শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, শিল্পী আবদুর রউফ, শিল্পী মুজাহিদ, সাইমুম ও পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী সহ আরো অনেক জ্ঞানী-গুনী কবি, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, সুরকার, ছড়াকার, আবৃত্তিকার, অভিনেতা সহ অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এই উৎসব এবং মেলাতে সাধারণ মানুষের ঢল নেমেছিল।