ভোলা শহর
“সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চাই আমাদের অঙ্গীকার”

আলহেরা শিল্পীগোষ্ঠী, ভোলা
আকাশ সংস্কৃতির উত্তাল তরঙ্গে পশ্চিমা সংস্কৃতির স্রোতে আমাদের সমাজের ছোট্ট শিশু থেকে কিশোর, তরুণ যুবক যেভাবে উন্মাদ, তাতে নিমিষেই হারিয়ে যাওয়ার পথে সুস্থ ধারার সংস্কৃতি। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশর সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক প্রয়াত কবি বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবি মতিউর রহমান মল্লিক ১৯৪০ সালে প্রতিষ্ঠা করেন ঢাকার সাইমুম শিল্পীগোষ্ঠী। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একমাত্র দ্বীপজেলা ভোলায় ১৯৯৪ সালের ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চায় অঙ্গীকার বদ্ধ সাংস্কৃতিক সংগঠন ‘আলহেরা শিল্পীগোষ্ঠী'। সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও জাতির জন্য এক আদর্শিক সাংস্কৃতিক বিনোদনের লক্ষ্যে আমাদের এই পথচলা। এরই ধারাবাহিকতায় শিল্পীগোষ্ঠীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহে সংগীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ নাটক, আলোচনা সভা, র্যালি, প্রতিযোগিতা, টিভি চ্যানেলে গান পরিবেশন সহ নানারকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়া ধর্মীয় ও যে কোন সামাজিক, প্রতিষ্ঠানে বার্ষিক প্রোগ্রাম, শিক্ষা সফর, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে নানারকম সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আলহেরা শিল্পীগোষ্ঠী।
বিভাগসমূহ
১. সংগীত
২. অভিনয়
৩. আবৃত্তি
৪. ক্বেরাত
৫. চিত্রাঙ্কন
আমাদের প্রযোজিত নাটিকা সমূহ
১. ব্রাজিন্টিনা
২. কিপটে চাচা
৩. ধান্ধাবাজ
৪. আমাদের বিজয়
৫. সিদ্দত
প্রকাশিত অ্যালবামসমূহ
অডিও
১. নীল ঢেউ
২. আলো ঝলমলে দিন
৩. স্বপ্নদ্বীপ
৪. প্রিয় গান প্রিয় সুর
৫. সময়ের সুর
প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালকবৃন্দ
১. হাফেজ ফজলুর রহমান ফারুক (১৯৯৪-১৯৯৫)
২. মো: আবি আব্দুল্লাহ (১৯৯৫-১৯৯৬)
৩. মো: জাফর ফিরোজ (১৯৯৬-১৯৯৮)
৪. মো: আজাদ আলাউদ্দিন (১৯৯৮-১৯৯৯)
৫. কবির হোসেন নোমান (১৯৯৯-২০০২)
৬. মো: আব্দুল্লাহ (২০০২-২০০৪)
৭. নুরুজ্জামান নুর (২০০৪-২০০৫)
৮. শরীফ মু. ফয়সাল (২০০৫-২০০৫)
৯. হাসান আল বান্না ( ২০০৫-২০০৬)
১০.আবু সুফিয়ান সোহাগ (২০০৬-২০০৭)
১১. আব্দুর রাজ্জাক রাজু (২০০৭-২০১১)
১২. সাইফুল্লাহ মু. ইদ্রিস (২০১১-২০১৫)
১৩. মোহাম্মদ আব্দুল আজিজ (২০১৫-বর্তমান)
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
