উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ

নীলফামারী

“পরিশীলিত সংস্কৃতির আলোক ছোয়ায় মুছবোই অমানিশা”


উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নীলফামারী


উত্তাল শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি একটি জাতির প্রাণ। সংস্কৃতি ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না। জাতিকে সুপথে পরিচালনা করার জন্য সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। তরুণ ছাত্র সমাজকে অপ-সংস্কৃতির উত্তাল গ্রাস থেকে মুক্ত করতে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য “পরিশীলিত সংস্কৃতির আলোক ছোঁয়ায় মুছবোই অমানিশা” এই স্লোগানকে সামনে নিয়ে ২০০০ সালে নীলফামারী জেলায় প্রতিষ্ঠিত হয় উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ। পরিশীলিত সংস্কৃতি চর্চার মাধ্যমেই আমরা অপ-সংস্কৃতির অমানিশা দূর করতে চাই। দেশ ও জাতির দুর্দিনে সুস্থ সাংস্কৃতির চর্চাই হোক সকলের অঙ্গীকার।


উত্তালের নিয়মিত বিভাগসমূহ
১. তেলাওয়াত
শিশু বিভাগ
৩. সংগীত

৪. থিয়েটার
৫. আবৃত্তি ও উপস্থাপনা


প্রতিষ্ঠাকাল থেকে পরিচালকবৃন্দ
১. মোঃ ওমর ফারুক
২. মোঃ মোয়াম্মার আল হাসান
৩. মো: মুস্তাফিজার রহমান
৪. মো: নূর ইসলাম
৫. মো: মোস্তাকিন
৬. মো: আরিফুল ইসলাম
৭. মো: আব্দুল হালিম

৮. মো: মাযিদুল ইসলাম

৯. মো: শাহিন ইসলাম
১০. মো: শফিউল আলম
১১. মো: রাশেদুল হাসান রাশেদ (বর্তমান পরিচালক)